নয়াদিল্লি : পুরোনো ৫০০ টাকার নোট নেওয়ার মেয়াদ শেষ হচ্ছে বৃহস্পতিবার অর্থাৎ ১৫ ডিসেম্বর মধ্যরাতে। ১০০০ টাকার নোট নেওয়া বন্ধ হয়ে গেলেও এত দিন পর্যন্ত ওষুধের দোকান, মোবাইল রিচার্জ, বিদ্যুতের বিলের ক্ষেত্রে নেওয়া হচ্ছিল পুরোনো ৫০০ র নোট। এর আগে একাধিক বার মেয়াদ বাড়ানো হয়েছে। সরকারের সর্বশেষ ঘোষণা অনুযায়ী শুক্রবার থেকে শুধুমাত্র ব্যাঙ্ক অ্যাকাউন্টেই জমা দেওয়া যাবে পুরোনো নোট। মেয়াদ ফুরনোর তারিখ নিয়ে সাধারণ মানুষের মধ্যে তৈরি হওয়া বিভ্রান্তি দূর করতে বুধবার কেন্দ্রীয় অর্থ সচিব শক্তিকান্ত দাস টুইট করে এই তথ্য জানান।
Exemptions for use of old Rs.500 notes will end on 15 Dec midnight.Sections of media reporting wrongly as if it’s tonight.
— Shaktikanta Das (@DasShaktikanta) December 14, 2016
৮ নভেম্বর টাকা বাতিলের ঘোষণার পর বিশেষ কিছু ক্ষেত্রে প্রাথমিক ভাবে ৭২ ঘণ্টার ছাড় দেওয়া হলেও পরে বিভিন্ন সময়ে সরকার এই মেয়াদ বাড়িয়েছে। এর মাঝে পেট্রোল পাম্প, টোল প্লাজা, রেল এবং প্লেনের টিকিট কাটার ক্ষেত্রে বন্ধ করা হয়েছে পুরোনো নোটের ব্যবহার।
খবরের সব আপডেট পড়ুন খবর অনলাইনে। লাইক করুন আমাদের ফেসবুক পেজ। সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল।