অমৃতসর-কাঠিহার এক্সপ্রেস ট্রেনে মদ্যপান করে যাত্রীকে মারধর করলেন রেল কর্মীরা। বুধবার রাতে ঘটে যাওয়া এই ঘটনার ভিডিয়ো সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়লে রেল পরিষেবা ও যাত্রী নিরাপত্তা নিয়ে প্রশ্নের ঝড় উঠল।
আক্রান্ত শেখ মজিবুল উদ্দিন (৩৮), পেশায় একজন ট্রাক চালক। তিনি সেওয়ান থেকে দিল্লি যাচ্ছিলেন। দুই কোচ অ্যাটেনডেন্ট বিক্রম চৌহান এবং সোনু মেহতো-র তিনি সঙ্গে মদ্যপান করেন। অভিযোগ, মদ্যপানের পর তাদের মধ্যে কথাকাটাকাটি শুরু হয়।
জিআরপি সূত্রে জানা গিয়েছে, বচসার সময় মজিবুল ভুলক্রমে টিটিই রাজেশ কুমারকে কোচ অ্যাটেনডেন্ট ভেবে চড় মারেন। এর পরই পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যায় এবং মজিবুলকে বেল্ট ও লাথি দিয়ে মারধর করা হয়।
ভাইরাল হওয়া ভিডিয়োতে দেখা যায়, মজিবুল ট্রেনের মেঝেতে অচেতন অবস্থায় পড়ে রয়েছেন, তার শরীর বমিতে ঢাকা। দুই রেলকর্মী তাকে বেল্ট দিয়ে মারছেন এবং কটূক্তি করছেন।
🚨Shocking incident on the Amritsar-Katihar Express! A passenger was brutally assaulted by railway staff after an alleged booze party onboard. Video of the attack has gone viral, sparking outrage. Railways must ensure passenger safety and accountability. #AmritsarKatiharExpress pic.twitter.com/d86pLRE8r0
— Insight buzz (@Insight_buzz) January 10, 2025
যাত্রীরা এই ঘটনার খবর রেল কর্তৃপক্ষকে জানালে ফিরোজাবাদ জিআরপি ঘটনাস্থলে পৌঁছে মজিবুলকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে।
মজিবুলের লিখিত অভিযোগের ভিত্তিতে বিক্রম চৌহান, সোনু মেহতো এবং রাজেশ কুমারের বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির ১১৫ (ইচ্ছাকৃত আঘাত) এবং ৩৫১ (অপরাধমূলক ভীতি প্রদর্শন) ধারায় মামলা দায়ের করেছে জিআরপি ফিরোজাবাদ।
ঘটনার পর উত্তর রেলের তরফে টিটিই রাজেশ কুমারকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। তবে দুই অভিযুক্ত কোচ অ্যাটেনডেন্ট এখনও পলাতক।
জিআরপি ফিরোজাবাদ-এর এসএইচও সুশীল কুমার জানিয়েছেন, যাত্রী ও কর্মীদের মধ্যে বন্ধুত্বপূর্ণ কথাবার্তা থেকেই ঘটনাটি শুরু হয়েছিল। তবে মজিবুলের চড় মারার পর ঘটনাটি হিংসার রূপ নেয়।
এই ঘটনার পর যাত্রীদের নিরাপত্তা নিয়ে রেল কর্তৃপক্ষের দায়িত্ববোধ নিয়ে প্রশ্ন উঠেছে। ভাইরাল ভিডিও ঘিরে দেশজুড়ে শুরু হয়েছে চর্চা।