Home খবর দেশ মুম্বইয়ের ট্রেনে ভিড় কমাতে অফিস টাইমে বড়সড় পরিবর্তনের ভাবনা, টাস্ক ফোর্স গঠন...

মুম্বইয়ের ট্রেনে ভিড় কমাতে অফিস টাইমে বড়সড় পরিবর্তনের ভাবনা, টাস্ক ফোর্স গঠন করে প্রক্রিয়া শুরু

Mumbai Local Train

মহারাষ্ট্র সরকার মুম্বই শহরে সরকারি এবং বেসরকারি অফিসগুলির সময় বদলের দিকে এগোচ্ছে। উদ্দেশ্য একটাই — লোকাল ট্রেনে চরম ভিড় কমানো এবং যাত্রাপথকে আরও নিরাপদ করা। ইতিমধ্যেই এই সংক্রান্ত পরিকল্পনা বাস্তবায়নের জন্য একটি উচ্চপর্যায়ের টাস্ক ফোর্স গঠন করা হয়েছে।

পরিবহণমন্ত্রী প্রতাপ সরনাইক জানিয়েছেন, নতুন প্রস্তাব অনুযায়ী অফিসের টাইমিং দু’ভাগে ভাগ করা হতে পারে — সকাল ৮টা থেকে বিকেল ৪টা এবং সকাল ১০টা থেকে সন্ধ্যে ৬টা। সরকারি দফতর ছাড়াও বেসরকারি প্রতিষ্ঠানের সঙ্গেও এ বিষয়ে আলোচনা চলছে।

কেন এই পরিবর্তনের চিন্তা?

মুম্বইয়ের ‘লাইফলাইন’ নামে পরিচিত লোকাল ট্রেনে প্রতিদিন প্রায় ৮০ লক্ষ মানুষ যাতায়াত করেন। সকাল ৮টা থেকে ১১টা এবং বিকেল ৫টা থেকে ৮টা পর্যন্ত সময়েই থাকে যাত্রীদের সর্বাধিক ভিড়। সেই সময়ে স্টেশন এবং ট্রেনে ঠাসাঠাসি ভিড়ে দুর্ঘটনার সম্ভাবনা থাকে প্রবল।

গত মাসেই অতিরিক্ত ভিড়ের কারণে চলন্ত ট্রেন থেকে পড়ে ৪ জনের মৃত্যু হয়। ঘটনাগুলি নতুন করে প্রশ্ন তুলেছে নিরাপত্তা এবং যাত্রী-পরিকাঠামো নিয়ে। সরকার মনে করছে, অফিস টাইমে পরিবর্তন আনলে এই বিপজ্জনক পরিস্থিতি অনেকটাই নিয়ন্ত্রণে আসবে।

কীভাবে বাস্তবায়ন?

প্রাথমিকভাবে বাছাই করা কিছু এলাকা এবং সংস্থার মধ্যে পরীক্ষামূলকভাবে নতুন সময়সূচি চালু হবে। সফল হলে পুরো শহরজুড়ে চালু হবে এই ব্যবস্থা। পরিবহণ দফতর, রেল, এবং বৃহৎ বেসরকারি সংস্থাগুলির প্রতিনিধিরা এই টাস্ক ফোর্সের সদস্য হিসেবে থাকবেন।

প্রশাসনের আশা

প্রশাসনের মতে, অফিস টাইম ভাগ করে দিলে ট্রেনে চাপ কমবে, যাত্রাপথ হবে সহজ এবং নিরাপদ। পাশাপাশি কর্মীরা আরও ব্যালান্সড কর্মজীবন এবং পারিবারিক সময় বার করতে পারবেন।

এই উদ্যোগ সফল হলে, শহরের রেল পরিষেবার চাপ যেমন কমবে, তেমনই জীবন বাঁচানোও সম্ভব হবে বলে মনে করছে মহারাষ্ট্র সরকার।

আরও পড়ুন: ছত্তীসগঢ়ে ৬ বছরে ১৭৭ নিরাপত্তারক্ষীর আত্মহত্যা, ১৮ জন খুন, সরকারি পরিসংখ্যানে উদ্বেগ

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Exit mobile version