২৬/১১ মুম্বই হামলার অন্যতম সহ-ষড়যন্ত্রকারী তাহাওউর রানা ও প্রধান পরিকল্পনাকারী ডেভিড হেডলির সম্পর্ক নিয়ে নতুন তথ্য সামনে আনল এনআইএ (জাতীয় তদন্ত সংস্থা)। এনআইএ সূত্রে জানা গিয়েছে, রানা তাঁর সংস্থার এক কর্মচারী — যাঁকে ‘এমপ্লয়ি বি’ নামে চিহ্নিত করা হয়েছে — তাঁকে নির্দেশ দিয়েছিলেন হেডলিকে সাহায্য করতে পরিকল্পনা ও অন্যান্য বিষয়ে।
তবে সূত্র বলছে, ‘এমপ্লয়ি বি’ সন্ত্রাসমূলক পরিকল্পনা সম্পর্কে কিছু জানতেন না। তিনি কেবল রানার নির্দেশে হেডলিকে বিমানবন্দর থেকে আনা, যাতায়াতের ব্যবস্থা করা, থাকার জায়গা দেওয়া এবং কাজ করার সুযোগ করে দেওয়ার মতো বিষয়গুলিই সামলেছিলেন।
রানা তাঁর ইমিগ্রেশন ব্যবসা ব্যবহার করেই হেডলিকে সহায়তা করেছিলেন। ভারতীয় ব্যবসায়ী ও সেনা মহলে সহজে মিশে যেতে হেডলির পাকিস্তানি-মুসলিম পরিচয় গোপন রাখার ব্যবস্থা করেন তিনি। এমনকি করাচি থেকে হেডলির বিমানের টিকিট বুক করা ও তাঁর মরোক্কান স্ত্রীর নথিপত্র তৈরির কাজেও সাহায্য করেছিলেন।
এনআইএ’র চার্জশিট অনুযায়ী, রানা ‘মেজর ইকবাল’ নামের আরও এক ষড়যন্ত্রকারীর সঙ্গেও যোগাযোগ রাখতেন। ১০ এপ্রিল মার্কিন যুক্তরাষ্ট্র থেকে ভারতে প্রত্যর্পণ হওয়ার পর রানাকে ১৮ দিনের এনআইএ হেফাজতে রাখা হয়েছে, এবং জোরদার জিজ্ঞাসাবাদ চলছে। শিগগিরই রানার মুখোমুখি বসানো হতে পারে ‘এমপ্লয়ি বি’-কে, যাতে উঠে আসে আরও তথ্য।
রানার বিরুদ্ধে ভারতে একাধিক ধারায় মামলা চলছে — যার মধ্যে রয়েছে ষড়যন্ত্র, জালিয়াতি, খুন এবং সন্ত্রাসবাদের অভিযোগ।
তাহাউর রানাকে নিয়ে এই ভিডিয়োটি দেখুন