ন্যাশনাল থার্মাল পাওয়ার কর্পোরেশন (এনটিপিসি)-এর ডেপুটি জেনারেল ম্যানেজার (ডিজিএম) কুমার গৌরব কর্মস্থলে যাওয়ার পথে দুষ্কৃতীদের গুলি। শনিবার সকালে তাঁকে পিছন থেকে গুলি করা হয় এবং হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাঁকে মৃত ঘোষণা করেন।
এনটিপিসি-র কেরেদারি অফিসে কর্মরত কুমার গৌরব প্রতিদিনের মতো সকালে বাড়ি থেকে বের হন। তবে সকাল সাড়ে ৯টা নাগাদ হাজারিবাগের কাটকামদাগ থানার ফতেহা এলাকায় তাঁকে লক্ষ্য করে গুলি চালায় অপরিচিত দুষ্কৃতীরা। পিছন থেকে গুলি করার পর সঙ্গে সঙ্গে হাসপাতালে নিয়ে যাওয়া হলেও তাকে বাঁচানো সম্ভব হয়নি।
দুই বছর আগে একই স্থানে রিত্তিক কোম্পানির জেনারেল ম্যানেজারকেও গুলি করে হত্যা করা হয়েছিল। পরপর একই ধরনের ঘটনায় এনটিপিসি-র কর্মকর্তাদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। সাধারণ মানুষও নিজেদের নিরাপত্তা নিয়ে উদ্বিগ্ন এবং অফিস বা কর্মস্থলে যাওয়ায় ভয় পাচ্ছেন।
কুমার গৌরব বিহারের বাসিন্দা ছিলেন। তাঁর এই নির্মম হত্যাকাণ্ড হাজারিবাগের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে গুরুতর প্রশ্ন তুলেছে।
অপরাধীরা এখনও পলাতক এবং পুলিশ তাদের সন্ধানে অভিযান চালাচ্ছে। হাজারিবাগের এসপি অরবিন্দ কুমার জানিয়েছেন, “তল্লাশি চলছে, খুব শিগগিরই অভিযুক্তদের গ্রেফতার করা হবে।”
ঘটনার পর এনটিপিসি-র একাধিক কর্মকর্তা হাসপাতালে পৌঁছে নিরাপত্তা ব্যবস্থার বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করেন। পুলিশ ইতিমধ্যেই তদন্ত শুরু করেছে এবং হাজারিবাগের এসপি ঘটনাস্থলে গিয়ে বিস্তারিত তথ্য সংগ্রহ করেছেন।