দেশ
মতাদর্শের বিভেদ ভুলে নেতাজি-শ্রদ্ধায় ঐক্যবদ্ধ মোদী-মমতা-রাহুল
ওয়েবডেস্ক: রাজনৈতিক বিভেদ দূরে সরিয়ে কিছুক্ষণের জন্য সব পক্ষকেই এক করে দিলেন নেতাজি সুভাষচন্দ্র বসু। তাঁর ১২২তম জন্মদিন উপলক্ষ্যে মেতে উঠেছে গোটা দেশ, বিশেষত পশ্চিমবঙ্গ। পিছিয়ে নিয়ে বিভিন্ন রাজনৈতিক ব্যক্তিত্বও। নেতাজির জন্মদিন উপলক্ষ্য এ দিন সকালেই টুইট করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। টুইটারে তিনি লেখেন, “নেতাজির কাছে আমি মাথা নত করছি। তিনি এমন একজন নায়ক ছিলেন […]

ওয়েবডেস্ক: রাজনৈতিক বিভেদ দূরে সরিয়ে কিছুক্ষণের জন্য সব পক্ষকেই এক করে দিলেন নেতাজি সুভাষচন্দ্র বসু। তাঁর ১২২তম জন্মদিন উপলক্ষ্যে মেতে উঠেছে গোটা দেশ, বিশেষত পশ্চিমবঙ্গ। পিছিয়ে নিয়ে বিভিন্ন রাজনৈতিক ব্যক্তিত্বও।
নেতাজির জন্মদিন উপলক্ষ্য এ দিন সকালেই টুইট করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। টুইটারে তিনি লেখেন, “নেতাজির কাছে আমি মাথা নত করছি। তিনি এমন একজন নায়ক ছিলেন যিনি দেশের সংহতি রক্ষার জন্য নিজেকে সমর্পণ করেছিলেন। ভারতকে স্বাধীন করার জন্য আত্মত্যাগ করেছিলেন। আমরা তাঁর সব আদর্শ বাস্তবায়িত করার লক্ষ্যে বদ্ধপরিকর।”
I bow to Netaji Subhas Chandra Bose on his Jayanti.
He was a stalwart who committed himself towards ensuring India is free and leads a life of dignity. We are committed to fulfilling his ideals and creating a strong India. pic.twitter.com/QpE967nuUH
— Narendra Modi (@narendramodi) January 23, 2019
এ দিন লালকেল্লায় নেতাজি সুভাষচন্দ্রর বসু নামাঙ্কিত একটি সংগ্রহশালাও উদ্বোধন করেন নরেন্দ্র মোদী।
নেতাজিকে শ্রদ্ধা জানিয়েছেন এ রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও। টুইটারে তিনি দেশবাসীকে ‘কদম কদম বাড়ায়ে যা…’ – এই আদর্শে অনুপ্রাণিত হওয়ার অনুরোধ জানিয়েছেন। সেই সঙ্গে দেশনায়ককে সশ্রদ্ধ প্রণাম জানিয়েছেন মমতা।
আরও পড়ুন নেতাজির বসার চেয়ার সামনে রেখেই স্মৃতি আঁকড়ে রয়েছে ঝাড়গ্রামের চক্রবর্তী পরিবার!
