Homeখবরদেশ'সংবিধানের প্রতি ভালবাসা... অধিকার নেই', জরুরি অবস্থার ৫০তম বর্ষপূর্তিতে কংগ্রেসকে কটাক্ষ মোদীর

‘সংবিধানের প্রতি ভালবাসা… অধিকার নেই’, জরুরি অবস্থার ৫০তম বর্ষপূর্তিতে কংগ্রেসকে কটাক্ষ মোদীর

প্রকাশিত

নয়াদিল্লি: মঙ্গলবার, ভারতের জরুরি অবস্থার ৫০ তম বর্ষপূর্তিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কংগ্রেসকে তীব্র কটাক্ষ করেছেন। অষ্টাদশ লোকসভার দ্বিতীয় দিনের অধিবেশন শুরুর আগে মোদী নিজের এক্স (সাবেক টুইটার) হ্যান্ডলে একাধিক টুইট করে এই দিনটির স্মৃতি স্মরণ করিয়ে দেন। মোদী লিখেছেন, “যারা জরুরি অবস্থা জারি করেছিল, তাদের সংবিধানের প্রতি ভালবাসা দেখানোর কোনও অধিকার নেই।”

সোমবার সংসদের প্রথম দিনেই বিরোধী জোট ‘ইন্ডিয়া’র সাংসদরা হাতে সংবিধান নিয়ে সংসদ চত্বরে বিক্ষোভ দেখান। মোদী যখন সংসদের ভিতর শপথ বাক্য পাঠ করতে ওঠেন, তখন রাহুল গান্ধী বেঞ্চে বসে মোদীর উদ্দেশে সংবিধান প্রদর্শন করেন। পরে সংসদ থেকে বেরিয়ে রাহুল গান্ধী বলেন, “মোদী এবং বিজেপি সংবিধানকেই শেষ করতে চান। আমাদের সেই সংবিধানকে রক্ষা করার লড়াই করতে হচ্ছে।” মনে করা হচ্ছে, মঙ্গলবার সেই সংবিধানকে হাতিয়ার করেই কংগ্রেসের বিরুদ্ধে পাল্টা আক্রমণ শানালেন মোদী।

১৯৭৫ সালের ২৫ জুন, তৎকালীন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর আমলে জরুরি অবস্থা জারি করা হয়। সাময়িকভাবে সমস্ত নাগরিক অধিকার স্থগিত করা হয় এবং বিরোধী নেতাদের গ্রেফতার করে জেলে পাঠানো হয়। সংবাদমাধ্যমের উপরেও কঠোর নজরদারি আরোপ করা হয়। এই পরিস্থিতি চলেছিল টানা ২১ মাস, ১৯৭৭ সাল পর্যন্ত। ১৯৭৭ সালের লোকসভা নির্বাচনে ইন্দিরা গান্ধীর নেতৃত্বাধীন কংগ্রেস পরাজিত হয়।

মোদী তার টুইটে লেখেন, “জরুরি অবস্থার কালো দিন আমাদের মনে করিয়ে দেয় যে, কীভাবে কংগ্রেস মৌলিক স্বাধীনতা কেড়ে নিয়েছিল এবং ভারতের সংবিধানকে পদদলিত করেছিল।” তিনি আরও দাবি করেন, ক্ষমতায় টিকে থাকতে কংগ্রেস সরকার সেই সময় সমস্ত গণতান্ত্রিক মূল্যবোধকে অস্বীকার করেছিল।

এই প্রেক্ষিতে প্রধানমন্ত্রীর কটাক্ষে কংগ্রেস কীভাবে প্রতিক্রিয়া জানায়, তা দেখার অপেক্ষায় রয়েছে রাজনৈতিক মহল। বিরোধীরা অভিযোগ করেছেন, মোদী সরকারও সংবিধানকে অবমাননা করছে এবং দেশের গণতান্ত্রিক মূল্যবোধকে আঘাত করছে। তবে মোদীর এই মন্তব্যে শাসকদলও কংগ্রেসের বিরুদ্ধে সুর চড়াতে সক্ষম হয়েছে বলে রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন।

