দেশ
দুর্নীতিতে জড়িত প্রধানমন্ত্রী, হাঁড়ির কথা জানেন রাহুল
দিল্লি : প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর দুর্নীতিতে জড়িত থাকা সংক্রান্ত ‘ব্যক্তিগত তথ্য’ তাঁর কাছে রয়েছে – এমন দাবি করলেন রাহুল গান্ধী। বুধবার ১৬টি বিরোধী দলের ডাকা এক সাংবাদিক সম্মেলনে এ কথা বলেন কংগ্রেসের সহ-সভাপতি। তিনি অভিযোগ করেন, নোট বাতিল প্রসঙ্গে সংসদে তাঁকে বলতে দেওয়া হচ্ছে না। কারণ রাহুলের কাছে প্রধানমন্ত্রীর বিরুদ্ধে কিছু গোপন তথ্য আছে। সেই […]
দিল্লি : প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর দুর্নীতিতে জড়িত থাকা সংক্রান্ত ‘ব্যক্তিগত তথ্য’ তাঁর কাছে রয়েছে – এমন দাবি করলেন রাহুল গান্ধী। বুধবার ১৬টি বিরোধী দলের ডাকা এক সাংবাদিক সম্মেলনে এ কথা বলেন কংগ্রেসের সহ-সভাপতি। তিনি অভিযোগ করেন, নোট বাতিল প্রসঙ্গে সংসদে তাঁকে বলতে দেওয়া হচ্ছে না। কারণ রাহুলের কাছে প্রধানমন্ত্রীর বিরুদ্ধে কিছু গোপন তথ্য আছে। সেই জন্যই প্রধানমন্ত্রী খুবই ভয় পেয়ে গেছেন। সাংসদে কথা বলার অধিকার তাঁদের আছে। তাঁদের বলতে দেওয়া হোক।
রাহুল বলেন, ভারতে নোট বাতিলের ঘটনা একটা বিরাট বড়ো কেলেঙ্কারি। তিনি যদি মুখ খোলেন প্রধানমন্ত্রী পালানোর পথ পাবেন না। প্রতিটি বিরোধী দল এই ইস্যুতে আলোচনা করতে চায়। কিন্তু শাসকদল তা চায় না। তিনি বলেন, মোদীর এই সিদ্ধান্ত সব থেকে ক্ষতি করেছে দেশের গরিবদের। এর জেরে কত মানুষ মারা যাচ্ছেন। এই সবের জন্য প্রধানমন্ত্রীকেই উত্তর দিতে হবে। লোকসভায় এই সমস্ত প্রশ্নের উত্তর দিতে তিনি বাধ্য। ভারতের ইতিহাসে এমন প্রথম হল যখন সরকারপক্ষ লোকসভাকে নিয়ন্ত্রণ করছে। কাউকে কিছু বলতে সুযোগ দিচ্ছে না। রাহুল বলেন, নরেন্দ্র মোদী নানা রকম অজুহাত দেখিয়ে নিজেকে আড়াল করার চেষ্টা করছেন। তাঁর সংসদে আসা উচিত। সকলের কথা শোনা উচিত।
রাহুলের সমর্থনে কথা বলেন অন্য বিরোধী দলের একাধিক নেতা-নেত্রী। তৃণমূল নেতা সুদীপ বন্দ্যোপাধ্যায় মন্তব্য করেন, সংসদ খুবই অব্যবস্থার মধ্যে দিয়ে চলছে। গণতন্ত্র আক্রান্ত। বিরোধীদের বলতে দেওয়া হচ্ছে না। রাহুল গান্ধীকে বলতে দিতে চাইছে না শাসকদল। সিপিএম নেতা পি করুণাকরণ বলেন, এর অর্থ হল সরকার জনগণের কাছ থেকে পালানোর চেষ্টা করছে। এনসিপি নেতা তারিক আনোয়ার বলেন, এটা সরকারের ষড়যন্ত্র। এমনটা ইতিহাসে প্রথম ঘটছে।
কিন্তু আপ নেতা অরবিন্দ কেজরিবাল রাহুলের এই অভিযোগের মধ্যে কংগ্রেস-বিজেপির খেলা দেখতে পাচ্ছেন। তাঁর কথায়, এটা দুই দলের পরিকল্পনা-মাফিক একটা খেলা। তাঁর প্রশ্ন, যদি তথ্যপ্রমাণ সব থাকে তা হলে অপেক্ষা কেন করছেন রাহুল?
অন্য দিকে রাহুলের এই অভিযোগ উড়িয়ে দিয়েছেন বিজেপির একাধিক নেতা। বিজেপির তরফে স্বরাষ্ট্র বিষয়ক প্রতিমন্ত্রী কিরণ রিজিজু বলেন, এটা এ বছরের শ্রেষ্ঠ ঠাট্টা। সংসদ বিষয়ক মন্ত্রী অনন্ত কুমার বলেন, রাহুলের এই অভিযোগ ভিত্তিহীন।
After self-goal by the Congress here comes biggest joke of the year;
Rahul Gandhi says that Modi ji is very scared of his oratory skill !! https://t.co/ZHcZk0JdL7— Kiren Rijiju (@KirenRijiju) December 14, 2016
Wo kehte hain bolunga to bhukamp aa jayega.Hum kehte hain bolo,bhukamp nahi aayega, unke pairo taley zameen khisak jayegi: Prakash Javadekar pic.twitter.com/evzT3iocHD
— ANI (@ANI_news) December 14, 2016
কিন্তু এর পরেও প্রধানমন্ত্রীর উপস্থিতি সত্ত্বেও বুধবারও লোকসভা মুলতবি হয়ে যায়।
প্রসঙ্গত, এর আগেই রাহুল সংসদে বলতে না পেরে মুখ খোলেন জনপথেই। তিনি বিজেপির শক্ত ভোট ব্যাঙ্ক দাদরির সবজি বাজারকে বেছে নেন। সেখানে তিনি বলেন, নগদে যে ব্যবসায়ীরা ব্যবসা করেন, তাঁদের স্বার্থ দেখছে না সরকার। ‘ক্যাশলেস’ ব্যবস্থায় বড়ো বড়ো সংস্থাগুলিকে সুবিধা দিতে চাইছে সরকার। তা ছাড়া ব্যাঙ্ক বৃহৎ শিল্পপতিদের দেওয়া ঋণের টাকা আদায় করতে না পেরে সেই ঘাটতি পূরণ করছে সাধারণ মানুষের টাকা হাতিয়ে নিয়ে।
দেশ
করোনা টিকার শংসাপত্রে মোদীর ছবি, স্বাস্থ্যমন্ত্রকের জবাব তলব কমিশনের
গত শুক্রবার ২৬ ফেব্রুয়ারি রাজ্যে আদর্শ নির্বাচনী আচরণবিধি চালু হয়ে গিয়েছে। তার পরেও বিজেপির প্রচারক মোদীর ছবি-সহ করোনার শংসাপত্র বিলি নিয়ে আপত্তি তোলে তৃণমূল।

খবরঅনলাইন ডেস্ক: নির্বাচনী নির্ঘণ্ট প্রকাশের পরেও করোনা টিকার শংসাপত্রে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ছবি ব্যবহার করা হচ্ছে। বৃহস্পতিবার এই নিয়ে কমিশনে অভিযোগ জানিয়েছিল তৃণমূলে। আর তার পরেই এই মর্মে স্বাস্থ্যমন্ত্রকের জবাব তলব করেছে নির্বাচন কমিশন।
বিষয়টি নিয়ে কমিশনের তরফে প্রকাশ্যে কোনো মন্তব্য করা হয়নি। তবে নাম প্রকাশে অনিচ্ছুক কমিশনের এক আধিকারিক ইন্ডিয়ান এক্সপ্রেসকে বলেন, ‘‘প্রথমে সত্যটা জেনে নেওয়া প্রয়োজন। জানতে হবে, স্বাস্থ্যমন্ত্রকের নির্দেশেই প্রধানমন্ত্রীর ছবি দেওয়া শংসাপত্র বিলি করা হচ্ছিল কি না। এ ক্ষেত্রে সব পক্ষের মতামত জানা প্রয়োজন।’’
টিকার শংসাপত্রে মোদীর ছবি নিয়ে পশ্চিমবঙ্গ থেকেই যে হেতু অভিযোগ জমা পড়েছে, তাই রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক আরিজ আফতাবের কাছ থেকেও এ নিয়ে সবিস্তার রিপোর্ট চেয়ে পাঠিয়েছে কমিশন।
উল্লেখ্য, গত শুক্রবার ২৬ ফেব্রুয়ারি রাজ্যে আদর্শ নির্বাচনী আচরণবিধি চালু হয়ে গিয়েছে। তার পরেও বিজেপির প্রচারক মোদীর ছবি-সহ করোনার শংসাপত্র বিলি নিয়ে আপত্তি তোলে তৃণমূল। পাশাপাশি পেট্রোল পাম্পের বিজ্ঞাপনে মোদীর ছবি ব্যবহার নিয়েও প্রতিবাদ করেছিল তৃণমূল। এর পর পাম্পগুলিকে সেই ছবি নামিয়ে ফেলার নির্দেশ দেয় কমিশন।
খবরঅনলাইনে আরও পড়তে পারেন
অপ্রয়োজনীয় ভিড় এড়াতে ব্যবস্থা, প্ল্যাটফর্ম টিকিটের দাম তিনগুণ বাড়াল রেল
দেশ
অপ্রয়োজনীয় ভিড় এড়াতে ব্যবস্থা, প্ল্যাটফর্ম টিকিটের দাম তিনগুণ বাড়াল রেল
এর আগে, মুম্বই এবং সংলগ্ন এলাকার প্ল্যাটফর্ম টিকিটের মূল্য বাড়িয়ে একধাক্কায় ১০ থেকে ৫০ টাকা করে দিয়েছিল রেল।

খবরঅনলাইন ডেস্ক: অপ্রয়োজনীয় ভিড় এড়াতে ভাড়া বাড়ানোর পন্থা নিল রেল। এক ধাক্কায় তিনগুণ বাড়িয়ে দেওয়া হল প্ল্যাটফর্ম টিকিটের দাম।
এখন থেকে প্ল্যাটফর্ম টিকিটের দাম ১০ টাকা থেকে বাড়িয়ে ৩০ টাকা করা হয়েছে। এ ছাড়াও বাড়ানো হয়েছে স্বল্প দূরত্বের যাত্রীবাহী ট্রেনের ভাড়াও। এখন থেকে এই ট্রেনে উঠতে গেলেও ৩০ টাকার টিকিট কাটতে হবে। বিশেষ প্রয়োজন ছাড়া মানুষ যাতে ট্রেনে না ওঠেন, তার জন্য এর আগে ফেব্রুয়ারি মাসেও স্বল্পদূরত্বের যাত্রীবাহী ট্রেনের ভাড়া বাড়ানো হয়েছিল।
করোনা পরিস্থিতিতে স্টেশন চত্বর এবং ট্রেনে ভিড় রুখতেই এই ‘সাময়িক’ ব্যবস্থা নেওয়া হয়েছে বলে যদিও রেলের তরফে সাফাই দেওয়া হয়েছে। প্ল্যাটফর্ম টিকিট এবং স্বল্প দূরত্বের যাত্রীবাহী ট্রেনের টিকিটের বর্ধিত মূল্য নিয়ে শুক্রবার রেলের তরফে প্রকাশিত বিজ্ঞপ্তিতে বলা হয়, স্টেশন চত্বরে ভিড় সামাল দেওয়ার দায়িত্ব ডিভিশনাল রেলওয়ে ম্যানেজারদের (ডিআরএম)। প্ল্যাটফর্ম টিকিটের মূল্যবৃদ্ধির বিষয়টি সম্পর্কে তাঁরা অবগত।
এর আগে, মুম্বই এবং সংলগ্ন এলাকার প্ল্যাটফর্ম টিকিটের মূল্য বাড়িয়ে একধাক্কায় ১০ থেকে ৫০ টাকা করে দিয়েছিল রেল। ছত্রপতি শিবাজি মহারাজ টার্মিনাস, দাদার এবং লোকমান্য তিলক টার্মিনাসের মতো স্টেশনে তা এখনও চালু রয়েছে। এ বার গোটা দেশেই প্ল্যাটফর্ম টিকিটের দাম বাড়ল।
খবরঅনলাইনে আরও পড়তে পারেন
কর্মীদের কোভিড টিকাকরণের খরচ জোগাবে রিলায়েন্স, জানালেন নীতা অম্বানি

খবরঅনলাইন ডেস্ক: ফের উত্তপ্ত হয়ে উঠল ভারত-নেপাল সীমান্ত। নেপাল পুলিশের গুলিতে এক ভারতীয় যুবকের মৃত্যু ঘিরে চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে উত্তরপ্রদেশের পিলিভিটে। পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থলে পৌঁছেছে বিশাল পুলিশবাহিনী এবং সশস্ত্র সীমা বল (এসএসবি) জওয়ানরা। নিহতের নাম গোবিন্দ সিংহ (২৬)। এই ঘটনায় এখনও নিখোঁজ আরও ১ যুবক।
