নয়াদিল্লি: সংসদ চত্বরে সাংবাদিকদের চলাফেরার উপর বিধিনিষেধ আরোপের প্রতিবাদে সোমবার বিক্ষোভে ফেটে পড়েন সাংবাদিকরা। এ বিষয়ে লোকসভার স্পিকার ওম বিড়লার হস্তক্ষেপের পর শেষ পর্যন্ত সেই বিধিনিষেধ প্রত্যাহার করা হয়েছে।
সোমবার সংসদ চত্বরে সাংবাদিকদের গতিবিধির উপর নিষেধাজ্ঞার বিজ্ঞপ্তি জারি করা হয়। এতে বলা হয়, সাংবাদিকেরা মকরদ্বার পর্যন্ত যেতে পারবেন না এবং নির্দিষ্ট এলাকা ছাড়া সাংসদদের সঙ্গে কথা বলতে পারবেন না। এই বিধিনিষেধের বিরুদ্ধে প্রতিবাদে শামিল হন বহু সাংবাদিক এবং ‘প্রেস ক্লাব অফ ইন্ডিয়া’ও এর বিরুদ্ধে ক্ষোভপ্রকাশ করে।
বিরোধী দলগুলো সাংবাদিকদের প্রতিবাদে সমর্থন জানায়। তৃণমূল সাংসদ সুস্মিতা দেব বলেন, “সাংবাদিকেরা তাঁদের অধিকারের দাবিতে বিক্ষোভ দেখাচ্ছেন, এবং আমরা তাঁদের পাশে আছি।” কংগ্রেসের পক্ষ থেকে জানানো হয়, “বিজেপি ভয় পেয়েছে, তাই এমন বিধিনিষেধ আরোপ করা হচ্ছে।”
এ প্রসঙ্গে লোকসভার স্পিকার ওম বিড়লা সাংবাদিকদের সঙ্গে কথা বলেন এবং জানান, বাড়তি কোনও বিধিনিষেধ থাকবে না। তিনি বলেন, “কৃষক সংগঠনের নেতাদের আসায় বিশৃঙ্খলা সৃষ্টি হয়েছিল, তাই এই বিধিনিষেধ আরোপ করা হয়েছিল। তবে এখন তা প্রত্যাহার করা হচ্ছে।”