Homeখবরদেশদিল্লিতে ১৫% মৃত্যুর কারণ বায়ু দূষণ, চাঞ্চল্যকর তথ্য উঠে এল গবেষণায়

দিল্লিতে ১৫% মৃত্যুর কারণ বায়ু দূষণ, চাঞ্চল্যকর তথ্য উঠে এল গবেষণায়

প্রকাশিত

দিল্লিতে ২০২৩ সালে যে সাতজনের মৃত্যু ঘটেছে, তাদের মধ্যে একজনের মৃত্যুর জন্য দায়ী দূষিত বাতাস! এমনই চাঞ্চল্যকর দাবি উঠে এসেছে ‘গ্লোবাল বার্ডেন অব ডিজিজ (GBD)’-এর সর্বশেষ রিপোর্টে, যা প্রকাশ করেছে ইনস্টিটিউট ফর হেলথ মেট্রিকস অ্যান্ড ইভালুয়েশন (IHME)

রিপোর্টটি বিশ্লেষণ করেছে Centre for Research on Energy and Clean Air (CREA)। তাঁদের বিশ্লেষণে দেখা গেছে, দিল্লিতে গত বছর মোট মৃত্যুর প্রায় ১৫ শতাংশ — অর্থাৎ প্রায় ১৭,২০০টি মৃত্যু — ঘটেছে বাতাসে ভাসমান সূক্ষ্ম কণার (particulate matter) কারণে।

CREA-র বিশ্লেষক মনোজ কুমার বলেন, “২০২৩ সালে দিল্লির মোট ‘ডিসএবিলিটি অ্যাডজাস্টেড লাইফ ইয়ার্স’ (DALYs)-এর ৯.৪% ছিল বায়ুদূষণজনিত। অর্থাৎ দিল্লির জনগণ দূষণের কারণে প্রায় ৪.৯ লক্ষ বছর সুস্থ জীবনের ক্ষতি করেছে।”

তিনি আরও সতর্ক করে বলেন, “যদি বাতাসের গুণমান দ্রুত না বাড়ানো যায়, তাহলে হৃদরোগ, স্ট্রোক, ফুসফুস ক্যানসার, এবং শ্বাসযন্ত্রের রোগে মৃত্যুহার আরও বাড়বে।”

অন্যান্য প্রধান মৃত্যুঝুঁকি

রিপোর্টে আরও বলা হয়েছে, দিল্লিতে ২০২৩ সালে বায়ুদূষণের পর মৃত্যুর অন্যান্য প্রধান কারণগুলির মধ্যে রয়েছে —

  • উচ্চ রক্তচাপ: ১৪,৮৭৪ মৃত্যু (১২.৫%)
  • উচ্চ রক্তে শর্করা: ১০,৬৫৩ মৃত্যু (৯%)
  • উচ্চ কোলেস্টেরল: ৭,২৬৭ মৃত্যু (৬%)
  • স্থূলতা (উচ্চ BMI): ৬,৬৯৮ মৃত্যু (৫.৬%)

 বিশেষজ্ঞদের মত

টাইমস অফ ইন্ডিয়ার প্রতিবেদনে ড. হর্ষল রমেশ সালভে, এইমস-এর অ্যাডিশনাল প্রফেসর, বলেন— “দূষণে অতিরিক্ত মৃত্যু হচ্ছে, এতে সন্দেহ নেই। তবে সংখ্যাটা কতটা, তা নিয়ে বিতর্ক থাকতে পারে। এই অনুমানগুলো গাণিতিক মডেল ও ‘এক্সপোজার রেসপন্স ফাংশন’-এর ওপর নির্ভর করে, যা ভারতীয় জনসংখ্যার জন্য এখনো সম্পূর্ণ তৈরি হয়নি।”

অন্যদিকে, ইন্দ্রপ্রস্থ অ্যাপোলো হাসপাতালের রেসপিরেটরি বিশেষজ্ঞ ড. নিকিল মোদি বলেন—“১৫ শতাংশ মৃত্যুর কারণ দূষণ—এই পরিসংখ্যান বিশ্বাসযোগ্য। দীর্ঘদিন দূষিত বাতাসে থাকার ফলে যে রোগগুলো হয়, সেগুলিই ধীরে ধীরে মৃত্যুর দিকে নিয়ে যায়। এই প্রবণতা ভয়ঙ্কর হারে বাড়ছে।”

PSRI হাসপাতালের সিনিয়র পালমোনোলজিস্ট ড. নীতু জৈন আরও ব্যাখ্যা করেন—“বায়ুদূষণ সরাসরি কাউকে হত্যা করে না, কিন্তু এটি শরীরে ক্রনিক স্ট্রেস তৈরি করে, যা হৃদরোগ, ফুসফুস ক্যানসার বা COPD-এর মতো রোগকে ত্বরান্বিত করে। PM2.5 কণাগুলি শরীরে প্রবেশ করে প্রদাহ, অক্সিডেটিভ স্ট্রেস এবং শ্বাসপ্রশ্বাসে বাধা সৃষ্টি করে। বছরের পর বছর ধরে এই প্রভাবই অকালমৃত্যু ডেকে আনে।”

তিনি আরও যোগ করেন—“যদিও সঠিক সংখ্যা নির্ধারণ করা কঠিন, কিন্তু এই পরিসংখ্যানগুলো আন্তর্জাতিক মানের গবেষণা ও মডেলের ভিত্তিতে তৈরি। দিল্লির ক্রমবর্ধমান দূষণের প্রেক্ষিতে ১৫% মৃত্যুহার একেবারেই অযৌক্তিক নয়।”

উদ্বেগের কারণ

বিশেষজ্ঞদের মতে, দিল্লির বায়ুদূষণ শুধু পরিবেশ নয়, মানুষের আয়ু ও জীবনমানের জন্যও মারাত্মক হুমকি হয়ে উঠছে। এই রিপোর্ট দেশজুড়ে বহুমাত্রিক পদক্ষেপ নেওয়ার জরুরি বার্তা দিচ্ছে।

আপনার প্রশ্ন, আমাদের উত্তর

সাম্প্রতিকতম

স্মার্টফোন আসক্তিতে বাড়ছে মনঃসংযোগহীনতা ও মানসিক অস্থিরতা, ‘পপকর্ন ব্রেন’র সমস্যায় ভুগছেন না তো?

রিল ভিডিওর প্রতি অতিরিক্ত আসক্তি বাড়াচ্ছে মনঃসংযোগের ঘাটতি ও মানসিক অস্থিরতা। চিকিৎসা পরিভাষায় একে বলা হয় ‘পপকর্ন ব্রেন’। অতিরিক্ত স্মার্টফোন ব্যবহার মস্তিষ্ককে করে তুলছে চঞ্চল ও ক্লান্ত।

লালকেল্লার সামনে গাড়িতে বিস্ফোরণ! আশপাশের গাড়িতেও আগুন, ১০জনের মৃত্যু

দিল্লির লালকেল্লার সামনে ভয়াবহ বিস্ফোরণ! গাড়িতে বিস্ফোরণের পর আগুন ছড়িয়ে পড়ে আশেপাশের ৩–৪টি গাড়িতে। আহত বহু মানুষ। ঘটনার পর এলাকায় ছড়ায় আতঙ্ক। বিস্ফোরণের কারণ এখনও জানা যায়নি।

ভয়াবহ খরায় বিপর্যস্ত ইরান! জলের অভাবে তেহরান খালি করার ‘হুঁশিয়ারি’ প্রেসিডেন্টের

ইরানে ভয়াবহ খরার পরিস্থিতি। রাজধানী তেহরানের জলাধার প্রায় শূন্য, বৃষ্টিপাত ৯২% কম। প্রেসিডেন্ট মাসউদ পেজেশকিয়ানের আশঙ্কা—পরিস্থিতি না সামলালে তেহরান খালি করতে হতে পারে। সরকার জলের রেশনিং ও জরিমানা ব্যবস্থা চালুর সিদ্ধান্ত নিয়েছে।

গড়িয়া সহমর্মী সোসাইটি আয়োজিত চক্ষু অস্ত্রোপচার শিবির ২৩ ডিসেম্বর থেকে

খবর অনলাইন ডেস্ক: জীবন্ত ঈশ্বরের আরাধনায়, অসহায় আত্মজনের সেবায়…। গড়িয়া সহমর্মী সোসাইটি আয়োজিত ‘বিনা...

আরও পড়ুন

লালকেল্লার সামনে গাড়িতে বিস্ফোরণ! আশপাশের গাড়িতেও আগুন, ১০জনের মৃত্যু

দিল্লির লালকেল্লার সামনে ভয়াবহ বিস্ফোরণ! গাড়িতে বিস্ফোরণের পর আগুন ছড়িয়ে পড়ে আশেপাশের ৩–৪টি গাড়িতে। আহত বহু মানুষ। ঘটনার পর এলাকায় ছড়ায় আতঙ্ক। বিস্ফোরণের কারণ এখনও জানা যায়নি।

সঙ্গী বেছে নেওয়ার অধিকার ব্যক্তি স্বাধীনতা, পরিবার বা সম্প্রদায় কেউই বাধা দিতে পারে না, বলল দিল্লি হাইকোর্ট

দিল্লি হাইকোর্টের স্পষ্ট বার্তা— প্রাপ্তবয়স্ক দুই ব্যক্তির সম্পর্কে পরিবার বা সমাজের হস্তক্ষেপ আইনত অবৈধ। সঙ্গী বেছে নেওয়া ব্যক্তিগত স্বাধীনতা ও গোপনীয়তার সাংবিধানিক অধিকার।

দিল্লির বাতাস মানে সাতটি সিগারেট প্রতিদিন! সাবেক এমস অধিকর্তা ড. রণদীপ গুলেরিয়ার সতর্কবার্তা

খবর অনলাইন ডেস্ক: দিল্লির বাতাসের গুণমান সূচক (এয়ার কোয়ালিটি ইনডেক্স, AQI) আবার ‘অতিমাত্রায় বিপজ্জনক’...