১৯৮৫ সালে নীতা অম্বানির (Nita Ambani) সঙ্গে বিয়ে হয় মুকেশ অম্বানির (Mukesh Ambani)। তাঁদের তিন ছেলে-মেয়ে। ১৯৯১-এ যমজ সন্তান আকাশ এবং ইশার জন্ম। এর পর ১৯৯৫-এ জন্ম হয় অনন্তর। তাঁরা এখন বাবার ব্যবসার হাল ধরার জন্য রীতিমতো প্রস্তুত।
অম্বানি পরিবারের আগামী প্রজন্ম

রিলায়েন্স ইন্ডাস্ট্রিজের লাগাম ধরার জন্য ইতিমধ্যেই নিজের তিন সন্তানকে দায়িত্ব ভাগ করে দিতে শুরু করেছেন মুকেশ অম্বানি। বিশেষত, টেলিকম, রিটেল এবং নিউ এনার্জির মতো তিনটি শিল্পের হাল ধরার জন্য নিজের তিন ছেলে-মেয়েকে সঠিক দায়িত্ব তুলে দেওয়ার পরিকল্পনা নিয়ে এগোচ্ছেন মুকেশ। গত এক বছরে স্পষ্ট হয়ে গিয়েছে রিলায়েন্স গ্রুপের ব্যাটন পরবর্তী প্রজন্মের হাতে তুলে দেওয়ার প্রক্রিয়া শুরু করে দিয়েছেন দেশের অন্যতম ধনী শিল্পপতি মুকেশ।
প্রতি বছর ধীরুভাই অম্বানির জন্মবার্ষিকীকে রিলায়েন্স ফ্যামিলি ডে হিসেবে পালন করে সংস্থা। ২০২২-এ এই অনুষ্ঠানে বক্তৃতা করার সময় মুকেশ আম্বানি বলেন, তেল থেকে টেলিকম হয়ে খুচরো ব্যবসায় ব্যাপক পরিবর্তন আনতে শুরু করেছে রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ। ২০২২-এর শেষলগ্ন সংস্থার জন্য বিশেষ তাৎপর্যপূর্ণ। ২০২৩-এ সুবর্ণ জয়ন্তী বর্ষে পদার্পণ করছে সংস্থা। এমন একটা সন্ধিক্ষণে দাঁড়িয়ে মুকেশের প্রত্যাশা, ধীরুভাইয়ের মতোই ভারতের আর্থিক বিকাশে অবদান রাখবে অম্বানি পরিবারের আগামী প্রজন্ম।
কাকে কোন দায়িত্ব

নিজের সমস্ত ব্যবসা এবং উদ্যোগের সঙ্গে যুক্ত সমস্ত ধরনের কর্মীদের কাছে নিজের প্রত্যাশা স্পষ্ট করেন অম্বানি। তিনি জানান, বড়ো ছেলে আকাশ অম্বানিকে (Akash Ambani) টেলিকম ব্যবসা পরিচালনার জন্য প্রস্তুত করা হচ্ছে। বছর তিরিশের আকাশ অম্বানি, গত জুন মাসে ভারতের বৃহত্তম টেলিকম কোম্পানি জিও-র চেয়ারম্যান পদে উন্নীত হয়েছেন। যদিও অনেক আগে, মাত্র ২২ বছর বয়সেই তিনি জিও-র বোর্ড সদস্য হিসেবে নিযুক্ত হয়েছিলেন। সম্প্রতি তাঁর নাম উঠে এসেছে টাইম পত্রিকার উদীয়মান একশোজন তারকাদের তালিকায়।
আকাশের যমজ ইশা অম্বানিকে খুচরো ব্যবসার দায়িত্ব তুলে দেওয়ার জন্য গড়ে তোলা হচ্ছে। ইতিমধ্যেই খুচরো ব্যবসাকে বৃদ্ধির মুখ দেখাতে শুরু করেছেন ইশা অম্বানি (Isha Ambani)। সম্প্রতি তাঁর নেতৃত্বেই গুজরাটে ‘ইনডিপেনডেন্স’ নামে ব্যবসা শুরু করছে রিলায়েন্স রিটেলে। নতুন ব্র্য়ান্ডের আওতায় ভোজ্যতেল, ডাল ও নানা প্যাকেটজাত খাবার সামগ্রী বিক্রি করবে রিলায়েন্স রিটেল। হিন্দুস্তান ইউনিলিভার, নেসলে, ব্রিটানিয়ার মতো সংস্থার সঙ্গেও পাল্লা দেওয়ার লক্ষ্য নিয়ে এগোচ্ছেন ইশা।
মুকেশ জানান, রিলায়েন্স নিজের তেল থেকে রাসায়নিক ব্যবসায় নতুন মোড় আনতে চলেছে। নিউ এনার্জি হল রিলায়েন্সের সর্বশেষ স্টার্ট-আপ ব্যবসা, যা শুধুমাত্র সংস্থা বা দেশকে নয়, পুরো বিশ্বকে বদলে দেওয়ার ক্ষমতা রাখে। কনিষ্ঠ পুত্র অনন্ত অম্বানিকে (Anant Ambani) নিউ এনার্জি ব্যবসার হাল ধরার জন্য প্রস্তুত করা হচ্ছে।
খবরের সব আপডেট পড়ুন খবর অনলাইনে। লাইক করুন আমাদের ফেসবুক পেজ। সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল।