নয়াদিল্লি: ঐতিহাসিক প্রথা ভাঙলেন ইতিহাস সৃষ্টিকারী অর্থমন্ত্রী নির্মলা সীতারমন। বাজেট নথি নিয়ে এলেন লাল শালুতে মুড়ে।
সাধারণত ব্রিফকেসে করে নিয়ে আসা হয় বাজেট নথি। কিন্তু এ বার ব্রিফকেস ইতিহাস হয়ে গেল। সীতারমনের হাতে দেখা গেল নতুন কিছু।
এই মুহূর্তে বাজেট পাঠ শুরু করে দিয়েছেন অর্থমন্ত্রী। বাজেটে ভালো কিছুর প্রত্যাশা নিয়ে এ দিন শেয়ার বাজারও উপরের দিকে খোলে। এ দিন ১২৪ পয়েন্ট উপরে খোলে সেনসেক্স। ৪০ হাজার ছোঁয় সেনসেক্স। এইচডিএফসি ব্যাঙ্ক, রিলায়্যান্স ইন্ডাস্ট্রিজ, এল অ্যান্ড টি, কোটাক ব্যাঙ্ক বেশ চাঙ্গা দেখা যায়।
আরও পড়ুন জল বাঁচানোর এই পন্থা দেখাচ্ছে চেন্নাই, অনুসরণ করতে পারেন আপনিও
প্রথামাফিক বাজেট পেশের আগে রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দের সঙ্গে দেখা করেন সীতারমন। সঙ্গে ছিলেন প্রতিমন্ত্রী অনুরাগ ঠাকুর। মেয়ের বাজেট পেশ দেখতে দেখতে ইতিমধ্যেই সংসদে পৌঁছেছেন মা সাবিত্রী এবং বাবা নারায়ণ সীতারমন।
খবরের সব আপডেট পড়ুন খবর অনলাইনে। লাইক করুন আমাদের ফেসবুক পেজ। সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল।