rbi

নয়াদিল্লি: বিমুদ্রাকরণের ফলে কালো টাকার কারবার বন্ধ হবে, ঘটা করে তা বলেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সেই উদ্দেশ্য সফল হল না ব্যর্থ, সে ব্যাপারে কিছু জানাতেই পারল না রিজার্ভ ব্যাঙ্ক।

বিমুদ্রাকরণের ফলে কালো টাকার কারবারি বন্ধ হয়েছে কি না সে ব্যাপারে কোনো তথ্যই নেই তাদের কাছে। সংসদীয় প্যানেলে এমনই জানাল শীর্ষ ব্যাঙ্ক। শুধু বন্ধই নয়, কতো পরিমাণ কালো টাকাকে সাদা করা হয়েছে সে ব্যাপারেও তাদের কাছে কোনো তথ্য নেই।

গত ৩০ আগস্ট একটি রিপোর্টে আরবিআই জানায় বাতিল নোটের ৯৯ শতাংশই ফিরে এসেছে ব্যাঙ্কিং ব্যবস্থায়। সন্দেহটা তখন থেকেই দানা বাধছিল। বিমুদ্রাকরণ যে আদতে ব্যর্থ হয়েছে, সেই কথাই বলছিলেন অনেক আর্থিক বিশেষজ্ঞই। কালো টাকার ব্যাপারে আরবিআই কোনো তথ্য না দিতে পারায় সেই সন্দেহই প্রায় সঠিক প্রমাণিত হল।

বিমুদ্রাকরণের পরে দেশের জিডিপি কমে যাওয়া বা অসংগঠিত ক্ষেত্রে ব্যাপক ক্ষতির ব্যাপারে সরাসরি কোনো জবাব আরবিআই দেয়নি। একটা কথাই বলেছে, বিমুদ্রাকরণের পরে নয়, দেশের আর্থিক বৃদ্ধির হার বিমুদ্রাকরণের আগে থেকেই কমতে শুরু করেছিল।

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here