exam

ওয়েবডেস্ক : ইউজিসি নেট পরীক্ষা দিন ঘোষণা করল ন্যাশনাল টেস্টিং এজেন্সি। মঙ্গলবার পরীক্ষার দিন প্রকাশের সঙ্গে সঙ্গে পরীক্ষা পদ্ধতি বদলের কথাও ঘোষণা করল এনটিএ। এনটিএ জানিয়েছে, চলতি বছরে জুন মাসে হবে ইউজিসি নেট পরীক্ষা। দু’টি বিষয়ের পরীক্ষা হবে টানা তিন ঘণ্টা সময় ধরে। মাঝে থাকবে না কোনো বিরতি, জানায় সংস্থা। সংস্থার পক্ষ থেকে জানানো হয়েছে, নতুন সিলেবাস অনুযায়ীই হবে ২০১৯ সালের নেট পরীক্ষা।

আরও পড়ুন – নবাবিষ্কৃত প্রাচীন নক্ষত্রমণ্ডলের নাম রাখা হল ক্রিস্টিয়ানো রোনাল্ডের নামানুসারে
আরও পড়ুন – ছাত্রীদের সঙ্গে খারাপ ব্যবহারের অভিযোগে গ্রেফতার প্রধান শিক্ষক

আগের বার ২০১৮ সালের ডিসেম্বর মাসের পরীক্ষায় দু’টি বিষয়ের পরীক্ষার মাঝে আধ ঘণ্টার বিরতি ছিল। প্রথমটি হয়েছিল এক ঘণ্টায়, তার পর আধ ঘণ্টা বিরতি দিয়ে হয় দুই ঘণ্টার দ্বিতীয় পরীক্ষাটি। সেটিই আর এই বছর থেকে হবে না। পরীক্ষা হবে টানা তিন ঘণ্টা।

পরীক্ষা হবে কম্পিউটারের মাধ্যমে। জুন মাসে এক সপ্তাহ সময় ধরে কয়েকটি দফায় নেওয়া হবে এই পরীক্ষা। তা ছাড়াও পরীক্ষা শেষের ১৫ দিনের মধ্যে ফল প্রকাশের কথাও চিন্তা করছে এনটিএ।

শিক্ষা ও কেরিয়ার সংক্রান্ত আরও খবর পড়তে ক্লিক করুন

পরীক্ষা সম্পর্কিত যাবতীয় খবর পাওয়া যাবে ইউজিসি নেট ওয়েবসাইটে।

dailyhunt

খবরের সব আপডেট পড়ুন খবর অনলাইনে। লাইক করুন আমাদের ফেসবুক পেজ। সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল

বিজ্ঞাপন