নয়াদিল্লি: গত মাসে প্রথম বার যখন মামলাটি সুপ্রিম কোর্টে উঠেছিল তখন জমা পড়া আবেদনের সংখ্যা ছিল ৬০। এখন সেটাই বেড়ে হয়েছে ১৪৪।
বুধবার গোটা দেশের নজর থাকবে সুপ্রিম কোর্টের ওপরে। কারণ এ দিনই শীর্ষ আদালতে উঠতে চলেছে সংশোধিত নাগরিকত্ব আইন বিষয়ক মামলাটি।
এই ১৪৪টা আবেদনের মধ্যে অধিকাংশ আবেদনই দাবি করা হয়েছে যে নয়া এই আইনটি যেন প্রত্যাহার করে নেওয়া হয়। প্রধান বিচারপতি এসএ বোবদের নেতৃত্বাধীন তিন সদস্যের ডিভিশন বেঞ্চ এ দিন এই আবেদনগুলি শুনবে।
আবেদনকারীদের দাবি, সংবিধানের মূল বার্তাটিকে লঙ্ঘিত করে এই আইন এনেছে কেন্দ্র। তাদের দাবি, ধর্মের ভিত্তিতে কাউকে নাগরিকত্ব দেওয়ার কোনো অধিকার কেন্দ্রের নেই। সংবিধানে যে সমানাধিকারের কথা বলা রয়েছে, সেটা কেন্দ্র লঙ্ঘন করছে বলে দাবি করা হয়েছে।
সেই সঙ্গে আবেদনকারীদের আরও দাবি, এই আইনের মধ্যে দিয়ে ভারতের ধর্মনিরপেক্ষতা ক্ষুণ্ণ হবে। তাদের দাবি, সব ধর্মের মানুষকে সমান চোখে দেখার দায়িত্ব কেন্দ্রের।
আবেদনকারীদের মধ্যে রয়েছে একাধিক রাজনৈতিক দল। এদের মধ্যে উল্লেখযোগ্য হল কংগ্রেস, ডিএমকে, সিপিআই, সিপিএম, মুসলিম লিগ, আকবরউদ্দিন ওয়েইসির এআইএমআইএম এবং কমল হাসনের মাক্কাল নিধি মাইয়াম।
এ ছাড়া রাজ্য হিসেবে এই আইনের বিরুদ্ধে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছে কেরলও।
আরও পড়ুন রাজ্য বিধানসভা সিএএ বিরোধী প্রস্তাব কবে? তারিখ জানালেন পার্থ চট্টোপাধ্যায়
গত ১৮ ডিসেম্বর প্রথম বার এই আইনের বিরুদ্ধে মামলাটি উঠেছিল সুপ্রিম কোর্টে। সে দিন আবেদনগুলি নিয়ে বেশি কিছু শোনেনি শীর্ষ আদালত। শুনানি পিছিয়ে দিয়ে কেন্দ্রকে এই প্রসঙ্গে নোটিশও দিয়েছিল তারা।
সংশোধিত নাগরিকত্ব আইনের বিরুদ্ধে সুপ্রিম কোর্ট এ দিন কী বলে, সেই দিকেই তাকিয়ে থাকবে সরকার, বিরোধী এবং সাধারণ মানুষ।