train derailed
লাইনচ্যুত ট্রেনটি। ছবি: এএনআই

রায়বরেলি: উত্তরপ্রদেশের রায়বরেলিতে বেলাইন হল নিউ ফরাক্কা-নিউ দিল্লি এক্সপ্রেস। ঘটনায় প্রাণ হারিয়েছেন অন্তত সাত জন। আরও কয়েক জনের মৃত্যুর আশঙ্কা রয়েছে। আহত হয়েছেন ৩৫ জন। এঁদের মধ্যে ৯ জনের অবস্থা আশংকাজনক।

বুধবার ভোর ৬টা নাগাদ রায়বরেলির হরচন্দ্রপুর স্টেশনের কাছে এই দুর্ঘটনা ঘটেছে। ট্রেনটির ইঞ্জিন-সহ সাতটি বগি লাইনচ্যুত হয়ে পড়ে জানা গিয়েছে। দুর্ঘটনার প্রাথমিক কারণ হিসেবে উঠে আসছে সিগন্যাল সমস্যা এবং কুয়াশা।

যে কামরাগুলি উলটে পড়েছে, সেখানে বেশ কয়েক জন যাত্রীর আটকে পড়ার আশঙ্কা রয়েছে। আটকে পড়া যাত্রীদের উদ্ধারের জন্য বিপর্যয় মোকাবিলা বাহিনীর বিশেষ দল পৌঁছেছে। আহতের সংখ্যা অন্তত ৫০ বলে জানা গিয়েছে। তবে মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলেও আশঙ্কা করা হচ্ছে। যে হেতু এই ট্রেনটি পশ্চিমবঙ্গ থেকে যাচ্ছিল, তাই পশ্চিমবঙ্গের কয়েক জন বাসিন্দারও মৃত্যু হওয়ার আশঙ্কা করা হচ্ছে।

দীন দয়াল উপাধ্যায় (মোগলসরাই) জংশন স্টেশন : বিএসএনএল-০৫৪১২-২৫৪১৪৫;  রেলওয়ে- ০২৭-৭৩৬৭৭

পাটনা স্টেশন: বিএসএনএল- ০৬১২-২২০২২৯০, ০৬১২-২২০২২৯১, ০৬১২-২২০২২৯, রেলওয়ে-০২৫-৮৩২৮৮

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য দিন !
আপনার নাম লিখুন