ওয়েবডেস্ক: কথায় রয়েছে, মঙ্গলে ঊষা বুধে পা, যথা ইচ্ছা তথা যা!
তবে এ ক্ষেত্রে কারণটা ঠিক না-জানা গেলেও ভারতের বৃহত্তম রাজ্য রাজস্থানে মনোনয়ন জমা করার প্রথম দিনে কোনো প্রার্থীকেই নির্বাচন কমিশন-মুখো হতে দেখা গেল না। যদিও ইতিমধ্যেই ২৫টি লোকসভা কেন্দ্রেই প্রার্থী ঘোষণা করেছে জাতীয় কংগ্রেস। অন্য দিকে বিজেপিও প্রার্থী ঘোষণা করেছে ছ’টি আসনে। তবুও এ দিন মনোনয়ন জমা দেওয়ার প্রথম দিনে কোনো দলেরই কোনো প্রার্থী মনোনয়ন দাখিল করলেন না।
রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক আনন্দ কুমার একটি সংবাদিক বিবৃতিতে জানিয়েছেন, আগামী ২৯ এপ্রিল রাজ্যের ১৩টি লোকসভা কেন্দ্রে ভোটগ্রহণ। ওই কেন্দ্রগুলির মনোনয়ন জমার প্রথম দিন ছিল মঙ্গলবার। শেষ হবে আগামী সপ্তাহের মঙ্গলবার। কিন্তু এ দিন কোনো প্রার্থী মনোনয়ন জমা করেননি।
কুমার জানিয়েছেন, আগামী মঙ্গলবার মনোনয়ন জমা শেষ হলে স্ক্রুটিনির কাজ শুরু হবে। আগামী ১২ এপ্রিল মনোনন প্রত্যাহারের শেষ দিন।
যে ১৩টি আসনে রাজস্থানে প্রথম ধাপে ভোটগ্রহণ হতে চলেছে, সেগুলি হল টঙ্ক-স্বাই মাধোপুর, অজমেঢ়, পালি, বারমেঢ়, জালোরে, উদয়পুর, চিত্তোরগড়, রাজসমন্দ, ভিলওয়াড়া, কোটা এবং জলন্ধর-বারন।
[ আরও পড়ুন: নিয়ন্ত্রণরেখার ও পারে পাক সেনার সাতটি চৌকি গুঁড়িয়ে পালটা জবাব ভারতের ]
উল্লেখ্য, রাজস্থানে দ্বিতীয় ধাপের ভোট গ্রহণ হবে আগামী ৬ মে।
খবরের সব আপডেট পড়ুন খবর অনলাইনে। লাইক করুন আমাদের ফেসবুক পেজ। সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল।