পেট্রোল ১.৪২, ডিজেল ২.০১ টাকা কমল

0

ফের কমল পেট্রোল, ডিজেলের দাম। পেট্রোলের দাম কমল লিটারে ১.৪২ টাকা আর ডিজেলের দান কমল লিটারে ২.০১ টাকা। রবিবার মধ্য রাত থেকে এই নতুন দাম কার্যকর হয়েছে।

এই নিয়ে এক মাসে তিন বার পেট্রোল, ডিজেলের দাম কমল। মাসের একেবারে প্রথম দিনে পেট্রোল ও ডিজেলের দাম কমেছিল লিটারে যথাক্রমে ৮৯ পয়সা ও ৪৯ পয়সা। তার পর ১৫ জুলাই দাম সংশোধন করা হয়। আবার দাম কমে পেট্রোল ও ডিজেলের। পেট্রলের দাম কমে লিটারে ২.২৫ টাকা। ডিজেলের ৪২ পয়সা।

এর পর ৩১ জুলাই ফের দাম সংশোধন করা হল। পেট্রলের দাম কমে লিটারে ২.২৫ টাকা। ডিজেলের ৪২ পয়সা। আসলে এই মাস ৩১ দিনের বলেই তিন বার দাম ঘোষণা করা হল। কারণ ১৫ দিন অন্তর পেট্রোল, ডিজেলের দাম পুনর্বিবেচনা করা হয়।

তিন বারে পেট্রোলের দাম কমল লিটারে ৩.৫৬ টাকা, আর ডিজেলে কমল ২.৯২ টাকা।      

 

dailyhunt

খবরের সব আপডেট পড়ুন খবর অনলাইনে। লাইক করুন আমাদের ফেসবুক পেজ। সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল

বিজ্ঞাপন