নয়াদিল্লি: সোমবার লোকসভায় বক্তৃতা করার সময় বিরোধী দলনেতা রাহুল গান্ধী বললেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর “মেক ইন ইন্ডিয়া” প্রকল্প ধারণাগত ভাবে ভালো ছিল, কিন্তু তা ব্যর্থ হয়েছে।
এ দিন লোকসভায় তিনি বলেন, “প্রধানমন্ত্রী ‘মেক ইন ইন্ডিয়া’ প্রকল্পের প্রস্তাব দিয়েছিলেন। আমি মনে করি এটি ভালো ধারণা ছিল। আমরা এই প্রকল্পের উদ্বোধনী অনুষ্ঠান এবং তথাকথিত বিনিয়োগও দেখেছিলাম। কিন্তু ফলাফল আমাদের সামনে স্পষ্ট।”
রাহুল গান্ধী জানান, “২০১৪ সালে জিডিপির ১৫.৩ শতাংশ ছিল উৎপাদন খাতের অংশ, যা এখন কমে দাঁড়িয়েছে ১২.৬ শতাংশে। গত ৬০ বছরে এটি উৎপাদন খাতের সর্বনিম্ন অংশীদারিত্ব।”
তিনি আরও বলেন, “আমি প্রধানমন্ত্রীকে দোষ দিচ্ছি না। এটা বলা ঠিক হবে না যে তিনি চেষ্টা করেননি। আমি বলব, প্রধানমন্ত্রী চেষ্টা করেছিলেন এবং ধারণাগতভাবে ‘মেক ইন ইন্ডিয়া’ ভালো উদ্যোগ ছিল, কিন্তু এটা স্পষ্ট যে তিনি ব্যর্থ হয়েছেন।”
পৃথিবীর নানা দেশে ক্রমবর্ধমান বদল হচ্ছে। অথচ সেই পরিবর্তনের সঙ্গে সাজুয্য রাখতে পারছে না ভারত। এমনও অভিযোগ করেন রাহুল। তাঁর কথায়, ‘দুনিয়ায় সবকিছু বদলে যাচ্ছে। এর আগে আমাদের দেশে কম্পিউটার বিপ্লব হয়েছিল। আজ তার ফলাফল দেখা যাচ্ছে। সেই সময় কম্পিউটার দেখে মানুষ হাসত। আমি বাজপেয়ীজিকে সম্মান করি। কিন্তু তিনিও এর বিরুদ্ধে কথা বলেছিলেন। ইউক্রেনে যুদ্ধ চলছে। বৈদ্যুতিক মোটর এবং ইঞ্জিন তৈরি করা হচ্ছে। আজ মানুষ এআই নিয়ে কথা বলছে। এআই ডেটাতে কাজ করে। প্রশ্ন হল এআই কোন ডেটা ব্যবহার করছে? ভারতের কাছে এই নিয়ে কোনও তথ্য নেই।’