পিলভিটের পুলিশ সুপার জয়প্রকাশ জানিয়েছেন, নেপাল সীমান্ত লাগোয় উত্তরপ্রদেশের পিলভিটের হাজারা থানা এলাকার রাঘবপুরী টিলা নম্বর ৪ গ্রাম থেকে গোবিন্দ সিংহ, গুরমিত সিংহ এবং পাপ্পু সিংহ নামক তিন বন্ধু নেপালের বেলোরি বাজারে কিছু কাজের জন্য গিয়েছিলেন।
কাজ সেরে বাড়ি ফেরার সময় কোনো বিষয় নিয়ে ওই তিন জনের বচসা হয় বলে জানা গিয়েছে। তখনই নেপাল পুলিশ গুলি চালায় বলে অভিযোগ। গুলিবিদ্ধ হয়ে গুরুতর জখম হন গোবিন্দ। হাসপাতালে নিয়ে গেলে সেখানেই মৃত্যু হয় তাঁর।
গোবিন্দর দুই সঙ্গীর মধ্যে এক জন এখনও নিখোঁজ। অন্য জন কোনোক্রমে প্রাণ বাঁচিয়ে ভারতে ফিরে আসেন বলে জানিয়েছেন ওই পুলিশ আধিকারিক।
এই ঘটনার খবর ছড়িয়ে পড়তেই সীমান্তলাগোয়া গ্রামবাসীরা ক্ষিপ্ত হয়ে ওঠেন। তাঁরা সীমান্তে জড়ো হয়ে বিক্ষোভ দেখান। পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠায় ঘটনাস্থলে বিশাল পুলিশবাহিনী পৌঁছে গ্রামবাসীদের শান্ত করেন। পুলিশ জানিয়েছে, যে যুবক ফিরে এসেছেন, তাঁকে জিজ্ঞাসাবাদ করে জানার চেষ্টা চলছে সেখানে ঠিক কী হয়েছিল। কী থেকে বচসার সূত্রপাত— সব কিছু জানার চেষ্টা চলছে। পাশাপাশি, নেপাল পুলিশের সঙ্গেও যোগাযোগের চেষ্টা করা হচ্ছে বলে পুলিশ সূত্রে খবর।
তবে এই প্রথম নয়, গত বছরের জুনে ভারত-নেপাল সীমান্তলাগোয়া বিহারের সীতামঢ়ী জেলার মাহোবা গ্রামের এক কৃষকের মৃত্যু হয় নেপাল পুলিশের গুলিতে। আহত হন আরও ৩ জন। এসএসবি সূত্রে জানা গিয়েছিল, লালবন্দি-জানকীনগর পঞ্চায়েত এলাকায় আন্তর্জাতিক সীমান্তে এসে ভারতীয় কৃষকদের চাষের কাজে বাধা দেয় নেপাল পুলিশের কয়েক জন অফিসার।
এই থেকে কৃষকদের সঙ্গে বচসা শুরু হয়। এবং আচমকা গুলি চালাতে শুরু করে নেপাল পুলিশ। ঘটনাস্থলেই মৃত্যু হয় বিকাশকুমার রাই নামে এক কৃষকের। আরও এক কৃষককে তুলে নিয়ে যাওয়ার অভিযোগ ওঠে নেপাল পুলিশের বিরুদ্ধে।
খবরঅনলাইনে আরও পড়তে পারেন
দলিত যুবককে বিয়ে, আদালতের দেওয়া নিরাপত্তা সত্ত্বেও মেয়েকে খুন করল বাবা
-
রাজ্য8 hours ago
পূর্ণাঙ্গ প্রার্থী তালিকা প্রকাশ করল তৃণমূল
-
শিক্ষা ও কেরিয়ার2 days ago
কেন্দ্রের নতুন শিক্ষানীতির আওতায় মাদ্রাসায় পড়ানো হবে গীতা, রামায়ণ, বেদ-সহ অন্যান্য বিষয়
-
শিক্ষা ও কেরিয়ার2 days ago
প্রাথমিক শিক্ষক নিয়োগ মামলায় নয়া মোড়, ফের কলকাতা হাইকোর্টে রাজ্য
-
বিনোদন2 days ago
রাজনীতিতে অভিনেত্রী সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়, যোগ দিলেন তৃণমূলে