নয়ডা: বেশ কিছু ইতিবাচক পদক্ষেপ করা হলেও, বঞ্চনা তো রয়েই গিয়েছে বেশ কয়েকটি অতি সাধারণ ক্ষেত্রেই। কিছু ক্ষেত্রে তো সমস্যা থেকেই গিয়েছে তৃতীয় লিঙ্গের মানুষদের জন্য। যেমন লিঙ্গ নির্দিষ্ট করা শৌচালয়। এতে দু’টি লিঙ্গের জন্য আলাদা ব্যবস্থা থাকলেও থাকে না ট্রান্সজেন্ডার বা তৃতীয় লিঙ্গের জন্য কোনো ব্যবস্থা। সেক্ষেত্রে কোন বাথরুম তাঁরা ব্যবহার করবেন? বুঝতে পারেন না। তাতে অন্যদের প্রতিক্রিয়াই বা কী হবে? তা ছাড়া অনেক তীর্যক উক্তির মুখোমুখিও হতে হয় তাঁদের।
এমনই সমস্যায় ছিলেন নয়ডার একটি বেসরকারি প্রতিষ্ঠানের তৃতীয় লিঙ্গের পড়ুয়ারা। মেয়েদের না কি ছেলেদের কোন শৌচালয় বেছে নেবেন তাঁরা বুঝতে পারতেন না। তাই ইন্ডিয়ান স্কুল অব ডেভলপমেন্ট ম্যানেজমেন্ট (আইএসডিএম) একটি লিঙ্গ নিরপেক্ষ শৌচালয় তৈরি করেন।
আইএসডিএম-এর এক জন আধিকারিক জানান, প্রতিষ্ঠানের পড়ুয়া পশ্চিমবঙ্গের বাসিন্দা কৌশিক হোর সমস্যাটা কর্তৃপক্ষের কাছে তুলে ধরেন। তার পরই এই রকম লিঙ্গ নিরপেক্ষ শৌচালয় তৈরি করার কথা চিন্তা করেন তাঁরা। তাঁর দাবি, কোনো শিক্ষা প্রতিষ্ঠানে এটাই প্রথম এমন লিঙ্গ নিরপেক্ষ শৌচালয়।
ওই আধিকারিক বলেন, এই মাসের শুরুতে এই শৌচালয় খুলে দেওয়া হয়। এখন যে কোনো পড়ুয়াই নির্দ্বিধায় এই শৌচালয় ব্যবহার করতে পারে।
আরও পড়ুন – রূপান্তরকামী পড়ুয়াদের জন্য আলাদা শৌচাগার তৈরি করল কাঁচরাপাড়া কলেজ
আইএসডিএম-এর প্রতিষ্ঠাতা গৌরব সাহা বলেন, কৌশিকের অনুরোধেই এই ব্যবস্থা করা হয়েছে। লিঙ্গ নয় শৌচালয়ে পরিচ্ছন্নতাটাই বড়ো কথা, সেটাই সবাইকে মনে রাখতে হবে। এই দিকে সকলকেই সচেতন থাকতে হবে।
কৌশিক বলেন, এইটাই সময় এই বিষয়ে ভেবে দেখার। এটা একটা বড়ো সমস্যা। আলাদা আলাদা শৌচালয়ের থেকে এই ধরনের লিঙ্গ নিরপেক্ষ শৌচালয় তৃতীয় লিঙ্গের মানুষকে অনেকটা স্বস্তি দেবে। অনেক লাঞ্ছনার হাত থেকে মুক্তি দেবে।
উল্লেখ্য এর আগে পশ্চিমবঙ্গের কাঁচড়াপাড়া কলেজে তৃতীয় লিঙ্গের জন্য আলাদা শৌচালয় তৈরি করা হয়েছে।
ছবি সৌজন্যে – আইএসডিএম-এর ফেসবুক পেজ
খবরের সব আপডেট পড়ুন খবর অনলাইনে। লাইক করুন আমাদের ফেসবুক পেজ। সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল।