mukesh-ambani

ওয়েবডেস্ক: বিয়ের আগে ভগবানের উদ্দেশে প্রথম নিমন্ত্রণপত্র প্রেরণ খুবই প্রচলিত একটি রীতি। তার বাইরে গেলেন না মুকেশ অম্বানিও। তিনিও তাঁর মেয়ে ইশা অম্বানির বিয়ের নিমন্ত্রণপত্র প্রথম দিলেন ভগবানের উদ্দেশে। অন্ধ্রপ্রদেশের তিরুপতি তিরুমালা মন্দিরে বালাজিকে। মঙ্গলবার সকালে এই মন্দির থেকেই বের হতে দেখা যায় মুকেশ অম্বানি আর তাঁর ছোটো ছেলে অনন্ত অম্বানি।

 NITAMUKESH.

প্রসঙ্গত ইশা অম্বানির বিয়ের দিন ঠিক হয়েছে ১২ ডিসেম্বর। বিয়ে হবে শিল্পপতি অজয় পিরামলের ছেলে আনন্দ পিরামলের সঙ্গে। উল্লেখ্য, ওষুধ থেকে মূলধনী ব্যবসায় বিখ্যাত নাম এই পিরামল গ্রুপ অব কোম্পানিজ। যাইহোক, আসা যাক ইশা-আনন্দের কথায়। আনন্দ ইশাকে বিয়ের প্রস্তাব দেন চলতি বছরের শুরুতেই। তার পর সেপ্টেম্বরে আশীর্বাদ হয় ইতালির লেক কোমোতে। আর নভেম্বরে ঘোষণা করা হয় বিয়ের দিন। দীর্ঘ দিনের বন্ধু ইশা-আনন্দ।

আরও পড়ুন : প্রেসিডেন্ট ট্রাম্পকে হুবহু কোন বিখ্যাত গায়ক-নায়কের মতো দেখতে? জানালেন তিনি নিজেই

যাবতীয় রীতি আর প্রথা মেনে অম্বানিদের নিজের বাড়িতেই বসবে বিয়ের আসর। ফলত অম্বানি পরিবারের আরও এক বিয়েতে আর কী কী ঘটে তা জানার জন্য এখন পাখির চোখ ১২ তারিখ।

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here