সংশোধিত ওয়াকফ আইন নিয়ে সুপ্রিম কোর্টে মামলা চলা অবস্থায় এবার প্রকাশ্যে বিচারপতিদের ভূমিকার সমালোচনা করলেন ঝাড়খণ্ডের গোড্ডার বিজেপি সাংসদ নিশিকান্ত দুবে। তাঁর বক্তব্য, দেশের শীর্ষ আদালত ‘নিজের সীমা অতিক্রম’ করছে। তাঁর কটাক্ষ, “সুপ্রিম কোর্টই যদি আইন তৈরি করে, তবে সংসদ ভবন বন্ধ করে দেওয়া উচিত।”
এই মন্তব্য ঘিরে রাজনৈতিক ও সাংবিধানিক মহলে বিতর্ক শুরু হয়েছে। সুপ্রিম কোর্টে বর্তমানে সংশোধিত ওয়াকফ আইনের বিরুদ্ধে একাধিক মামলা বিচারাধীন রয়েছে প্রধান বিচারপতি সঞ্জীব খন্নার বেঞ্চে। সেই প্রেক্ষিতেই সংবাদ সংস্থা এএনআই-এর প্রশ্নের উত্তরে নিশিকান্ত বলেন, সংসদের কাজ আইন তৈরি করা আর সুপ্রিম কোর্টের কাজ সেই আইনের ব্যাখ্যা করা। কিন্তু এখন আদালত আইন তৈরি করছে বলেই অভিযোগ তাঁর।
এছাড়াও তিনি সমকামিতাকে অপরাধের তালিকা থেকে বাদ দেওয়ার ২০১৮ সালের ঐতিহাসিক রায় নিয়েও প্রশ্ন তোলেন। তাঁর মতে, “সংবিধানের ৩৭৭ অনুচ্ছেদ অনুসারে সমকামিতা একটি বড় অপরাধ ছিল। সুপ্রিম কোর্ট হঠাৎ এক দিন বলে দিল, এই অনুচ্ছেদটি আমরা মুছে দিচ্ছি।”
#WATCH | Delhi: "…Supreme Court is responsible for inciting religious wars in the country. The Supreme Court is going beyond its limits. If one has to go to the Supreme Court for everything, then Parliament and State Assembly should be shut…" says BJP MP Nishikant Dubey pic.twitter.com/ObnVcpDYQf
— ANI (@ANI) April 19, 2025
কিছু দিন আগে তামিলনাড়ুর বেশ কয়েকটি বিল আটকে থাকার বিষয়ে সুপ্রিম কোর্ট রাষ্ট্রপতিকে সিদ্ধান্ত নেওয়ার সময়সীমা বেঁধে দেওয়ায় কেন্দ্রীয় সরকারও অস্বস্তিতে পড়েছে। সেই প্রসঙ্গ টেনেই নিশিকান্ত বলেন, “তিন মাসের মধ্যে রাষ্ট্রপতি বা রাজ্যপালকে কী করতে হবে, তা বলে দিচ্ছে সুপ্রিম কোর্ট। তাহলে সাংবিধানিক কাঠামোর মানে কোথায়?”
তিনি স্পষ্ট জানান, সুপ্রিম কোর্ট আইন তৈরি করতে পারে না, সেটি একান্তই সংসদের কাজ। তার ব্যাখ্যা করবে আদালত। তবে সেই ব্যাখ্যা করতেও ব্যর্থ হলে সংসদ বা বিধানসভার অস্তিত্বই বৃথা— এমনটাই তাঁর মত।
এদিকে, সংশোধিত ওয়াকফ আইন সংক্রান্ত মামলায় গত বুধবার অন্তর্বর্তী নির্দেশ দিতে চেয়েও শেষমেশ তা দেয়নি শীর্ষ আদালত। কেন্দ্রের অনুরোধে সেই সিদ্ধান্ত স্থগিত হয়। বৃহস্পতিবার মামলাটি ফের ওঠে এবং কেন্দ্র জানায়, আপাতত ১৯৯৫ সালের আইন অনুযায়ী ওয়াকফ সম্পত্তিতে কোনও বদল হবে না এবং নতুন নিয়োগও করা হবে না।
কংগ্রেস সাংসদ মানিকম টাগোর নিশিকান্ত দুবের মন্তব্যের প্রতিক্রিয়ায় বলেন, “এটি দেশের সুপ্রিম কোর্টের বিরুদ্ধে একটি মানহানিকর মন্তব্য। নিশিকান্ত দুবে এমন একজন ব্যক্তি, যিনি ধারাবাহিক ভাবে দেশের প্রতিটি প্রতিষ্ঠানকে দুর্বল করার চেষ্টা করে চলেছেন। এখন তিনি সরাসরি সুপ্রিম কোর্টের উপর আক্রমণ চালাচ্ছেন। আমি আশা করি, সুপ্রিম কোর্টের বিচারপতিরা এই মন্তব্যটি গুরুত্ব সহকারে বিবেচনা করবেন, কারণ এটি তিনি সংসদের ভিতরে নয়, বাইরে দাঁড়িয়ে বলেছেন। সুপ্রিম কোর্টের উপর এই ধরনের আক্রমণ গ্রহণযোগ্য নয়।”
ওয়াকফ বাই ইউজার কী? জানুন বিস্তারিত