স্বঘোষিত ‘গোরক্ষক’দের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আবেদন জানিয়ে শীর্ষ আদালতে একটি জনস্বার্থ মামলা দায়ের হল। মামলায় অভিযোগ করা হয়েছে, এই ‘গোরক্ষক’রা হিংসা ছড়াচ্ছে। হামলা চালাচ্ছে দলিত এবং সংখ্যালঘুদের বিরুদ্ধে। রাজ্য ও কেন্দ্র এদের ‘দাপাদাপি’ রুখতে যাতে ব্যবস্থা নেয় তার নির্দেশ দিক সুপ্রিম কোর্ট। মূলত এই আবেদন জানিয়েই মামলাটি করা হয়েছে।
জনস্বার্থ মামলাটি করেছেন কংগ্রেসকর্মী তেহসিম এস পুনাওয়ালা। তিনি বলেন, পরিস্থিতি এমন জায়গায় পৌঁছে গিয়েছে যে বাধ্য হয়ে প্রধানমন্ত্রী স্বীকার করছেন এই গোরক্ষকরা ‘সমাজকে ধংস’ করছে।
অন্য দিকে স্বঘোষিত ‘গোরক্ষক’-দের নিয়ে প্রধানমন্ত্রীর মন্তব্যের বিরুদ্ধে তীব্র ক্ষোভ প্রকাশ করেছে বিশ্ব হিন্দু পরিষদ (ভিএইচপি)। সংগঠনের নেতা প্রবীণ তোগাড়িয়া বলেন, “যাঁরা তাঁকে ভোট দিয়ে ক্ষমতায় এনেছেন, তাঁদেরই ‘অপমান’ করছেন মোদী।”
খবরের সব আপডেট পড়ুন খবর অনলাইনে। লাইক করুন আমাদের ফেসবুক পেজ। সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল।