Homeখবরদেশবামপাশে চন্দ্রবাবু-নীতীশ, সর্বসম্মত ভাবে মোদীকেই প্রধানমন্ত্রী বাছল এনডিএ

বামপাশে চন্দ্রবাবু-নীতীশ, সর্বসম্মত ভাবে মোদীকেই প্রধানমন্ত্রী বাছল এনডিএ

প্রকাশিত

জাতীয় গণতান্ত্রিক জোট (এনডিএ)-র বৈঠকে নরেন্দ্র মোদীকে আবারও প্রধানমন্ত্রী হিসাবে বেছে নেওয়া হল। এনডিএ বৈঠকের পর স্পষ্ট হয়ে গেল নরেন্দ্র মোদীই প্রধানমন্ত্রী হিসাবে তৃতীবার শপথ নেবেন। বিরোধী দলের জোট ইন্ডিয়া সরকারের গঠন নিয়ে উদ্যোগ নিয়েছিল। কিন্তু সব শরিকদের উপস্থিতিতে এনডিএ-র বৈঠক স্পষ্ট করে দিল কেন্দ্রে আবার সরকার গড়ছে তারাই।

মঙ্গলবার (৪ জুন) লোকসভা নির্বাচনের ফলাফল ঘোষণা করা হয়েছে। এনডিএ জোট সবচেয়ে বেশি আসনে বিজয়ী হয়েছে। তবে, নির্বাচনী ফলাফল ঘোষণার পর এনডিএ-র মধ্যে প্রধানমন্ত্রী পদপ্রার্থী নিয়ে ২৪ ঘণ্টার যে সাসপেন্স চলছিল, তা অবশেষে শেষ হয়েছে।

বুধবার (৫ জুন) এনডিএ জোটের বৈঠক হয়। বিজেপি সহ ১৬টি দলের নেতারা এই বৈঠকে উপস্থিত ছিলেন। এই বৈঠকে একটি প্রস্তাব গৃহীত হয়। প্রস্তাবে বলা হয়েছে, গত ১০ বছরে নরেন্দ্র মোদীর নেতৃত্বে এনডিএ সরকারের জনকল্যাণমূলক নীতির মাধ্যমে ভারত সব ক্ষেত্রে উন্নত হয়েছে। প্রায় ৬ দশকের দীর্ঘ ব্যবধানের পর, ভারতের জনগণ টানা তৃতীয়বারের মতো সম্পূর্ণ সংখ্যাগরিষ্ঠতার সঙ্গে শক্তিশালী নেতৃত্ব বেছে নিয়েছে।

প্রস্তাবে আরও বলা হয়েছে, “আমরা সবাই গর্বিত যে ২০২৪ সালের লোকসভা নির্বাচন এনডিএ নরেন্দ্র মোদীর নেতৃত্বে ঐক্যবদ্ধভাবে লড়াই করেছে এবং জিতেছে। আমরা সবাই এনডিএ নেতারা নরেন্দ্র মোদীকে সর্বসম্মতিক্রমে আমাদের নেতা হিসেবে নির্বাচিত করছি। মোদীর নেতৃত্বে এনডিএ সরকার ভারতের গরীব, নারী, যুব, কৃষক এবং শোষিত, বঞ্চিত ও পীড়িত নাগরিকদের সেবায় প্রতিশ্রুতিবদ্ধ। ভারতের ঐতিহ্য সংরক্ষণ করে দেশের সর্বাঙ্গীণ উন্নয়নের জন্য এনডিএ সরকার দেশের প্রতিটি নাগরিকের জীবনমান উন্নত করার জন্য কাজ করবে।”

আরও পড়ুন। ‘জয়-পরাজয় রাজনীতির অঙ্গ’, বিদায়ী মন্ত্রিসভার বৈঠকে বার্তা মোদীর

উল্লেখ্য, লোকসভা নির্বাচনে এনডিএ জোট ২৯৩টি আসনে জয়ী হয়েছে। অন্যদিকে, ইন্ডিয়া জোট ২৩৪টি আসনে জিতেছে। বিজেপি একা ২৪০টি আসন পেয়েছে। যদিও ২০১৯-এ বিজেপি পায় ৩০৩ আসন।

আজ সকালে (৫ জুন) নরেন্দ্র মোদি প্রধানমন্ত্রী পদ থেকে পদত্যাগ করেছেন এবং তা রাষ্ট্রপতি ভবনে গিয়ে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুকে জমা দিয়েছেন। তবে, নতুন সরকার গঠিত না হওয়া পর্যন্ত নরেন্দ্র মোদি দেশের কার্যনির্বাহী প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করবেন।

সাম্প্রতিকতম

বৃষ্টি উপেক্ষা করেই জুনিয়র ডাক্তাররা হাঁটলেন স্বাস্থ্য ভবন পর্যন্ত, মহানগরী দেখল আরও মিছিল

কলকাতা: গত দুদিন ধরেই আকাশ চোখ রাঙাচ্ছে। চলছে রাতভর দিনভর বৃষ্টি। আর সেই বৃষ্টি...

টালা থানার ওসির পাশে নিচুতলা পুলিশ কর্মীরা, আইনি লড়াইয়ের জন্য একজোটের উদ্যোগ

টালা থানার প্রাক্তন ওসি অভিজিৎ মণ্ডলের গ্রেফতারির প্রতিবাদে একজোট হচ্ছেন কলকাতা পুলিশের নিচু স্তরের কর্মীরা। রবিবার পুলিশ ক্লাবে বৈঠক করে আইনি লড়াইয়ের জন্য তহবিল গঠন এবং মিডিয়া সেল তৈরির পরিকল্পনা নেওয়া হচ্ছে।

১৬ জিবি পর্যন্ত RAM ও এআই ফিচারযুক্ত নয়া মডেলের স্মার্টফোন আনল TECNO

TECNO POVA 6 Neo 5G ফোনের 6GB RAM+128GB স্টোরেজ মডেলের দাম রাখা হয়েছে ১২,৯৯৯ টাকা। 8GB RAM+256GB স্টোরেজ সহ ফোনটির টপ মডেল ১৩,৯৯৯ টাকা দাম রাখা হয়েছে।

অ্যান্ড্রয়েড ব্যবহারকারীদের জন্য লাইভ টিভি অ্যাপ আনল বিএসএনএল

অ্যান্ড্রয়েড ব্যবহারকারীদের জন্য নতুন লাইভ টিভি অ্যাপ আনল রাষ্ট্রায়ত্ত টেলিকম সংস্থা বিএসএনএল। এর মধ্যেই...

আরও পড়ুন

‘জনগণের রায়ে হবে অগ্নিপরীক্ষা,’ দুদিন কাজ চালিয়ে দিল্লির মুখ্যমন্ত্রী পদ থেকে ইস্তফা দেবেন কেজরিওয়াল

দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল দলীয় বৈঠকে ইস্তফা দেওয়ার ঘোষণা করেছেন। নির্বাচনের আগে নতুন মুখ্যমন্ত্রীর নিয়োগের প্রস্তুতি চলছে। কেজরিওয়াল বলেন, “মানুষের রায়ই আসল ন্যায়বিচার।”

ক্ষমতায় এলে বিহারে মদে নিষেধাজ্ঞা এক ঘণ্টার মধ্যে প্রত্যাহার, প্রতিশ্রুতি প্রশান্ত কিশোরের

জন সুরাজ প্রধান প্রশান্ত কিশোর ঘোষণা করলেন, ক্ষমতায় এলে বিহারে মদ নিষেধাজ্ঞা এক ঘণ্টার মধ্যেই প্রত্যাহার করবেন। তিনি তেজস্বী যাদবের শিক্ষাগত যোগ্যতা ও নেতৃত্ব নিয়েও কটাক্ষ করেন।

প্রতি ৮ মিনিটে একজন তরুণ ভারতীয় আত্মহত্যার পথ বেছে নেন, ল্যানসেট জার্নালের চাঞ্চল্যকর তথ্য

প্রতিবছর ১০ সেপ্টেম্বর দিনটিকে বিশ্ব আত্মহত্যা প্রতিরোধ দিবস হিসাবে পালন করা হয়। কিন্তু বাস্তবে...
ইন্টারভিউয়ে কীরকম শরীরী ভঙ্গিমা থাকা উচিত বাড়তি মেদ ঝরানোর নয়া ট্রেন্ড ‘ওয়াটার ফাস্টিং’ কী?