কদম কদম বাড়ায়ে যা…
দেশনায়ক নেতাজি সুভাষ চন্দ্র বসুর জন্মবার্ষিকীতে জানাই শ্রদ্ধা ও প্রণাম
Kadam kadam badhaye jaa…
Respectful homage to Deshnayak Netaji Subhas Chandra Bose on his birth anniversary pic.twitter.com/uKVmDl3hyU— Mamata Banerjee (@MamataOfficial) January 22, 2019
টুইট করে নেতাজির প্রতি তাঁর শ্রদ্ধা জ্ঞাপন করেছেন কংগ্রেস সভাপতি রাহুল গান্ধীও।
नेताजी सुभाष चंद्र बोस जी की जयंती पर उन्हें शत् शत् नमन।#netajisubhashchandrabose pic.twitter.com/qCAQNeVUA3
— Rahul Gandhi (@RahulGandhi) January 23, 2019
অন্য দিকে কংগ্রেসের তরফ থেকে টুইট করে বলা হয়, “নেতাজি একজন প্রকৃত জাতীয়তাবাদী ছিলেন। তিনি একজন অনমনীয় দেশপ্রেমিক ছিলেন। ভারতের সেরা স্বাধীনতা সংগ্রামীদের মধ্যে একজন ছিলেন তিনি। ভারতের স্বাধীনতা আন্দোলনে এবং আজাদ হিন্দ ফৌজ তৈরিতে তাঁর অবদান দেশবাসী কোনওদিন ভুলবে না। জাতীয় কংগ্রেস তাঁকে মনে রাখবে, দলের অন্যতম শক্তিশালী সভাপতি হিসেবে।”
#NetajiSubhasChandraBose was a true nationalist, a defiant patriot and one of India’s greatest freedom fighters. He will always be remembered for his role in building the Indian National Army & serving the Congress party as one its strongest presidents. #JaiHind pic.twitter.com/0trgA9atO7
— Congress (@INCIndia) January 23, 2019
দেশ
এ বার সিকিমে সংঘর্ষে জড়াল ভারত আর চিনের সেনা, আহত বেশ কয়েকজন
ঘটনার পর বর্তমানে এলাকার পরিস্থিতি থমথমে

খবরঅনলাইন ডেস্ক: গলওয়ানে ভারত এবং চিনা সেনার সংঘর্ষের রেশ কাটেনি এখনও। এর মধ্যেই এ বার সিকিম সীমান্তে সংঘর্ষে জড়িয়ে পড়ল দুই দেশের বাহিনীর জওয়ানরা। এই সংঘর্ষে দুই পক্ষেরই বেশ কয়েকজন জওয়ান জখম হয়েছেন বলে খবর।
গত সপ্তাহে এই ঘটনাটি ঘটেছে উত্তর সিকিম সীমান্তের নাকু লা (Naku La)-এ। সেনা সূত্রে জানা গিয়েছে গলওয়ানের কায়দাতেই সীমান্ত দিয়ে ভারতে ঢোকার চেষ্টা চালিয়েছিল চিনা সেনা। খারাপ আবহাওয়ার সুযোগে ভারতে ঢোকার চেষ্টা করেছিল তারা।
কিন্তু ভারতীয় বাহিনী প্রবল বাধা দিলে দু’পক্ষের মধ্যে মারপিট বেধে যায়। অন্তত কুড়ি জন চিন সেনা আহত হন বলে জানা গিয়েছে। ভারতীয় বাহিনীর বাধায় তারা পিছু হঠতে বাধ্য হন। ঘটনায় ভারতের চার জন জওয়ান আহত হয়েছেন।
ঘটনার পর বর্তমানে এলাকার পরিস্থিতি থমথমে। লাদাখে ভারত আর চিনের বাহিনীর মধ্যে সাম্প্রতিককালে বেশ কয়েকবার সংঘর্ষে ঘটনা ঘটলেও তুলনামূলক ভাবে শান্ত ছিল সিকিম। এখন সেখানেই এই ধরনের ঘটনা ঘটে যাওয়ায় ভারত-চিন সম্পর্ক যে অন্য মাত্রা নিল তা বলাই বাহুল্য।
খবরঅনলাইনে আরও পড়তে পারেন
নারকেলডাঙার ছাগলপট্টিতে আগুন, হতাহতের খবর নেই
দেশ
কৃষক আন্দোলনে যোগ দেওয়া কংগ্রেস সাংসদ আক্রান্ত সিংঘুতে, পাগড়ি খুলে মারধরের অভিযোগ
নিজের ফেসবুক অ্যাকাউন্টে গোটা ঘটনার বিবরণ দিয়েছেন এই সাংসদ।

খবরঅনলাইন ডেস্ক: সম্প্রতি সিংঘুতে এক মুখোশধারী ব্যক্তির ধরা পড়া নিয়ে চাঞ্চল্য ছড়িয়েছে। ওই ব্যক্তির দাবি ছিল চার কৃষক নেতাকে খুন করতে সিংঘুতে গিয়েছিল সে। যদিও দিল্লি পুলিশ দাবি করে কৃষক নেতাদের চাপে পরে না কি এই সব বলেছিল ওই ব্যক্তি।
তবে এই ঘটনার রেশ থাকার মধ্যেই খবর এল যে আন্দোলনে যোগ দেওয়া কংগ্রেসের এক সাংসদ আক্রান্ত হয়েছেন। পাগড়ি খুলে নিয়ে তাঁকে মারধর করা হয়েছে বলে অভিযোগ। দুষ্কৃতীরা তাঁকে খুন করে ফেলতে চেয়েছিল বলেও দাবি করেছেন ওই নেতা। তাঁর গাড়িতে ব্যাপক ভাঙচুর চালানো হয় বলে জানা গিয়েছে।
রবিবার সিংঘু সীমানায় গুরু তেগবাহাদুরজি মেমোরিয়ালে ‘জন সংসদ’ সভায় যোগ দিতে যান লুধিয়ানার সাংসদ রবনীত সিংহ বিট্টু (Ravneet Singh Bittu)। সেখানেই তাঁর উপর হামলা হয় বলে অভিযোগ।
নিজের ফেসবুক অ্যাকাউন্টে একটি পোস্ট করে রবনীত জানিয়েছেন, অমৃতসরের কংগ্রেস সাংসদ গুরজিত সিংহ আউজলা এবং দলের বিধায়ক কুলবীর সিংহ জিরার সঙ্গে ওই অনুষ্ঠানে যোগ দেন তিনি। সেখানে তাঁর ওপর চড়াও হয় একদল দুষ্কৃতী। প্রথমে টেনে তাঁর পাগড়ি খুলে নেওয়া হয়। তার পর বেধড়ক মারধর শুরু হয়।
সেই সময় দলের লোকজন রবনীতকে নিরাপদে গাড়িতে তুলে দেওয়ার চেষ্টা করেন, যাতে বেরিয়ে যেতে পারেন তিনি। কিন্তু তিনি গাড়িতে উঠলে লাঠিসোটা নিয়ে তাঁর এসইউভি-র উপর চড়াও হয় দুষ্কৃতীরা। সামনে-পিছনে গাড়ির সব কাচ ভেঙে দেওয়া হয়।
রবনীতের উপর পরিকল্পনামাফিক হামলা চালানো হয়েছে বলে দাবি করেছেন গুরজিত এবং কুলবীরও। তবে কে বা কারা হামলা চালিয়েছে, তা এখনও স্পষ্ট নয়। উল্লেখ্য, রবনীত পঞ্জাবের প্রাক্তন মুখ্যমন্ত্রী বিয়ন্ত সিংহের নাতি। ১৯৯৫ সালে খুন হন বিয়ন্ত।
খবরঅনলাইনে আরও পড়তে পারেন
কৃষকদের উসকে দেওয়ার ষড়যন্ত্র করছে পাকিস্তান, দাবি দিল্লি পুলিশের
দেশ
দেশের বিভিন্ন প্রান্তে থেকেই দেওয়া যাবে ভোট, ‘রিমোট ভোটিং’-এর পরিকল্পনা নির্বাচন কমিশনের
পড়াশোনা, চিকিৎসা অথবা কর্মসূত্রে বাইরে থাকার ফলে প্রতি নির্বাচনেই হাজার হাজার মানুষ ভোটদান থেকে বিরত থাকতে বাধ্য হন।

খবরঅনলাইন ডেস্ক: দেশের যে কোনো প্রান্তেই থাকুন না কেন, ভবিষ্যতে ভোটের দিন নিজের কেন্দ্রে ছুটে আসতে হবে না। এই মর্মে, ‘রিমোট ভোটিং’-এর বন্দোবস্ত করছে নির্বাচন কমিশন (Election Commission)। দ্রুত এর মহড়া শুরু হবে। উন্নত প্রযুক্তিকে কাজে লাগিয়ে এই ব্যবস্থা হবে।
রবিবার এই ‘রিমোট ভোটিং’ (Remote Voting) পরিকল্পনার কথা জানান মুখ্য নির্বাচন কমিশনার সুনীল অরোরা। নির্বাচন কমিশনের প্রতিষ্ঠা দিবস ২৫ জানুয়ারি, সেই উপলক্ষ্যে প্রতি বছর এই দিনটি জাতীয় ভোটার দিবস হিসাবে পালন করা হয়। সেই উপলক্ষ্যেই এই প্রকল্পের কথা ঘোষণা করেন অরোরা।
তিনি বলেন, “রিমোট ভোটিংয়ের বিষয়টি গবেষণার পর্যায়ে রয়েছে। আইআইটি মাদ্রাজ এবং আরও বেশ কিছু সংগঠন তাতে যুক্ত রয়েছে। অত্যাধুনিক প্রযুক্তির সাহায্যে কাজ ভালোই এগোচ্ছে। খুব শীঘ্র এর মহড়াও শুরু হবে।”
পড়াশোনা, চিকিৎসা অথবা কর্মসূত্রে বাইরে থাকার ফলে প্রতি নির্বাচনেই হাজার হাজার মানুষ ভোটদান থেকে বিরত থাকতে বাধ্য হন। যে কেন্দ্রে নাম নথিভুক্ত রয়েছে, সেখানকার নির্দিষ্ট বুথে গিয়েই যে হেতু ভোট দেওয়া নিয়ম, তাই বিভিন্ন অসুবিধার জন্য ভোট দিতে আসা হয় না।
সেই কারণেই এমন উদ্যোগ কমিশনের। এই উদ্যোগ সফল হলে দেশের যে কোনো প্রান্তে বসে যে কোনো অঞ্চলের ভোটার ভোট দিতে পারবেন।
উল্লেখ্য, কোভিড পরিস্থিতিতেই সম্প্রতি বিহারে নির্বাচন করিয়েছে কমিশন। তাতে ভালোই সাড়া মিলেছে। সমস্ত রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলের মানুষদের একই ভাবে নির্ভয়ে কারও দ্বারা প্রভাবিত না হয়ে ভোট দিতে আসার আর্জি জানিয়েছেন অরোরা।
২০১৮ সালে সি-ভিজিল অ্যাপ চালু করেছিল কমিশন। এর মাধ্যমে কোথাও নির্বাচনী বিধিভঙ্গ হলে, সরাসরি কমিশনকে রিপোর্ট করতে পারবেন সাধারণ মানুষ। নির্বিঘ্নে, শান্তিপূর্ণ ভাবে ভোট প্রক্রিয়া সম্পন্ন করতে এমন আরও পরিকল্পনা রয়েছে বলেও জানিয়েছে কমিশন।
খবরঅনলাইনে আরও পড়তে পারেন
রাজ্যে আসতে পারে এক লক্ষ আধা সেনা
-
হাওড়া3 days ago
বালির বিধায়ক বৈশালী ডালমিয়াকে দল থেকে বহিষ্কার করল তৃণমূল
-
বিনোদন3 days ago
বাজেটের আগে কেন্দ্রীয় অর্থমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ মাল্টিপ্লেক্স কর্তৃপক্ষের, সঙ্গে সানি দেওল
-
প্রবন্ধ2 days ago
‘কয়েকটা টাকার বিনিময়ে নেতাজির স্মৃতি ধুলোয় মিশিয়ে দেব?’, বলেছিলেন পদমবাহাদুর
-
রাজ্য3 days ago
তৃণমূলে যোগ দিলেন ২০১৬-য় কালনার বিজেপি প্রার্থী