Imran Khan
ইমরান খান। ছবি: দ্য অস্ট্রেলিয়ান থেকে

ওয়েবডেস্ক: বুধবারই আমন্ত্রণ এসেছিল, সেই আমন্ত্রণ রক্ষা করার কথা ঘোষণা করে দিলেন ভারতের প্রাক্তন ক্রিকেটার তথা পঞ্জাবের মন্ত্রী নভজ্যোত সিং সিধু। একটি বিবৃতিতে সিধু জানিয়েছেন ইমরানকে বিশ্বাস করা যায়।

বিবৃতিতে তিনি বলেছেন, “ইমরানের আমন্ত্রণ রক্ষা করতে পেরে খুব সম্মানিত বোধ করছি। খান সাহেব একটা চরিত্র। তাঁকে বিশ্বাস করা যায়। খেলোয়াড়রা সেতুবন্ধন করে, মানুষের মধ্যে ভেদাভেদ দূর করে ঐক্যবদ্ধ করে।”

navjot singh sidhu

বুধবারই আমন্ত্রিতদের তালিকা প্রকাশ করেছিল ইমরানের দল পাকিস্তান তেহরিক-এ-ইনসাফ। সেই তালিকায় ছিল সুনীল গাভস্কর, কপিল দেব এবং সিধুর নাম। পাশাপাশি অভিনেতা আমির খানকেও আমন্ত্রণ জানিয়েছিলেন এই শপথ অনুষ্ঠানে।

আরও পড়ুন পাকিস্তানে এই প্রথম অসংরক্ষিত আসন থেকে জিতে ইতিহাস গড়লেন তিন হিন্দু প্রার্থী

এই মুহূর্তে পাক সংসদে একক বৃহত্তম দল হলেও সংখ্যাগরিষ্ঠতা থেকে ২২টা আসন পেছনে রয়েছে ইমরানের দল। তবে জোট শরিক জোগাড় করা হয়ে গিয়েছে বলে জানিয়ে দিয়েছে তেহরিক-এ-ইনসাফ। তার পরেই ঠিক হয়ে যায় আগামী ১১ আগস্ট প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেবেন ইমরান।

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here