আগামী ১ অক্টোবর থেকে বদলে যাচ্ছে ক্ষুদ্র সঞ্চয় প্রকল্প পাবলিক প্রভিডেন্ট ফান্ডের নিয়ম। কেন্দ্রীয় অর্থ মন্ত্রকের অধীনে অর্থনৈতিক বিষয়ক বিভাগ এর মধ্যে নয়া গাইডলাইন তথা নীতিনির্দেশ জারি করেছে। নাবালক বা নাবালিকাদের নামে চালু করা পিপিএফ অ্যাকাউন্ট, একাধিক পিপিএফ অ্যাকাউন্ট এবং ডাকঘরের ন্যাশনাল স্মল সেভিংস প্রকল্পের আওতায় চালু করা অনাবাসী ভারতীয়দের প্রসারিত পিপিএফ অ্যাকাউন্টের ক্ষেত্রে এই নীতিনির্দেশ চালু হচ্ছে। আগামী ১ অক্টোবর থেকে এটি কার্যকর হবে।
কোন নতুন নিয়ম চালু হবে
কোনো নাবালকের নামে পিপিএফ অ্যাকাউন্ট খুললে ডাকঘরের সেভিংস অ্যাকাউন্টের সুদ মিলবে যখন সেই নাবালকের বয়স ১৮ বছর হবে। প্রাপ্তবয়স্ক হলে রেগুলার অ্যাকাউন্ট খুলতে পারবে। তখন নির্দিষ্ট সুদ মিলবে। প্রাপ্তবয়স্ক হওয়ার সময় থেকে মেয়াদ পূর্তির অর্থাৎ ম্যাচিউরিটির সময় নির্ধারণ করা হবে।
একাধিক পিপিএফ অ্যাকাউন্ট থাকলে প্রাইমারি অ্যাকাউন্টেই সুদ জমা পড়বে। প্রাইমারি অ্যাকাউন্টে বার্ষিক ইনভেস্টমেন্ট সিলিংয়ের কম অর্থ জমা থাকলে দ্বিতীয় অ্যাকাউন্টের ব্যালেন্স প্রাইমারি অ্যাকাউন্টের সঙ্গে মিশিয়ে দেওয়া হবে।
আরও পড়ুন
ক্যানসারের ওষুধ ও মুখরোচক খাবারে কমল জিএসটি, গবেষণায় পরিষেবায় মিলল ছাড়