Homeখবরদেশভাইরাল হয়েই বিপত্তি, মাসে ৮ লাখ রোজগার করা মুম্বইয়ের অটো ড্রাইভারের ব্যবসা...

ভাইরাল হয়েই বিপত্তি, মাসে ৮ লাখ রোজগার করা মুম্বইয়ের অটো ড্রাইভারের ব্যবসা লাটে

প্রকাশিত

আপনার প্রশ্ন, আমাদের উত্তর

কিন্তু এই রমরমা ‘ব্যবসা’কে বন্ধ করে দিল মুম্বই পুলিশ।

ঘটনাস্থল ছিল বান্দ্রা কুরলা কমপ্লেক্স (BKC)-এ অবস্থিত মার্কিন কনস্যুলেট। ওই জায়গায় কোনও অফিসিয়াল লকার না থাকায় ভিসা প্রার্থীরা পড়তেন সমস্যায়। সেই অসুবিধাকে কাজে লাগিয়েই নিজস্ব উদ্যোগে গাড়ির ভেতরেই ‘লকার পরিষেবা’ চালু করেন এক অটোচালক। তাঁর এই সৃজনশীল ব্যবসার কথা প্রথম প্রকাশ্যে আসে লেন্সকার্টের প্রোডাক্ট লিডার রাহুল রুপানির একটি লিঙ্কডইন পোস্টের মাধ্যমে।

পোস্টটি ভাইরাল হওয়ার পর গোটা বিষয়টি নজরে আসে প্রশাসনের। নিরাপত্তাজনিত উদ্বেগে দ্রুত ব্যবস্থা নেয় মুম্বই পুলিশ। পুলিশ সূত্রে খবর, ওই চালক ছাড়াও আরও অন্তত ১২ জন ব্যক্তি একই ধরনের ব্যবসা চালাচ্ছিলেন। তাঁদের সবাইকে ডেকে সতর্ক করা হয়েছে।

BKC থানার এক পদস্থ আধিকারিক হিন্দুস্তান টাইমসকে বলেন, “এই ধরনের অননুমোদিত ব্যাগ সংরক্ষণ পরিষেবা একেবারেই বেআইনি। কনস্যুলেট সংলগ্ন এলাকায় কোনও অবস্থাতেই পার্কিং ও ব্যাগ সংরক্ষণের অনুমতি দেওয়া হয়নি।” তিনি আরও জানান, “এই ধরনের ব্যাগের মধ্যে কী রয়েছে, তা যাচাই না করেই রেখে দেওয়া হতে পারে— যা নিরাপত্তার পক্ষে বিপজ্জনক।”

পুলিশ স্পষ্ট জানিয়েছে, ভবিষ্যতে এই ধরনের কোনও পরিষেবা চালু হলে কঠোর পদক্ষেপ নেওয়া হবে।

উল্লেখ্য, রাহুল রুপানির পোস্টে ওই অটোচালকের উদ্যোগের প্রশংসা করা হয়েছিল, যেখানে তিনি ভিসা প্রার্থীদের ব্যাগ সুরক্ষিতভাবে রেখে সমস্যা মেটাচ্ছিলেন। কিন্তু প্রশাসনের দৃষ্টিতে এই পদক্ষেপ যে বেআইনি ও নিরাপত্তা লঙ্ঘনকারী, তা এখন স্পষ্ট।

মার্কিন কনস্যুলেটের কড়া নিরাপত্তা নীতিকে কাজে লাগিয়ে ব্যাগ রাখার অভিনব ব্যবসা শুরু করেছিলেন মুম্বইয়ের এক অটোচালক। প্রতিদিন ২০ থেকে ৩০ জন ভিসা প্রার্থী যাঁদের ব্যাগ নিয়ে ঢুকতে দেওয়া হত না, তাঁদের কাছ থেকে ব্যাগ রেখে ১,০০০ টাকা করে আদায় করতেন তিনি। এতে মাসে প্রায় ৫ থেকে ৮ লক্ষ টাকা পর্যন্ত উপার্জন করতেন ওই চালক।

কিন্তু এই রমরমা ‘ব্যবসা’কে বন্ধ করে দিল মুম্বই পুলিশ।

ঘটনাস্থল ছিল বান্দ্রা কুরলা কমপ্লেক্স (BKC)-এ অবস্থিত মার্কিন কনস্যুলেট। ওই জায়গায় কোনও অফিসিয়াল লকার না থাকায় ভিসা প্রার্থীরা পড়তেন সমস্যায়। সেই অসুবিধাকে কাজে লাগিয়েই নিজস্ব উদ্যোগে গাড়ির ভেতরেই ‘লকার পরিষেবা’ চালু করেন এক অটোচালক। তাঁর এই সৃজনশীল ব্যবসার কথা প্রথম প্রকাশ্যে আসে লেন্সকার্টের প্রোডাক্ট লিডার রাহুল রুপানির একটি লিঙ্কডইন পোস্টের মাধ্যমে।

পোস্টটি ভাইরাল হওয়ার পর গোটা বিষয়টি নজরে আসে প্রশাসনের। নিরাপত্তাজনিত উদ্বেগে দ্রুত ব্যবস্থা নেয় মুম্বই পুলিশ। পুলিশ সূত্রে খবর, ওই চালক ছাড়াও আরও অন্তত ১২ জন ব্যক্তি একই ধরনের ব্যবসা চালাচ্ছিলেন। তাঁদের সবাইকে ডেকে সতর্ক করা হয়েছে।

