Homeখবরদেশএক দেশ, এক নির্বাচন: মন্ত্রীসভায় প্রস্তাব পাস, শীতকালীন অধিবেশনে বিল পেশ করছে...

এক দেশ, এক নির্বাচন: মন্ত্রীসভায় প্রস্তাব পাস, শীতকালীন অধিবেশনে বিল পেশ করছে কেন্দ্র

প্রকাশিত

নয়াদিল্লি: লোকসভা এবং সমস্ত রাজ্যের বিধানসভার নির্বাচন একসঙ্গে করার পথে আরও একধাপ এগোল কেন্দ্রীয় সরকার। বুধবার কেন্দ্রীয় মন্ত্রিসভা “এক দেশ, এক নির্বাচন” প্রস্তাব অনুমোদন করেছে। শীতকালীন সংসদ অধিবেশনে এই বিল পেশ হতে পারে বলে সূত্রের খবর।

প্রাক্তন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দের নেতৃত্বাধীন উচ্চ-পর্যায়ের কমিটির প্রতিবেদনের ভিত্তিতে এই প্রস্তাব গ্রহণ করা হয়েছে। বিজেপি ২০১৯ লোকসভা নির্বাচনের ইশতেহারে একসঙ্গে নির্বাচন করানোর প্রতিশ্রুতি দিয়েছিল, এবং সেই লক্ষ্য পূরণের প্রথম ধাপ হিসেবে এই কমিটি গঠন করা হয়।

কমিটির ১৮,৬২৬ পৃষ্ঠার বিশাল আকারের প্রতিবেদনে বলা হয়েছে, প্রথম ধাপে লোকসভা এবং রাজ্য বিধানসভার নির্বাচন একসঙ্গে করানোর কাজ শুরু হবে। এর জন্য সাংবিধানিক সংশোধনের প্রয়োজন, কিন্তু রাজ্যগুলির অনুমোদন প্রয়োজন হবে না। পরবর্তী পর্যায়ে পৌরসভা ও পঞ্চায়েত নির্বাচনগুলোকেও একইসঙ্গে করার প্রস্তাব দেওয়া হয়েছে, যার জন্য অর্ধেকের বেশি রাজ্যের অনুমোদন দরকার হবে।

“এক দেশ, এক নির্বাচন” বাস্তবায়নের জন্য ১৮টি সাংবিধানিক সংশোধনের সুপারিশ করেছে কমিটি। সাম্প্রতিক সময়ে, বিজেপি এই নীতির প্রতি তাদের সমর্থন বাড়িয়েছে এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ১৫ আগস্ট স্বাধীনতা দিবসের ভাষণেও একে প্রয়োজনীয় বলে উল্লেখ করেছেন।

প্রধানমন্ত্রী মোদীর বক্তব্য অনুযায়ী, “এক দেশ, এক নির্বাচন” বর্তমান সময়ের দাবি। তিনি বলেন, বারবার নির্বাচন দেশের অগ্রগতিতে বাধা সৃষ্টি করছে। তিনি দাবি করেছেন যে একসঙ্গে নির্বাচন হলে দেশের বিকাশের পথে সেই বাধা দূর হবে।

কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ সম্প্রতি আবারও এই বিষয়ে জোর দিয়ে বলেন, এনডিএ সরকারের বর্তমান মেয়াদকালে “এক দেশ, এক নির্বাচন” বাস্তবায়ন করা হবে।

তবে এই প্রস্তাবের বিরুদ্ধে তীব্র প্রতিক্রিয়া জানিয়েছে বিরোধী দলগুলি। কংগ্রেস, আপ, শিবসেনা (ইউবিটি)-সহ একাধিক দল অভিযোগ করেছে যে, একসঙ্গে নির্বাচন করালে কেন্দ্রে শাসকদল লাভবান হবে। অন্যদিকে, এনডিএ-র সহযোগী দলগুলি যেমন জেডিইউ ও চিরাগ পাসওয়ানের দল এই প্রস্তাবকে সমর্থন করেছে।

কেন্দ্রের মতে, “এক দেশ, এক নির্বাচন” বাস্তবায়িত হলে, প্রায় সব স্তরের নির্বাচন একত্রিত করা সম্ভব হবে, যার ফলে নির্বাচনী খরচ কমানো, বারবার নির্বাচনের কারণে প্রশাসনিক কার্যকলাপ ব্যাহত হওয়া থেকে বিরত থাকা এবং সরকারগুলির পূর্ণমেয়াদি উন্নয়নমূলক কাজ করার সুযোগ তৈরি হবে।

এখন দেখার বিষয়, এই বিল শীতকালীন অধিবেশনে সংসদে পাস হয় কি না এবং বিরোধী দলগুলি এর বিরুদ্ধে কী পদক্ষেপ গ্রহণ করে।

সাম্প্রতিকতম

বাংলাদেশজুড়ে অগ্নিসংযোগ ও ভাঙচুর, কঠোর পদক্ষেপের বার্তা দিল ইউনূসের অন্তর্বর্তী সরকার

বাংলাদেশজুড়ে সহিংসতা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনায় কড়া বার্তা দিল মুহাম্মদ ইউনূসের অন্তর্বর্তী সরকার। বৃহস্পতিবার...

‘কঠোর নিন্দনীয়’! মুজিবের বাড়ি ভাঙা নিয়ে প্রতিক্রিয়া ভারতের

বাংলাদেশে শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক বাড়ি ভাঙচুরের ঘটনায় নিন্দা জানালো ভারত। দাঙ্গাকারীরা ধানমন্ডি-৩২ এ হামলা চালিয়ে ব্যাপক ক্ষতি করে।

ভারত-ইংল্যান্ড এক দিনের ম্যাচ: শুবমন-শ্রেয়স-অক্ষরের ব্যাটিং, জাদেজা-হর্ষিতের বোলিং-এ জিতলেন রোহিতরা    

ইংল্যান্ড: ২৪৮ (৪৭.৪ ওভার) (জোস বাটলার ৫২, জ্যাকব বেথেল ৫১, রবীন্দ্র জাদেজা ৩-২৬, হর্ষিত...

বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলনে ‘অভূতপূর্ব সাফল্য: ৪.৪৪ লক্ষ কোটি টাকার বিনিয়োগ প্রস্তাব

কলকাতা,: অষ্টম বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলন (বিজিবিএস) অভূতপূর্ব সাফল্যের সঙ্গে সম্পন্ন হয়েছে বলে জানালেন মুখ্যমন্ত্রী...

আরও পড়ুন

১ কোটি টাকা খরচ করে আমেরিকায় প্রবেশ, প্রথম বিতাড়ন বিমানেই দেশে ফিরল গুজরাতের পরিবার

যুক্তরাষ্ট্রে অবৈধভাবে প্রবেশের পর ১০৪ ভারতীয় নাগরিককে দেশে ফেরত পাঠানো হয়েছে। গুজরাটের এক পরিবার ১ কোটি টাকা খরচ করেও পৌঁছাতে পারেনি আমেরিকায়।

আমেরিকায় শেকলবন্দি অবস্থায় একশ’র বেশি ভারতীয় বিতাড়িত, অভিবাসন নিয়ে নতুন আইন আনছে ভারত

ভারত সরকার বিদেশে কর্মসংস্থানের নিরাপদ অভিবাসন নিশ্চিত করতে নতুন আইন প্রস্তাব করছে। মার্কিন যুক্তরাষ্ট্র থেকে ১০৪ ভারতীয় নাগরিককে শেকলবন্দি অবস্থায় বিতাড়নের পর এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

পদপিষ্টের ঘটনায় মৃতদেহ নদীতে ফেলায় কুম্ভের জল আরও দূষিত, দাবি জয়া বচ্চনের

উত্তরপ্রদেশের প্রয়াগরাজে চলমান মহা কুম্ভের জল অত্যন্ত দূষিত হয়ে গেছে, কারণ গত মাসের পদপিষ্ট...
কেন লক্ষ্মীর পাঁচালি পাঠ করা হয় রতন টাটার সেরা উক্তি যা আপনাকে অনুপ্রাণিত করবে