Homeখবরদেশসুপ্রিম কোর্টে ঝুলেই রইল নিট মামলার শুনানি, এ বার প্রশ্ন বিভ্রাটের জবাব...

সুপ্রিম কোর্টে ঝুলেই রইল নিট মামলার শুনানি, এ বার প্রশ্ন বিভ্রাটের জবাব চায় আদালত

প্রকাশিত

আপনার প্রশ্ন, আমাদের উত্তর

একটি প্রশ্ন, দুটি উত্তর? এ বার নিট (NEET) পরীক্ষা নিয়ে আইআইটি- র বিশেষজ্ঞ দল বা এক্সপার্ট প্যানেলের মতামত চাইল সুপ্রিম কোর্ট।

সোমবার আর এক দফায় শুনানি হল নিট মামলার। প্রশ্ন ফাঁস এবং পরীক্ষায় অনিয়মের অভিযোগ তুলে পুনরায় পরীক্ষার আবেদনের শুনানি করে প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়, বিচারপতি জেবি পারদিওয়ালা এবং মনোজ মিশ্রের সমন্বয়ে গঠিত একটি বেঞ্চ সকাল সাড়ে ১০ টায় এই মামলার শুনানি শুরু করে। অনেকেই আশা করেছিলেন, আজই হয়তো ইতিবাচক কিছু ঘটবে। কিন্তু এ বার পদার্থবিদ্যার একটি প্রশ্নের উত্তর নিয়ে বিভ্রাট ধরা পড়ল। যার জেরে ফের শুনানি হবে আগামীকাল, মঙ্গলবার।

মামলাকারীর আইনজীবী আদালতে জানান, পদার্থবিদ্যার একটি প্রশ্নের ৪ নম্বর বিকল্প বা অপশনটিও ঠিক আবার ২ নম্বর অপশনটিও ঠিক। এনসিইআরটির নতুন সংস্করণ অনুসারে প্রথনমটি ঠিক আর দ্বিতীয়টি ঠিক পুরনো সংস্করণ অনুসারে। বিভ্রান্তির কারণে মামলাকারী প্রশ্নটি এড়িয়ে যান। কিন্তু শীর্ষ আদালতে তিনি জানান, যাঁরা ২ নম্বর অপশনটি বেছে নিয়েছেন, তাঁদেরও নম্বর দেওয়া হয়েছে। তাঁদের গ্রেস মার্ক দেওয়া হয়েছিল।

এতে প্রধান বিচারপতি বলেন, “নির্দেশগুলি হল সর্বশেষ এনসিইআরটি সংস্করণ অনুসারে। চতুর্থ বিকল্প হল সর্বশেষ এনসিইআরটি সংস্করণ অনুসারে সঠিক উত্তর। তাহলে যাঁরা ২ নম্বর বিকল্প উত্তর দিয়েছেন তাঁদের পূর্ণ নম্বর দেওয়া যাবে না।”প্রধান বিচারপতি জানতে চান, কেন ২ নম্বর অপশন উত্তর দেওয়া পরীক্ষার্থীদের নম্বর দেওয়া হয়েছিল?

জবাবে সলিসিটর জেনারেল তুষার মেহতা বলেন, দুটোই ছিল সম্ভাব্য উত্তর। তিনি বলেন। গরিব পরীক্ষার্থীরা নতুন বই কিনতে পারেননি। তাঁরা অনেকেই দাদা -দিদিদের পুরনো বই পড়ে পরীক্ষা দিয়েছিল।তবে প্রধান বিচারপতি বলেন, “অপশন ২-এ নম্বর দিয়ে আপনি নিজের নিয়মের বিরুদ্ধে যাচ্ছেন, কারণ এনসিইআরটি-র নয়া সংস্করণ অনুসরণ করার নির্দেশ দেওয়া হয়েছিল।”

তিনি বলেন, “নম্বর দেওয়ার ক্ষেত্রে আপনাকে যে কোনো একটি বিকল্প বেছে নিতে হবে। উভয়ই সহাবস্থান করতে পারে না”। সমস্যা সমাধানের জন্য, প্রধান বিচারপতি বলেন , “আইআইটি দিল্লি থেকে বিশেষজ্ঞের মতামত চাওয়া উচিত। আমরা আইআইটি দিল্লির ডিরেক্টরকে সংশ্লিষ্ট বিষয়ের তিনজন বিশেষজ্ঞের একটি দল গঠন করার জন্য অনুরোধ করছি। তাঁর দ্বারা গঠিত বিশেষজ্ঞ দলকে সঠিক বিকল্পের বিষয়ে মতামত তৈরি করতে এবং আগামীকাল দুপুর ১২টার মধ্যে রেজিস্টারের কাছে মতামত পাঠানোর জন্য অনুরোধ করা হচ্ছে।” তার পর ফের শুনানি হবে।

