Homeখবরদেশআদানি ইস্যুতে কংগ্রেসকে এড়িয়ে গেল তৃণমূল, সংসদে বিরোধীদের বিভাজন স্পষ্ট

আদানি ইস্যুতে কংগ্রেসকে এড়িয়ে গেল তৃণমূল, সংসদে বিরোধীদের বিভাজন স্পষ্ট

প্রকাশিত

সোমবার সংসদে কংগ্রেসের নেতৃত্বে হওয়া বিরোধী জোট ইন্ডিয়া-র বৈঠক থেকে দূরে থাকল তৃণমূল কংগ্রেস। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, এই পদক্ষেপ স্পষ্ট বার্তা দিল যে, আদানি গ্রুপের বিরুদ্ধে অভিযোগ নিয়ে সংসদে অচলাবস্থা সৃষ্টি করতে কংগ্রেসের সঙ্গে একমত নয় পশ্চিমবঙ্গের শাসকদল।

তৃণমূল সূত্রের দাবি, তারা সংসদে মূল্যবৃদ্ধি, বেকারত্ব, তহবিলের অভাব এবং মণিপুরের অশান্তির মতো ছয়টি গুরুত্বপূর্ণ ইস্যু তুলতে চায়। তবে, কংগ্রেস শুধুমাত্র আদানি ইস্যুতে জোর দিতে চাওয়ায় তারা বৈঠকে যোগ দেয়নি।

তৃণমূলের এক নেতার কথায়, “আমরা ইন্ডিয়া ব্লকে থাকলেও কংগ্রেসের নির্বাচনী সঙ্গী নই। তাই বৈঠকে যোগ দেওয়ার বাধ্যবাধকতা নেই। যখন জানতে পারলাম, আমাদের গুরুত্বপূর্ণ ইস্যুগুলো এজেন্ডায় থাকবে না, তখন বৈঠকে না যাওয়ার সিদ্ধান্ত নিয়েছি।”

সংসদ অধিবেশনের বেশ কয়েকদিন ধরে আদানি গ্রুপের বিরুদ্ধে মার্কিন যুক্তরাষ্ট্রের বিচার বিভাগীয় অভিযোগ নিয়ে তোলপাড় চলছে। কংগ্রেস লোকসভায় আজও অধিবেশন মুলতুবি করার প্রস্তাব দিয়েছে। তবে তৃণমূলের পাশাপাশি অন্যান্য বিরোধী দলগুলিও বিভিন্ন গুরুত্বপূর্ণ ইস্যু নিয়ে আলোচনা চেয়েছে।

তৃণমূলের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় আগেই জানিয়ে দিয়েছিলেন, শীতকালীন অধিবেশনে বাংলার ইস্যুগুলোকে অগ্রাধিকার দেবে দল। তিনি বলেছিলেন, “আমাদের অবস্থান খুবই স্পষ্ট। বাংলার বকেয়া পাওনা, মণিপুরের অশান্তি এবং অন্যান্য গুরুত্বপূর্ণ বিষয়গুলো নিয়ে আমরা সংসদের শীতকালীন অধিবেশনে আলোচনা চাই। কংগ্রেস কী করবে, সেটা তাদের ব্যাপার।”

এ ব্যাপারে তৃণমূল সাংসদ কাকলি ঘোষ দস্তিদার জানান, “আমরা চাই সংসদ চলুক। শুধুমাত্র একটি ইস্যুতে অচলাবস্থা তৈরি করতে চাই না। আমরা সরকারকে বিভিন্ন ইস্যুতে জবাবদিহি করতে বাধ্য করব।”

তৃণমূল ইতিমধ্যেই ঘোষণা করেছে যে, মণিপুরে চলমান অশান্তি নিয়ে শীতকালীন অধিবেশনে আলোচনা চাওয়া হবে এবং কেন্দ্রের কাছ থেকে জরুরি পদক্ষেপের দাবি করা হবে।

আরও পড়ুন: রাষ্ট্রপুঞ্জের কাছে বাংলাদেশে শান্তিসেনা পাঠানোর আর্জি জানাক কেন্দ্র, বিধানসভায় প্রস্তাব মমতার

সাম্প্রতিকতম

যুদ্ধবিরতির কয়েক দিনের মধ্যেই কি গাজার নিয়ন্ত্রণ ফিরে পেয়েছে হামাস?

১৫ মাসের যুদ্ধেও হামাস ধ্বংস হয়নি। গাজায় ধ্বংসযজ্ঞের মধ্যেই পুনর্গঠন ও শক্তি অর্জনের পথে হামাস।

পদ্ম সম্মান ২০২৫: বাংলার ৯ জন পেলেন রাষ্ট্রীয় পুরস্কার

পদ্ম সম্মান ২০২৫-এর তালিকায় বাংলার জয়জয়কার। গায়ক অরিজিৎ সিং থেকে নৃত্যশিল্পী মমতা শঙ্করসহ ৯ জন পেলেন এই সম্মান।

ভারত-ইংল্যান্ড টি২০: হাড্ডাহাড্ডি লড়াইয়ে দলকে জয়ে পৌঁছে দিলেন তিলক বর্মা

ইংল্যান্ড: ১৬৫-৯ (জোস বাটলার ৪৫, ব্রাইডন কার্স ৩১, অক্ষর পটেল ২-৩২, বরুণ চক্রবর্তী ২-৩৮) ভারত:...

রবিবার আবারও ফিরছে মরশুমের শেষ কনকনে শীত

শীত ফিরে আসছে! আগামী দু’তিন দিন কনকনে ঠান্ডার পূর্বাভাস, ফেব্রুয়ারির মাঝামাঝি পর্যন্ত থাকবে শীতের আমেজ, সর্বনিম্ন তাপমাত্রা ১৫ ডিগ্রি ছুঁতে পারে, শীত কমলেও এখনই গরম পড়বে না।

আরও পড়ুন

পদ্ম সম্মান ২০২৫: বাংলার ৯ জন পেলেন রাষ্ট্রীয় পুরস্কার

পদ্ম সম্মান ২০২৫-এর তালিকায় বাংলার জয়জয়কার। গায়ক অরিজিৎ সিং থেকে নৃত্যশিল্পী মমতা শঙ্করসহ ৯ জন পেলেন এই সম্মান।

দুধের দামে কাটছাঁট, জানুন কোন আমুল দুধের দাম কত হল

নিত্যপ্রয়োজনীয় দুধের দাম কমিয়ে সাধারণ মানুষকে কিছুটা হলেও স্বস্তি দিল জনপ্রিয় দুগ্ধ সংস্থা আমূল।...

মহারাষ্ট্রের ভান্ডারার অস্ত্র কারখানায় ভয়াবহ বিস্ফোরণ, মৃত ৮

মহারাষ্ট্রের ভান্ডারার একটি অস্ত্র কারখানায় ভয়াবহ বিস্ফোরণ। কমপক্ষে ৮ জনের মৃত্যু এবং ৭ জন...
কেন লক্ষ্মীর পাঁচালি পাঠ করা হয় রতন টাটার সেরা উক্তি যা আপনাকে অনুপ্রাণিত করবে