BKC থানার এক পদস্থ আধিকারিক হিন্দুস্তান টাইমসকে বলেন, “এই ধরনের অননুমোদিত ব্যাগ সংরক্ষণ পরিষেবা একেবারেই বেআইনি। কনস্যুলেট সংলগ্ন এলাকায় কোনও অবস্থাতেই পার্কিং ও ব্যাগ সংরক্ষণের অনুমতি দেওয়া হয়নি।” তিনি আরও জানান, “এই ধরনের ব্যাগের মধ্যে কী রয়েছে, তা যাচাই না করেই রেখে দেওয়া হতে পারে— যা নিরাপত্তার পক্ষে বিপজ্জনক।”

পুলিশ স্পষ্ট জানিয়েছে, ভবিষ্যতে এই ধরনের কোনও পরিষেবা চালু হলে কঠোর পদক্ষেপ নেওয়া হবে।

উল্লেখ্য, রাহুল রুপানির পোস্টে ওই অটোচালকের উদ্যোগের প্রশংসা করা হয়েছিল, যেখানে তিনি ভিসা প্রার্থীদের ব্যাগ সুরক্ষিতভাবে রেখে সমস্যা মেটাচ্ছিলেন। কিন্তু প্রশাসনের দৃষ্টিতে এই পদক্ষেপ যে বেআইনি ও নিরাপত্তা লঙ্ঘনকারী, তা এখন স্পষ্ট।

সাম্প্রতিকতম

মুখ্যসচিবের বৈঠকেও অনড় যোগ্য চাকরিহারারা, যোগ্য-অযোগ্যদের তালিকা প্রকাশের ডেডলাইন দিলেন আন্দোলনকারীরা

মুখ্যসচিব মনোজ পন্থের সঙ্গে বৈঠকেও মেলেনি সমাধান। যোগ্য-অযোগ্যদের তালিকা রাতের মধ্যেই প্রকাশের দাবি তোলেন চাকরিহারারা। তালিকা না প্রকাশ হলে বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি।

বাংলাভাষীদের ‘বাংলাদেশি’ তকমা! দিল্লিতে ধর্নায় তৃণমূল, সিএএ নিয়ে কেন্দ্রীয় প্রতিমন্ত্রীর মন্তব্যে নতুন বিতর্ক

বিজেপি শাসিত রাজ্যগুলিতে বৈধ নথি থাকা সত্ত্বেও বাংলাভাষীদের 'বাংলাদেশি' বলা হচ্ছে বলে অভিযোগ তৃণমূলের। দিল্লির জয়হিন্দ কলোনিতে ধর্নায় সাংসদরা, পথে নামছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

বর্ণবৈষম্যের বিরুদ্ধে মুখ খোলা প্রাক্তন মিস পুদুচেরি সান রেচালের রহস্যমৃত্যু, আত্মহত্যা বলে প্রাথমিক অনুমান

মাত্র ২৬ বছর বয়সে আত্মহত্যা করলেন প্রাক্তন মিস পুদুচেরি ও মডেল সান রেচাল। বর্ণবৈষম্যের বিরুদ্ধে মুখ খুলে আলোচনায় এসেছিলেন তিনি। মানসিক চাপই কি কারণ?

খাফরের পিরামিডের নীচে লুকনো শহর! স্ফিংক্সের নীচে গোপন চেম্বারের হদিশ

গিজার পিরামিডের নীচে বিশাল গোপন শহরের সন্ধান! সোনার স্ক্যানে মিলল স্ফিংক্সের নীচে গোপন চেম্বার ও ঘোরানো সিঁড়ির হদিশ। গবেষণায় চমকে উঠেছেন মিশরবিদরা।

আরও পড়ুন

এয়ার ইন্ডিয়া দুর্ঘটনা: ‘তুমি জ্বালানি বন্ধ করলে কেন?’ — ককপিটের রেকর্ডে চাঞ্চল্যকর তথ্য, কী বলল বিমানসংস্থা?

এয়ার ইন্ডিয়া দুর্ঘটনায় প্রকাশ্যে এল ককপিট কথোপকথন। পাইলটদের মধ্যে জ্বালানি বন্ধ নিয়ে উত্তপ্ত প্রশ্নোত্তর। তদন্ত রিপোর্টে নেই পাখির ধাক্কার প্রমাণ।

৭৫ বছর বয়সে সরে যাওয়ার পরামর্শ ভাগবতের, মোদিকে নিশানা করে কটাক্ষ কংগ্রেসের

৭৫ বছর বয়স হলে নেতাদের সরে যাওয়ার পরামর্শ মোহন ভাগবতের। আরএসএস প্রধানের এই মন্তব্য ঘিরে মোদিকে বিঁধল কংগ্রেস। এক তীর, দুটি লক্ষ্য বলে কটাক্ষ জয়রাম রমেশের।

৩০ বছর পর আবার ফুটল পদ্ম! কাশ্মীরের ওয়ুলার হ্রদে ফিরল ‘নদরু’-র জৌলুস, ফিরল জীবিকার আশা

কাশ্মীরের বান্দিপোরার ওয়ুলার হ্রদে ৩০ বছর পর আবারও ফুটল পদ্ম। সংরক্ষণ প্রকল্পের ফলে ফিরে এল ‘নদরু’ বা পদ্মডাঁটার চাষ। জীবিকা ফিরে পেল বহু পরিবার।