জাতীয় নিরাপত্তা উপদেষ্টা এবং প্রধানমন্ত্রীর প্রধান সচিব, এই জোড়া পদে পুরনো মুখেই আস্থা রাখলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। অজিত ডোভাল পুনরায় জাতীয় নিরাপত্তা উপদেষ্টা (NSA) এবং পি কে মিশ্র প্রধানমন্ত্রীর প্রধান সচিব হিসেবে নিযুক্ত হয়েছেন। এই নিয়োগ ১০ জুন থেকে কার্যকর হবে।
সরকারের ঘোষণা অনুযায়ী, তাঁদের কার্যকাল প্রধানমন্ত্রীর কার্যকালের সঙ্গে সমাপ্ত হবে বা পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত তাঁরা বহাল থাকবেন। অর্থাৎ, নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রীর পদে থাকা পর্যন্ত বা পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত তাঁরা এই পদে থাকবেন।
সরকারি বিবৃতিতে জানানো হয়েছে, ডোভাল ও মিশ্র উভয়েই তাদের কার্যকালে মন্ত্রিসভার মন্ত্রীর সমান মর্যাদা পাবেন।
অজিত ডোভাল ২০১৪ সাল থেকে NSA পদে রয়েছেন।
এই নিয়োগের পাশাপাশি, মন্ত্রিসভা নিয়োগ কমিটি অমিত খারে ও তারুন কাপুরকে প্রধানমন্ত্রীর দফতরে উপদেষ্টা পদে পুনরায় দুই বছরের জন্য নিযুক্ত করেছে। এই নিয়োগও ১০ জুন থেকে কার্যকর হবে। তাঁদের “ভারত সরকারের সচিবের মর্যাদা ও বেতন স্কেলে” নিযুক্ত করা হয়েছে।
প্রধানমন্ত্রী যে এই কর্তাদের উপর যে বিশেষ বিশ্বাস রাখেন, তা এই নিয়োগগুলি প্রমাণ। বিশেষ করে, ডোভাল ও মিশ্র, যারা অনেক বছর ধরে তাঁদের গুরুত্বপূর্ণ পদে রয়েছেন।