ওয়েবডেস্ক: লক্ষাধিক কৃষকের সংসদ অভিযান কর্মসূচিতে উত্তার দেশের রাজধানী। অন্ধ্রপ্রদেশ, তেলঙ্গনা, গুজরাত, মধ্যপ্রদেশ, মহারাষ্ট্র, তামিলনাড়ু, উত্তরপ্রদেশের সঙ্গে পশ্চিমবঙ্গ থেকেও সংসদ অভিযানে অংশ নিয়েছেন কয়েক হাজার কৃষক। তাঁদের কণ্ঠেই উঠে এসেছে ‘সাদা হাতির কালা মাহুত’ জানা-চেনার গান। দেশের বিভিন্ন প্রান্ত থেকে অবহেলিত কৃষকের জমায়েত কী ২০১৯ লোকসভা নির্বাচনে অন্য মাত্রা যোগ করতে চলেছে। সে প্রশ্নের উত্তর খোঁজার আগে দেখে নিন কৃষক পদযাত্রার কয়েকটা ঝলক।
আরও পড়ুন:
বাংলা-সহ আট রাজ্যের লক্ষাধিক কৃষকের প্রতিবাদের অনুরণন সংসদে!
যন্তরমন্তরে আটকে দেওয়া হল আন্দোলনকারী কৃষকদের!
খবরের সব আপডেট পড়ুন খবর অনলাইনে। লাইক করুন আমাদের ফেসবুক পেজ। সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল।