নয়াদিল্লি: জ্বালানি তেল এবং রান্নার গ্য়াসের দামবৃদ্ধির প্রতিবাদে লোকসভায় ওয়াকআউট করলেন বিরোধী দলের সাংসদেরা। মঙ্গলবার জানা যায়, প্রতি লিটার পেট্রোল, ডিজেলে অন্তত ৮০ পয়সা রান্নার গ্যাসের সিলিন্ডারে দাম বাড়ছে ৫০ টাকা করে। এর পর কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে প্রতিবাদে সরব হন বিরোধীরা।
এ দিন লোকসভায় প্রশ্নোত্তর পর্বের পরে বিষয়টি উত্থাপন করে, কংগ্রেস নেতা অধীররঞ্জন চৌধুরী বলেন, বিরোধী দলগুলি অনেক দিন ধরেই দাবি করে আসছে, পাঁচ রাজ্যের বিধানসভা নির্বাচন প্রক্রিয়ার পরেই ডিজেল এবং পেট্রোলের দাম বাড়বে। সেটাই করল কেন্দ্র।
লোকসভার প্রশ্নোত্তর পর্ব শুরু হওয়ার পরই বিষয়টি উত্থাপনের চেষ্টা করেছিলেন বিরোধীরা। কিন্তু স্পিকার ওম বিড়লা তা প্রত্যাখান করেন। এর পর নিজেদের আসন থেকে জ্বালানির দাম বৃদ্ধির বিরুদ্ধে স্লোগান তুলে বাড়তি দাম প্রত্যাহারের দাবি জানান কংগ্রেস, তৃণমূল, এনসিপি, ডিএমকে এবং বাম দলগুলির সাংসদরা।
মঙ্গলবার সকাল ৬টা থেকে প্রতি লিটারে ৮৪ পয়সা করে বেড়েছে পেট্রোল, ডিজেলের দাম। একটানা ১৩৭ দিন একই জায়গায় স্থির থাকার পর ফের উপরের দিকে উঠতে শুরু করল খুচরো জ্বালানির দাম। অন্য দিকে, বেড়েছে এলপিজি সিলিন্ডারের দাম। সংশোধিত দাম অনুযায়ী, সিলিন্ডার প্রতি রান্নার গ্যাসের দাম ৫০টাকা বেড়ে দাঁড়াল ৯৭৬ টাকা।
এর আগেই রবিবার (২০ মার্চ) শিল্পক্ষেত্রে ডিজেলের দাম এক ধাক্কায় লিটারে ২৫ টাকা বৃদ্ধি পেয়েছিল। কিন্তু খুচরো বাজারে পেট্রোল, ডিজেলের দাম অপরিবর্তিত ছিল। মঙ্গলবার সকাল ৬টা থেকে পেট্রোলের দাম ৮৪ পয়সা বেড়ে দাঁড়াল লিটার প্রতি ১০৫.৫১ টাকা।
আরও পড়তে পারেন:
অগ্নিগর্ভ রামপুরহাট! উপপ্রধানের মৃত্যুর পর একাধিক বাড়িতে আগুন, ১০ জনের দেহ উদ্ধার
দৈনিক সংক্রমণে লাগাম, কোনো রাজ্যেই আর পাঁচশোর বেশি নয়
১৩৭ দিন পর বাড়ল পেট্রোলের দাম, হাজারের কাছে রান্নার গ্যাস
১৩২ জন আরোহী নিয়ে বোয়িং বিমান ভেঙে পড়ল চিনে, কারও বেঁচে থাকার সম্ভাবনা নেই
‘আমি অন্য মেটিরিয়াল’, ইডি দফতর থেকে বেরিয়ে মন্তব্য অভিষেক বন্দ্যোপাধ্যায়ের