PAN Card

ওয়েবডেস্ক: আগামী ৫ ডিসেম্বর থেকেই চালু হচ্ছে প্যানকার্ডের আবেদনে নতুন নিয়ম চালু হচ্ছে আয়কর বিভাগ।

আয়কর বিভাগ মঙ্গলবার একটি বিজ্ঞপ্তি প্রকাশ করে জানায়, প্যান আবেদনপত্রের ক্ষেত্রে বাবার নাম উল্লেখ করা নির্দিষ্ট ক্ষেত্রে আর বাধ্যতামূলক থাকছে না। যেখানে আবেদনকারীর মা একক অভিভাবক, সে ক্ষেত্রে আবেদনের সময় আর পিতার নামের প্রয়োজন নেই।

সেন্ট্রাল বোর্ড অব ডাইরেক্ট ট্যাক্স (সিবিডিটি) ওই বিজ্ঞপ্তির মাধ্যমে জানিয়েছে, আয়কর নিয়মের একাধিক সংশোধনী হয়েছে। যেখানে বলা হয়েছে, আবেদনকারীর মা একক অভিভাবক হলে অথবা এবং আবেদনকারী নিজের প্যানকার্ডে শুধুমাত্র মায়ের নাম উল্লেখ করতে চাইলে তিনি বিকল্প পদ্ধতি বেছে নিতেই পারেন। একই সঙ্গে বছরে আড়াই লক্ষ টাকা বা তার বেশি আর্থিক লেনদেনের ক্ষেত্রে প্যান বাধ্যতামূলক করা হয়েছে।

আরও পড়ুন: শেষ ৫ বছরে রিজার্ভ ব্যাঙ্কের আয়ের ৭৫ শতাংশই চলে গেছে কেন্দ্রের ভাঁড়ারে

এখনও পর্যন্ত প্যান বা পার্মানেন্ট অ্যাকাউন্ট নম্বরের আবেদন করার জন্য পিতার নাম উল্লেখ করা বাধ্যতামূলক বিষয়। কয়েক মাস ধরেই সিবিডিটি নতুন এই বিকল্প পদ্ধতির চালুর কাজে হাত দিয়েছিল।

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here