সংক্রমণের সঙ্গেই পাল্লা দিয়ে বাড়ছে সুস্থতা, গত ২৪ ঘণ্টায় তিন হাজার সুস্থ

0

নয়াদিল্লি: করোনার দৈনিক সংক্রমণ যেমন বাড়ছে, তেমনই পাল্লা দিয়ে বাড়ছে সুস্থতা। তবে গত ২৪ ঘণ্টায় দিল্লি-সহ কিছু জায়গায় সংক্রমণের হার অনেকটাই বেশি বৃদ্ধি পেয়েছে।

গত ২৪ ঘণ্টায় দেশে ৩ হাজার ২৭৫ জন নতুন করে কোভিডে সংক্রমিত হয়েছেন। এর ফলে ভারত মোট কোভিডরোগীর সংখ্যা বেড়ে হয়েছে ৪ কোটি ৩০ লক্ষ ৯১ হাজার ৩৯৩ জন। দেশে গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ৩ হাজার ১০ জন। এর ফলে মোট সুস্থ হওয়া মানুষের সংখ্যা এখন বেড়ে হয়েছে ৪ কোটি ২৫ লক্ষ ৪৭ হাজার ৬৯৯ জন। ভারতে বর্তমানে সুস্থতার হার রয়েছে ৯৮.৭৪ শতাংশে।

গত ২৪ ঘণ্টায় ২১০ জন সক্রিয় রোগী কমেছে দেশে। এর ফলে ভারতে এখন মোট সক্রিয় রোগী রয়েছেন ১৯ হাজার ৭১৯ জন। অর্থাৎ বর্তমানে মাত্র ০.০৪ শতাংশ রোগী চিকিৎসাধীন রয়েছেন। গত ২৪ ঘণ্টায় ভারতে ৫৫ জনের মৃত্যু রেকর্ড করা হয়েছে। এর ফলে ভারতে এখন মোট মৃতের সংখ্যা হয়েছে ৫ লক্ষ ২৩ হাজার ৯৭৮। দেশে বর্তমানে মৃত্যুহার রয়েছে ১.২২ শতাংশ।

গত ২৪ ঘণ্টায় দিল্লিতে ১ হাজার ৩৭৫ জন কোভিডে নতুন করে সংক্রমিত হয়েছেন। এ ছাড়া সংক্রমণ বেশি রয়েছে মহারাষ্ট্র, কর্নাটক, তামিলনাড়ু, পশ্চিমবঙ্গ, রাজস্থান এবং মধ্যপ্রদেশে।

আরও পড়তে পারেন:

পশ্চিমবঙ্গে বেড়েছে বামেদের প্রভাব? খোঁজ নেবেন অমিত শাহ

ইউক্রেনের মানুষদের দুর্দশা অবিলম্বে শেষ হোক, যৌথ বিবৃতি ভারত আর ফ্রান্সের

শেষ দেখে ছাড়ব, বিজেপি-র অস্বস্তি জিইয়ে রাখলেন অর্জুন সিংহ

রাজীব গান্ধী হত্যা মামলা: ‘আদালত চোখ বন্ধ রাখতে পারে না’, দোষী সাব্যস্তের প্রাণভিক্ষার আবেদনে সুপ্রিম কোর্টের মন্তব্য

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.