uber
ছবি সৌজন্য: দ্য ভার্জ

ওয়েবডেস্ক: উবের-চালকদের কত কুকীর্তি নিয়েই না খবর হয়েছে এর আগে! মহিলা-যাত্রী নিগ্রহ, কখনও বা ধর্ষণ- কোনোটাই সংস্থার তথাকথিত পরিষেবার মধ্যে পড়ে না! কিন্তু সম্প্রতি মুম্বইয়ের প্রেষিত দেওরুখকরের সঙ্গে যা হল, তা তুলনারহিত! তাঁকে না তুলেই রাইড শুরু করে দিলেন উবের-চালক!

আরও পড়ুন: উবেরে বিভীষিকাময় অভিজ্ঞতা, টুইটে জানালেন মহিলা সাংবাদিক

অবশ্য প্রেষিতও চুপ করে থাকেননি! একের পর টুইট মারফত তিনি যে ভাবে ঘটনাটা দেখিয়েছেন চোখে আঙুল দিয়ে, তা পড়লে হাসতে হাসতে পেটে খিল ধরবেই! প্রথম টুইটা তিনি ঘটনা জানিয়ে করেছিলেন সংস্থাকেই!

পরে চালক তাঁকে তুলতে আসছেন কি না, তা দেখতে গিয়েই অবাক হয়ে যান প্রেষিত! টুইটে লেখেন, চালক এখন লিঙ্ক রোড দিয়ে হাওয়া খাচ্ছে!

এর পর তিনি জানান, চালকের নাম স্রেফ পি! প্রশ্ন তুলেছেন উবের-এর কাছে- এমন নাম হয় কী করে?

এর পর একে একে টুইট করেই চলেন প্রেষিত! জানান, চালকের হাবভাব তাঁর ভালো ঠেকছে না! তিনি নিশ্চয়ই খাঁড়িতে কিছু একটা ফেলতে গিয়েছেন!

কিন্তু সেটা কী? মৃতদেহ? ড্রাগ? একের পর এক প্রশ্নে চালকের সমালোচনা আর টুইটারেতিদের বিনোদন দেওয়া- দুই কাজই করেছেন তিনি!

সবার শেষে তাঁর টুইট বলছে- সারা মুম্বই চালক হাওয়া খেয়ে বেড়ালেও সংস্থা কিন্তু তাঁকে বিল ধরিয়েছে! পরে তা প্রত্যাহারও করে নিয়েছে ঠিকই, কিন্তু চালকের গাফিলতির জন্য ক্ষমা চায়নি!

টুইটারেতিরা জানাচ্ছেন- এমন ঘটনা এই প্রথম নয়! পড়ছেনই তো টুইটগুলো! তা, আপনিও এমন কোনো ঘটনার সম্মুখীন হননি তো?

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here