national women's party india
মাঝখানে শ্বেতা শেঠি। ফাইল ছবি

ওয়েবডেস্ক: আমেরিকার শতাব্দী প্রাচীন ন্যাশনাল উইমেন্স পার্টি বা এনডব্লিউপি-র আদলে কয়েক বছর আগে ভারতে গঠিত হয়েছে মহিলাদের নিজস্ব দল।

বছর ৩৭-এর চিকিৎসর শ্বেতা শেঠির নেতৃত্বে ওই দলের সদস্য সংখ্যাও এখন সাত লক্ষ ছাড়িয়েছে। সেই দলই লোকসভায় প্রার্থী দিচ্ছে।

শনিবার দলের সম্পাদক শ্বেতা জানান, তাঁর দল এ বারের ভোটে সারা দেশের ২৮৩টি আসনে সরাসরি প্রতিদ্বন্দ্বিতা করতে পার্থী দেবে।

বর্তমানে দলের সাংগঠনিক ক্ষমতা রাজস্থান, মধ্যপ্রদেশ, গুজরাত এবং দিল্লিতে যথেষ্ট শক্ত ভিতের উপর দাঁড়িয়ে রয়েছে বলে তাঁর দাবি।

ফলে যে জায়গাগুলিতে দলের সদস্য এবং শতকরা হারে মহিলা ভোটারদের সংখ্যা বেশি, প্রাথমিক ভাবে সেই আসনগুলিতেই প্রার্থী দেওয়ার কথা জানান শ্বেতা।

তিনি জানান, রাজস্থানের ২৫টি আসনেই প্রার্থী দেবে এনডব্লিউপি। এর মধ্যে ১৩টি আসনে মহিলারা প্রার্থী হবেন। বাকি ১২টিতে অন্যান্যরা।

এ দিন তিনি স্পষ্টতই জানিয়ে দেন, নামে মহিলাদের দল হলেও তাঁরা প্রার্থী হিসাবে অন্য কোনো সম্প্রদায়ের প্রতিনিধিদের মনোনীত করবেন।

আরও পড়ুন: মৌনি অমাবস্যা উপলক্ষ্যে বিষমদ খেয়ে মৃতের সংখ্যা কমপক্ষে ৭০ ]

উল্লেখ্য, সংসদে মহিলাদের জন্য সংরক্ষণ এবং কর্মক্ষেত্রে মহিলাদের উপর হেনস্থা রোখার অঙ্গীকার নিয়েই পথ চলা শুরু করেছিল এ দেশের এনডব্লিউপি।

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here