এক দেশ, এক ভোট’ (ওয়ান নেশন ওয়ান ইলেকশন) নীতি কার্যকর করার জন্য বড় পদক্ষেপ নিতে চলেছে নরেন্দ্র মোদী সরকার। সূত্রের খবর, চলতি শীতকালীন অধিবেশনে সংসদে এই বিল পেশ করার প্রস্তুতি নিচ্ছে কেন্দ্র। তবে সরকার স্পষ্ট করেছে, এই বিল নিয়ে আলোচনার দরজা খোলা থাকবে। বিলটি যৌথ সংসদীয় কমিটিতে (জেপিসি) পাঠিয়ে খুঁটিনাটি বিচার-বিশ্লেষণ করা হতে পারে।
গত সেপ্টেম্বরে কেন্দ্রীয় মন্ত্রিসভায় ‘এক দেশ, এক ভোট’ প্রস্তাব পাশ হওয়ার পর থেকেই শীতকালীন অধিবেশনে বিল আনার সম্ভাবনা তৈরি হয়েছিল। সরকার মনে করছে, এই নীতির কার্যকরী হলে নির্বাচন প্রক্রিয়ার খরচ কমবে, বার বার নির্বাচনের কারণে উন্নয়নমূলক কাজ থমকে থাকবে না এবং সরকারি কর্মীদের উপর চাপও হ্রাস পাবে।
এর আগে ‘এক দেশ, এক নির্বাচন’ ব্যবস্থা খতিয়ে দেখতে প্রাক্তন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দের নেতৃত্বে একটি কমিটি গঠন করা হয়েছিল। মার্চ মাসে সেই কমিটি রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর কাছে রিপোর্ট জমা দেয়। এরপরই মন্ত্রিসভায় প্রস্তাব পাশ হয়।
বিরোধীদের আপত্তি
তবে এই নীতিকে ঘিরে শুরু থেকেই বিরোধী শিবিরের তীব্র আপত্তি। তাদের দাবি, মোদী সরকার ঘুরপথে আমেরিকার প্রেসিডেন্ট নির্বাচনের মতো ব্যবস্থা চালু করতে চাইছে। এই নীতি দেশের যুক্তরাষ্ট্রীয় কাঠামো এবং সংসদীয় গণতন্ত্রের পরিপন্থী বলেও বিরোধীদের অভিযোগ।
বিলটি সংসদে পেশ হলে তীব্র বিতর্ক হতে পারে বলে মনে করছেন রাজনৈতিক বিশেষজ্ঞরা। কেন্দ্রের ঐক্যমতের আহ্বানের পর বিরোধীদের অবস্থান কতটা নমনীয় হয়, সেটাই এখন দেখার।
প্রধানমন্ত্রী মোদীর উদ্যোগে ‘বিমা সখি যোজনা’, কী সুবিধা রয়েছে এই প্রকল্পে, কারা পাবেন