Rahul Gandhi and Narendra Modi
ফাইল ছবি

নয়াদিল্লি: ৪৯-এ পা দিলেন কংগ্রেস সভাপতি রাহুল গান্ধী। তাঁকে জন্মদিনের শুভেচ্ছাবার্তা পাঠালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

বুধবার সকালে মোদী টুইট করে রাহুলের উদ্দেশে বার্তা দিয়ে বলেন, “রাহুল গান্ধীর জন্মদিনে তাঁকে অনেক শুভেচ্ছা। তাঁর সুস্থ জীবন ও দীর্ঘায়ু কামনা করি।” পাশাপাশি এ দিন সকাল থেকেই শুভানুধ্যায়ীদের শুভেচ্ছা রাহুল গান্ধীকে ঘিরে। কংগ্রেস নেতা, কর্মী, সমর্থকরা তাঁকে জন্মদিনের শুভেচ্ছাবার্তা পাঠাচ্ছেন।

যদিও সময়টা বিশেষ ভালো যাচ্ছে না রাহুলের। লোকসভা নির্বাচনে দলের ভরাডুবি তো হয়েছেই, সেই সঙ্গে নিজের জায়গা অমেঠিও হারাতে হয়েছে তাঁকে। কেরলের ওয়েনাড়ে জিতে সাংসদ থাকলেও অমেঠিতে জিতলে সেটা যে আরও বড়ো ব্যাপার হত, সেটা রাহুলও জানেন। আর এই ভরাডুবিকে কেন্দ্র করেই এখনও কংগ্রেস সভাপতির পদ ছেড়ে দেওয়ার ব্যাপারে অনড় রাহুল। যদিও দল সেটা কোনো ভাবেই মানতে চাইছে না।

আরও পড়ুন হিমালয়ের কোলে বিলাসবহুল বিয়ের আয়োজন! সরব পরিবেশ ও পাহাড়প্রেমীরা

কংগ্রেসের আশা এই জন্মদিনকে ঘিরেই এ বার ঘুরে দাঁড়াবেন রাহুল। ভাগ্য ফিরবে কংগ্রেসের।

একটি উত্তর ত্যাগ

Please enter your comment!
Please enter your name here