শনিবার (১ ফেব্রুয়ারি, ২০২৫) বাজেটে বড় ঘোষণা করলেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন।নতুন কর ব্যবস্থায় বার্ষিক ১২ লাখ টাকা পর্যন্ত আয়ে কোনো কর দিতে হবে না বলে ঘোষণা করলেন তিনি। বাজেট বক্তৃতায় তিনি ঘোষণা করেন, চাকরিজীবীদের জন্য ৭৫,০০০ টাকার মৌলিক ছাড়সহ ১২.৭৫ লাখ টাকা পর্যন্ত আয় করমুক্ত থাকবে।
সরকার নতুন কর স্ল্যাব চালু করেছে, যার লক্ষ্য মধ্যবিত্তদের করের বোঝা উল্লেখযোগ্যভাবে কমানো এবং তাঁদের হাতে বেশি টাকা রাখা, যা গৃহস্থালির ব্যয়, সঞ্চয় এবং বিনিয়োগ বাড়াবে।
নতুন কর স্ল্যাব (২০২৫-২৬ অর্থবর্ষ)
- ০-৪ লাখ: কোনো কর নয়
- ৪-৮ লাখ: ৫%
- ৮-১২ লাখ: ১০%
- ১২-১৬ লাখ: ১৫%
- ১৬-২০ লাখ: ২০%
- ২০-২৪ লাখ: ২৫%
- ২৪ লাখের বেশি: ৩০%
আগের কর স্ল্যাব (২০২৪-২৫ অর্থবর্ষ)
১৫ লাখের বেশি: ৩০%
০-৩ লাখ: কোনো কর নয়
৩-৭ লাখ: ৫%
৭-১০ লাখ: ১০%
১০-১২ লাখ: ১৫%
১২-১৫ লাখ: ২০%
উল্লেখ্য, গত বছরের পূর্ণাঙ্গ বাজেটে নতুন কর কাঠামোর ক্ষেত্রে স্ট্যান্ডার্ড ডিডাকশানের পরিমাণ ৫০ হাজার থেকে বাড়িয়ে ৭৫ হাজার টাকা করেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী। এ বার সেই নিয়মের কোনও পরিবর্তন করেননি তিনি। ফলে বেতনভোগীদের ক্ষেত্রে ১২ লক্ষ ৭৫ হাজার টাকা পর্যন্ত আয়ে কোনও কর দিতে হবে না বলে স্পষ্ট করেছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী।