একটি প্রশ্ন, দুটি উত্তর? এ বার নিট (NEET) পরীক্ষা নিয়ে আইআইটি- র বিশেষজ্ঞ দল বা এক্সপার্ট প্যানেলের মতামত চাইল সুপ্রিম কোর্ট।
সোমবার আর এক দফায় শুনানি হল নিট মামলার। প্রশ্ন ফাঁস এবং পরীক্ষায় অনিয়মের অভিযোগ তুলে পুনরায় পরীক্ষার আবেদনের শুনানি করে প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়, বিচারপতি জেবি পারদিওয়ালা এবং মনোজ মিশ্রের সমন্বয়ে গঠিত একটি বেঞ্চ সকাল সাড়ে ১০ টায় এই মামলার শুনানি শুরু করে। অনেকেই আশা করেছিলেন, আজই হয়তো ইতিবাচক কিছু ঘটবে। কিন্তু এ বার পদার্থবিদ্যার একটি প্রশ্নের উত্তর নিয়ে বিভ্রাট ধরা পড়ল। যার জেরে ফের শুনানি হবে আগামীকাল, মঙ্গলবার।
মামলাকারীর আইনজীবী আদালতে জানান, পদার্থবিদ্যার একটি প্রশ্নের ৪ নম্বর বিকল্প বা অপশনটিও ঠিক আবার ২ নম্বর অপশনটিও ঠিক। এনসিইআরটির নতুন সংস্করণ অনুসারে প্রথনমটি ঠিক আর দ্বিতীয়টি ঠিক পুরনো সংস্করণ অনুসারে। বিভ্রান্তির কারণে মামলাকারী প্রশ্নটি এড়িয়ে যান। কিন্তু শীর্ষ আদালতে তিনি জানান, যাঁরা ২ নম্বর অপশনটি বেছে নিয়েছেন, তাঁদেরও নম্বর দেওয়া হয়েছে। তাঁদের গ্রেস মার্ক দেওয়া হয়েছিল।
এতে প্রধান বিচারপতি বলেন, “নির্দেশগুলি হল সর্বশেষ এনসিইআরটি সংস্করণ অনুসারে। চতুর্থ বিকল্প হল সর্বশেষ এনসিইআরটি সংস্করণ অনুসারে সঠিক উত্তর। তাহলে যাঁরা ২ নম্বর বিকল্প উত্তর দিয়েছেন তাঁদের পূর্ণ নম্বর দেওয়া যাবে না।”প্রধান বিচারপতি জানতে চান, কেন ২ নম্বর অপশন উত্তর দেওয়া পরীক্ষার্থীদের নম্বর দেওয়া হয়েছিল?
জবাবে সলিসিটর জেনারেল তুষার মেহতা বলেন, দুটোই ছিল সম্ভাব্য উত্তর। তিনি বলেন। গরিব পরীক্ষার্থীরা নতুন বই কিনতে পারেননি। তাঁরা অনেকেই দাদা -দিদিদের পুরনো বই পড়ে পরীক্ষা দিয়েছিল।তবে প্রধান বিচারপতি বলেন, “অপশন ২-এ নম্বর দিয়ে আপনি নিজের নিয়মের বিরুদ্ধে যাচ্ছেন, কারণ এনসিইআরটি-র নয়া সংস্করণ অনুসরণ করার নির্দেশ দেওয়া হয়েছিল।”
তিনি বলেন, “নম্বর দেওয়ার ক্ষেত্রে আপনাকে যে কোনো একটি বিকল্প বেছে নিতে হবে। উভয়ই সহাবস্থান করতে পারে না”। সমস্যা সমাধানের জন্য, প্রধান বিচারপতি বলেন , “আইআইটি দিল্লি থেকে বিশেষজ্ঞের মতামত চাওয়া উচিত। আমরা আইআইটি দিল্লির ডিরেক্টরকে সংশ্লিষ্ট বিষয়ের তিনজন বিশেষজ্ঞের একটি দল গঠন করার জন্য অনুরোধ করছি। তাঁর দ্বারা গঠিত বিশেষজ্ঞ দলকে সঠিক বিকল্পের বিষয়ে মতামত তৈরি করতে এবং আগামীকাল দুপুর ১২টার মধ্যে রেজিস্টারের কাছে মতামত পাঠানোর জন্য অনুরোধ করা হচ্ছে।” তার পর ফের শুনানি হবে।
আরও পড়ুন: পরীক্ষার আগেই ফাঁস হয় নিট প্রশ্ন, মানল সুপ্রিম কোর্ট