প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী রবিবার রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ (RSS)-কে ‘ভারতীয় সংস্কৃতির আধুনিক অক্ষয়বট’ হিসেবে অভিহিত করেছেন। RSS-এর প্রতিষ্ঠাতা কেশব বালিরাম হেডগেওয়ার এবং মাধব সদাশিবরাও গোলওয়ালকরের আদর্শকে সম্মান জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, “বিকশিত ভারত গঠনের জন্য আমরা তাঁদের নির্দেশনা মেনে চলব। আমাদের পূর্বপুরুষদের আত্মত্যাগ বৃথা যেতে দেব না।”
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী রবিবার মাধব নেত্রালয় প্রিমিয়াম সেন্টারের শিলান্যাস অনুষ্ঠানে বক্তব্য রাখছিলেন। এই আই হাসপাতালটি RSS-এর প্রাক্তন প্রধান গোলওয়ালকরের প্রতি উৎসর্গ করা হয়েছে।
তিনি বলেন, “অযোধ্যায় আমি বলেছিলাম, আমরা এমন এক ভারতের ভিত্তিপ্রস্তর স্থাপন করছি যা আগামী এক হাজার বছর শক্তিশালী থাকবে। হেডগেওয়ার ও গুরুজি (গোলওয়ালকর) এর নির্দেশে আমরা বিকশিত ভারত গঠনের লক্ষ্যে এগিয়ে যাব।”
RSS-এর ঐতিহ্য এবং সমাজসেবা!
প্রধানমন্ত্রী মোদী আরও বলেন, “RSS কোনও সাধারণ সংগঠন নয়, এটি জাতীয় চেতনার এক শক্তি। শতবর্ষ আগে বপন করা বীজ আজ এক বিশাল বটবৃক্ষে পরিণত হয়েছে, যার শাখা প্রশাখায় লক্ষাধিক স্বয়ংসেবক।”
RSS-এর সমাজসেবামূলক কাজের প্রশংসা করে প্রধানমন্ত্রী বলেন, বনবাসী কল্যাণ আশ্রম, একল বিদ্যালয় এবং সেবা ভারতীর মতো প্রকল্পগুলির মাধ্যমে সংঘ জনসেবায় গুরুত্বপূর্ণ অবদান রাখছে। প্রাকৃতিক দুর্যোগের সময়েও RSS কর্মীরা ত্রাণকার্যে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন।
জাতীয় সংস্কৃতি এবং মনোবল
প্রধানমন্ত্রী বলেন, “ভারতের সাংস্কৃতিক চেতনা শতাব্দীর পর শতাব্দী ধরে অটুট থেকেছে। RSS সেই চেতনাকে বাঁচিয়ে রাখতে নিরন্তর কাজ করছে।” তিনি ভারতের সাংস্কৃতিক ঐতিহ্যকে অক্ষুণ্ণ রাখার জন্য সন্ত তুকারাম, সন্ত জ্ঞানেশ্বর এবং স্বামী বিবেকানন্দের অবদানকেও স্মরণ করেন।
RSS-এর ভূমিকা নিয়ে মোদী বলেন, “সংঘের মূল ভাবনা হল সমাজের উন্নতি এবং জাতীয় চেতনাকে অটুট রাখা। আমরা যদি আগামী ২৫ বছরে বড় লক্ষ্য পূরণ করতে পারি, তবে আমরা এক শক্তিশালী ভারতের ভিত্তিপ্রস্তর স্থাপন করব।”