Homeখবরদেশব্যক্তিগত ঋণের সুদের হার: এই ৫টি ব্যাঙ্ক সর্বনিম্ন হারে ঋণ দিচ্ছে

ব্যক্তিগত ঋণের সুদের হার: এই ৫টি ব্যাঙ্ক সর্বনিম্ন হারে ঋণ দিচ্ছে

প্রকাশিত

আপনার প্রশ্ন, আমাদের উত্তর

পার্সোনাল লোন বা ব্যক্তিগত ঋণে সুদের হার পরিবর্তনশীল। সিবিল স্কোর, আয়, ঋণের পরিমাণ, ঋণের মেয়াদ এবং ব্যাঙ্কের ক্রেডিট নীতি অন্তর্ভুক্ত অনেক কারণের উপর ভিত্তি করে ব্যক্তিগত ঋণের সুদের হার পরিবর্তিত হতে পারে।

হঠাৎ করে টাকার দরকার হতেই পারে। সেসময় হতে পর্যাপ্ত টাকা না থাকলে অনেকেই ব্যক্তিগত ঋণের জন্য ব্যাঙ্কের দরজায় কড়া নাড়েন। বেশিরভাগের কাছেই এই ঋণ নেওয়া সাধারণ কাজ বলেই মনে হয়। কিন্তু আপনি যখন ব্যক্তিগত ঋণ নিতে যাবেন, তখন ঋণদাতাদের নেওয়া সুদের হার তুলনা করা যুক্তিসঙ্গত।

সাধারণত, বেশিরভাগ ঋণদাতারা উচ্চ ক্রেডিট স্কোর সহ ঋণগ্রহীতাদের কাছ থেকে কম হারে এবং যাঁদের কম ক্রেডিট স্কোর রয়েছে, তাঁদের কাছ থেকে অপেক্ষাকৃত বেশি হারে সুদ নেয়।

আসুন দেখে নেওয়া যাক কোন ব্যাঙ্ক কী সুদের হারে ব্যক্তিগত ঋণ দিচ্ছে।

এইচডিএফসি ব্যাঙ্ক: ১০.৭৫ শতাংশ থেকে ২৪ শতাংশ বার্ষিক সুদের হারে ঋণ দেয় এইচডিএফসি ব্যাঙ্ক। লোনের প্রসেসিং ফি হল ৪৯৯৯ টাকা প্লাস জিএসটি। ঋণের মেয়াদ ৩ থেকে ৭২ মাসের মধ্যে। ব্যাঙ্ক ৪৯ লক্ষ টাকা পর্যন্ত ঋণ দেয়।

স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া: ১১.১৫ শতাংশ থেকে শুরু হওয়া সুদের হার চার্জ করে এসবিআই ৷ এই রাষ্ট্রায়ত্ত ঋণদাতা এমন গ্রাহকদেরও ২০ লক্ষ টাকা পর্যন্ত ঋণ দেয় , যাদের এসবিআই-তে ব্যাঙ্ক অ্যাকাউন্ট নেই।

কোটাক মাহিন্দ্রা ব্যাঙ্ক: ১০.৯৯ শতাংশ থেকে শুরু হওয়া সুদের হারে ৫০ হাজার থেকে ৪৯ লক্ষের মধ্যে ব্যক্তিগত ঋণ দেয় কোটাক মাহিন্দ্রা ব্যাঙ্ক। ঋণ প্রক্রিয়াকরণ চার্জ ঋণের পরিমাণের ৩ শতাংশ এবং সঙ্গে কর প্রযোজ্য।

পঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক: কর্পোরেট কর্মীদের কাছ থেকে ক্রেডিট স্কোরের উপর ভিত্তি করে ১২.৭৫ থেকে ১৬.২৫ শতাংশ সুদ চার্জ করে পিএনবি। সরকারি কর্মচারীদের বিতরণ করা ব্যক্তিগত ঋণের সর্বনিম্ন সুদের হার ১১.৭৫ শতাংশ। প্রতিরক্ষা কর্মীদের জন্য সর্বনিম্ন হার ১১.৪০ শতাংশ।

আইসিআইসিআই ব্যাঙ্ক: ঋণের উপর বার্ষিক ১০.৬৫ থেকে ১৬ শতাংশের মধ্যে যে কোনও হারে চার্জ করে আইসিআইসিআই ব্যাঙ্ক৷ ঋণের প্রসেসিং চার্জ লোনের পরিমাণের ২.৫০ শতাংশ এবং প্রযোজ্য ট্যাক্স।

আরও পড়ুন: মাত্র সাড়ে ৪ হাজার টাকা ঋণ আদায়ে আটকে রেখে মারধর, অপমানে আত্মঘাতী দলিত যুবক

সাম্প্রতিকতম

বাংলা বললেই গ্রেফতার? ‘লুকিয়ে কেন্দ্রের নোটিফিকেশন’, রাজপথে ক্ষোভ মমতার

ভিনরাজ্যে বাঙালি হেনস্থার প্রতিবাদে মিছিল মুখ্যমন্ত্রী মমতার। অভিযোগ, বাংলা ভাষায় কথা বললেই ডিটেনশন ক্যাম্পে পাঠানোর হুমকি। ওড়িশা সরকারকে সরাসরি সতর্ক করলেন তৃণমূল নেত্রী।

এসএসসির নতুন নিয়োগ প্রক্রিয়া বহাল, হাই কোর্টে খারিজ হল সব আবেদন! রাজ্যের বড় জয় বললেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়

এসএসসির নতুন নিয়োগবিধিকে চ্যালেঞ্জ করে করা সব আবেদন খারিজ করল কলকাতা হাই কোর্ট। আদালতের পর্যবেক্ষণ, নিয়োগের বিষয়ে এসএসসি নিজেই যোগ্যতামান ঠিক করতে পারে। রাজ্যের মতে, এটি বড় জয়।

বাংলায় কথা বললেই সন্দেহ! নাগরিকত্বের প্রশ্নে কেন্দ্রকে হলফনামা দিতে বলল হাই কোর্ট

বাংলাভাষীদের সন্দেহের চোখে দেখার অভিযোগে কেন্দ্রকে তুলোধোনা। নাগরিকত্ব নির্ধারণের পদ্ধতি, আটক ও বহিষ্কারের তথ্য হলফনামায় জানানোর নির্দেশ হাই কোর্টের। শুনানি ফের ৪ অগস্ট।

খালি পেটে নয়! গ্রিন টি কখন খাবেন, জানুন বিশেষজ্ঞদের পরামর্শ

খালি পেটে গ্রিন টি খেলে হতে পারে অ্যাসিডিটি, হজমের সমস্যা, অনিদ্রা। কখন ও কীভাবে গ্রিন টি খাবেন, দিনে কতবার খাবেন—জানুন বিশদে।

আরও পড়ুন

ISS-এ ১৮ দিনের অভিযান! সফলভাবে পৃথিরীতে ফিরলেন শুভাংশু শুক্লা সহ নভশ্চরেরা

শুভাংশু শুক্লা সহ নভশ্চরেরা সফলভাবে আন্তর্জাতিক মহাকাশ স্টেশন থেকে পৃথিবীতে ফিরলেন। প্রায় ১২.২ মিলিয়ন কিমি পথ অতিক্রম করে এই অভিযান ভারতের মহাকাশ গবেষণায় এক নতুন দিগন্তের সূচনা করল।

এয়ার ইন্ডিয়া দুর্ঘটনা: ‘তুমি জ্বালানি বন্ধ করলে কেন?’ — ককপিটের রেকর্ডে চাঞ্চল্যকর তথ্য, কী বলল বিমানসংস্থা?

এয়ার ইন্ডিয়া দুর্ঘটনায় প্রকাশ্যে এল ককপিট কথোপকথন। পাইলটদের মধ্যে জ্বালানি বন্ধ নিয়ে উত্তপ্ত প্রশ্নোত্তর। তদন্ত রিপোর্টে নেই পাখির ধাক্কার প্রমাণ।

৭৫ বছর বয়সে সরে যাওয়ার পরামর্শ ভাগবতের, মোদিকে নিশানা করে কটাক্ষ কংগ্রেসের

৭৫ বছর বয়স হলে নেতাদের সরে যাওয়ার পরামর্শ মোহন ভাগবতের। আরএসএস প্রধানের এই মন্তব্য ঘিরে মোদিকে বিঁধল কংগ্রেস। এক তীর, দুটি লক্ষ্য বলে কটাক্ষ জয়রাম রমেশের।