সোমবারের বিক্ষোভ এবং মঙ্গলবারের প্রতিক্রিয়া স্পষ্টভাবে দেখাচ্ছে, জরুরি অবস্থার স্মৃতি এখনও ভারতের রাজনীতিতে জীবন্ত এবং এই বিষয়টি নিয়ে আলোচনা এখনও রাজনৈতিক অঙ্গনে উষ্ণতা বাড়ায়।

সাম্প্রতিকতম

মহিলা টি২০ বিশ্বকাপ: সেমিফাইনালে যাওয়া হল না, প্রতিযোগিতা থেকে বিদায় ভারতের

দুবাই: রবিবার গ্রুপ ‘এ’-র ম্যাচে অস্ট্রেলিয়ার কাছে হেরে যাওয়ার পরেও এবারের মহিলা টি২০ বিশ্বকাপে...

মানববন্ধনেই হবে ‘দ্রোহের কার্নিভাল’, সরকারি কর্মসূচি ভেস্তে দেবেন না, জানালেন জুনিয়র ডাক্তাররা

কলকাতার রানি রাসমণি রোডে মঙ্গলবার 'দ্রোহের কার্নিভাল' করার ঘোষণা দিয়েছেন আন্দোলনকারী জুনিয়র চিকিৎসকেরা। কলকাতা পুলিশ অনুমতি না দিলেও, তাঁরা ধর্মতলা থেকে মানববন্ধন করবেন বলে জানিয়েছেন।

Google Meet-এ মিলবে ট্রান্সক্রিপশন ও রেকর্ডিংয়ের সুবিধা

ভার্চুয়াল বৈঠকের জন্য গুরুত্বপূর্ণ মাধ্যম হল ‘গুগল মিট’ (Google Meet)। সেই জনপ্রিয় ভার্চুয়াল মিটিং...

চিকিৎসক সংগঠনগুলির ডাকা ‘দ্রোহের কার্নিভাল’-এ যোগ দিচ্ছে এপিডিআর

কলকাতা: জয়েন্ট প্ল্যাটফর্ম অফ ডক্টরসের উদ্যোগে আগামীকাল, মঙ্গলবার অনুষ্ঠিত হতে যাওয়া 'দ্রোহের কার্নিভাল'-এ সাংগঠনিক...

আরও পড়ুন

সাইন ল্যাঙ্গুয়েজে অ্যাপ বানিয়ে অনেকের মুখে ভাষা জোগাচ্ছেন রূপমণি ছেত্রী

শৈশব থেকেই মূক ও বধির হওয়ায় একাকিত্বকে তীব্র ভাবে অনুভব করেছেন দার্জিলিংয়ের বাসিন্দা রূপমণি...

উৎসবের মরশুমে শেষ মুহূর্তের ট্রেন টিকিট বুকিং, IRCTC-র কারেন্ট বুকিং সুবিধা কী ভাবে পাবেন

উৎসবের মরশুম চলছে। অনেকেই বাড়ি ফিরে প্রিয়জনদের সঙ্গে আনন্দ ভাগাভাগি করতে চাইছেন। কেউ আবার...

মহারাষ্ট্রের গড়চিরোলির আদিবাসী মহিলাদের কাছে সাক্ষাৎ দুর্গা ডা. রানি

মহারাষ্ট্রের জঙ্গলে ঘেরা জনপদ গড়চিরোলি। আদিবাসী অধ্যুষিত গড়চিরোলির গ্রামে ঋতুমতী মেয়েদের ঋতুস্রাব চলার সময়...
রতন টাটার সেরা উক্তি যা আপনাকে অনুপ্রাণিত করবে ইন্টারভিউয়ে কীরকম শরীরী ভঙ্গিমা থাকা উচিত