আরও পড়ুন: পরীক্ষার আগেই ফাঁস হয় নিট প্রশ্ন, মানল সুপ্রিম কোর্ট

সাম্প্রতিকতম

ফাস্টফুড-ঠান্ডা পানীয় খেলেই আয়ু কমছে মিনিটে মিনিটে! গবেষণায় চাঞ্চল্যকর তথ্য

মিশিগান বিশ্ববিদ্যালয়ের গবেষণায় উঠে এসেছে চাঞ্চল্যকর তথ্য—একটা হটডগ খেলেই আয়ু কমছে ৩৬ মিনিট! ঠান্ডা পানীয়, বার্গার, স্যান্ডউইচেও বিপদ লুকিয়ে। জেনে নিন স্বাস্থ্যকর বিকল্প কী হতে পারে।

স্মল ইন্ডাস্ট্রিজ ডেভেলপমেন্ট ব্যাঙ্কে নিয়োগ, আবেদন অনলাইনে, বেতন ১ লক্ষের বেশি

স্মল ইন্ডাস্ট্রিজ ডেভেলপমেন্ট ব্যাঙ্কে ৭৬টি অফিসার পদে নিয়োগ। অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার ও ম্যানেজার পদে আবেদন ১১ অগস্ট পর্যন্ত। জেনে নিন বেতন, বয়স ও আবশ্যিক যোগ্যতা।

মুম্বইয়ের ট্রেনে ভিড় কমাতে অফিস টাইমে বড়সড় পরিবর্তনের ভাবনা, টাস্ক ফোর্স গঠন করে প্রক্রিয়া শুরু

মুম্বইয়ে লোকাল ট্রেনের ভিড় কমাতে সরকারি-বেসরকারি অফিসের সময় বদলের পরিকল্পনা। নতুন টাইমিং পরীক্ষামূলকভাবে চালুর সিদ্ধান্ত নিল মহারাষ্ট্র সরকার।

ছত্তীসগঢ়ে ৬ বছরে ১৭৭ নিরাপত্তারক্ষীর আত্মহত্যা, ১৮ জন খুন, সরকারি পরিসংখ্যানে উদ্বেগ

ছত্তীসগঢ়ে ২০১৯ থেকে জুন ২০২৫-এর মধ্যে আত্মহত্যা করেছেন ১৭৭ নিরাপত্তারক্ষী, যার মধ্যে প্রায় ৪০ জন কেন্দ্রীয় আধাসামরিক বাহিনীর। মানসিক চাপ, পারিবারিক সমস্যা, আসক্তি—সব মিলিয়ে বাড়ছে উদ্বেগ।

আরও পড়ুন

মুম্বইয়ের ট্রেনে ভিড় কমাতে অফিস টাইমে বড়সড় পরিবর্তনের ভাবনা, টাস্ক ফোর্স গঠন করে প্রক্রিয়া শুরু

মুম্বইয়ে লোকাল ট্রেনের ভিড় কমাতে সরকারি-বেসরকারি অফিসের সময় বদলের পরিকল্পনা। নতুন টাইমিং পরীক্ষামূলকভাবে চালুর সিদ্ধান্ত নিল মহারাষ্ট্র সরকার।

ছত্তীসগঢ়ে ৬ বছরে ১৭৭ নিরাপত্তারক্ষীর আত্মহত্যা, ১৮ জন খুন, সরকারি পরিসংখ্যানে উদ্বেগ

ছত্তীসগঢ়ে ২০১৯ থেকে জুন ২০২৫-এর মধ্যে আত্মহত্যা করেছেন ১৭৭ নিরাপত্তারক্ষী, যার মধ্যে প্রায় ৪০ জন কেন্দ্রীয় আধাসামরিক বাহিনীর। মানসিক চাপ, পারিবারিক সমস্যা, আসক্তি—সব মিলিয়ে বাড়ছে উদ্বেগ।

মনরেগায় দুর্নীতি ঠেকাতে ব্যর্থ অ্যাপ ব্যবস্থা, ছবি যাচাইয়ের দায় পঞ্চায়েতের ঘাড়েই চাপল কেন্দ্র

MGNREGA-তে ডিজিটাল উপস্থিতি নিশ্চিত করতে চালু হয়েছিল NMMS অ্যাপ। কিন্তু ছবির জালিয়াতি রুখতে ব্যর্থ হওয়ায়, এবার ছবি যাচাইয়ের দায়িত্ব দেওয়া হল গ্রাম পঞ্চায়েতকে।