karni sena

ওয়েবডেস্ক: ‘যৈসি করনি, ঐসি ভরনি!’

ঠিক এই কথাটাই এখন রসিকতার রূপ নিয়ে ঘুরে বেড়াচ্ছে সোশ্যাল মিডিয়ায়। একটু স্পষ্ট করে বললে- টুইটারে!

এখন কোনো কিছু আমোদের মনে হলে তা নিয়ে টুইটের ঝড় তোলা তো টুইটারেতিদের পুরনো স্বভাব! রাজনৈতিক ঘটনা থেকে শুরু করে বিনোদন জগৎ- কোনো কিছুই রেহাই পায় না তাঁদের শাণিত ব্যঙ্গের হাত থেকে। তেমন ভাবেই এ বার শ্রী রাজপুত কর্নি সেনা নিয়ে হাহা-হিহির রব উঠল জনপ্রিয় এই সোশ্যাল মিডিয়ায়। উপলক্ষ সেই ‘পদ্মাবত’ মুক্তির বিরোধিতা করে কর্নি সেনার তাণ্ডব, তবে একটা টুইস্ট-সহ!

হয়েছে কী, সঞ্জয় লীলা বনসালির নয়া এই ছবির মুক্তিকে কেন্দ্র করে দেশের অনেক জায়গাতেই ভাঙচুর চালাচ্ছে কর্নি সেনা। আগুন লাগিয়ে দিচ্ছে গাড়িতে। তছনছ করার চেষ্টা করছে ‘পদ্মাবত’ মুক্তি পাওয়া প্রেক্ষাগৃহগুলো। সেই সব করতে গিয়েই ভোপালে হাসির খোরাক হল কর্নি সেনারা, যখন তারা ভুল করে নিজেদেরই এক দলীয় সদস্যের গাড়িতে আগুন দিয়ে দিল!

স্বাভাবিক ভাবেই খবরটা চাউর হওয়ার সঙ্গে সঙ্গে অট্টহাসিতে ফেটে পড়েছে ভার্চুয়াল দুনিয়া। টুইটারেতিদের একজন লিখেছেন কর্নি সেনার নাম নিয়ে শ্লেষ করে- “যৈসি করনি, ঐসি ভরনি!” আরও যা সব পোস্ট হচ্ছে, তা পেটে খিল ধরাবার পক্ষে যথেষ্ট!

উপরে দেখে নিন না সেই সব টুইট!

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here