ওয়েবডেস্ক: জাতীয় নির্বাচন কমিশন (ইসিআই) ভোটার পরিচয়পত্রের অনলাইন যাচাইয়ের (ভেরিফিকেশন) সময়সীমা বাড়িয়েছে। যাচাইয়ের কাজ মন্থর গতিতে হওয়ায় বাড়তি ৩৩ দিন বরাদ্দ করেছে নির্বাচন কমিশন।
অনলাইনে ভোটার আইডি যাচাইয়ের শেষ তারিখ হিসাবে নির্ধারণ করা হয়েছে ১৮ নভেম্বর, ২০১৯ পর্যন্ত। পূর্ববর্তী ঘোষণা জানানো হয়েছিল, ইলেকটর্স ভেরিফিকেশন প্রোগ্রাম বা ইভিপির শেষ তারিখ আগামী ১৫ অক্টোবর।
নির্বাচন কমিশন একটি বিজ্ঞপ্তিতে বলেছে, সংস্থা পর্যবেক্ষণ করেছে ইভিপির অগ্রগতি খুব ধীর এবং প্রচুর ভোটারের যাচাইকরণ এখনও শেষ হয়নি। যে কারণ ৩৩ দিন সময় বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
[ আরও পড়ুন: ভোটার কার্ডে মোবাইল নম্বর লিঙ্ক করিয়েছেন? ‘না’ হলে করিয়ে নিন এখনই ]
এতে আরও বলা হয়েছে যে, অন্তর্ভুক্তি, বিয়োজন এবং সংশোধনের উদ্দেশ্যে বিপুল সংখ্যক ফর্ম জমা পড়েছে, যেগুলি খসড়া তালিকা প্রকাশের আগে অবশ্যই নিষ্পত্তি করতে হবে।
একই সঙ্গে মুখ্য নির্বাচন আধিকারিকদেরও হাতে থাকা সময়ের মধ্যে আরও বেশি পরিমাণ কাজ শেষ করার কথা বলা হয়েছে।
[ আরও পড়ুন: অনলাইনে আধারের সঙ্গে ভোটার কার্ড লিঙ্ক করবেন কী ভাবে? ]
প্রসঙ্গত, ভিড় এড়াতে অনলাইনের মাধ্যমে ভোটার পরিচয়পত্র যাচাইকরণের কর্মসূচি গত ১ সেপ্টেম্বর শুরু করেছিল কমিশন। এই কর্মসূচির আওতায় প্রতিটি পরিবারের একজন ভোটার নিজের নাম এবং পাসওয়ার্ড ব্যবহার করে অনলাইনে পরিবারের প্রত্যেকের যাবতীয় বিবরণ আপডেট করার সুবিধা পেয়ে থাকেন।
খবরের সব আপডেট পড়ুন খবর অনলাইনে। লাইক করুন আমাদের ফেসবুক পেজ। সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল।