দেশ
‘কংগ্রেসকে শক্তিশালী করতে আহমেদ পাটেলের ভূমিকা অনস্বীকার্য’, শোক প্রকাশ করলেন নরেন্দ্র মোদী
বুধবার ভোররাতে প্রয়াত হন আহমেদ পটেল। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭১ বছর।

খবরঅনলাইন ডেস্ক: প্রবীণ কংগ্রেস নেতা আহমেদ পটেলের মৃত্যুতে রাজনৈতিক জগতে শোকের ছায়া নেমে এসেছে। দলমত নির্বিশেষে পটেলের প্রতি শ্রদ্ধা জানাচ্ছেন রাজনৈতিক ব্যক্তিত্বরা। বুধবার সকালে আহমেদ পটেলের মৃত্যুর খবর পেয়ে তাঁর প্রতি শ্রদ্ধা জানান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও।
একটি টুইটে প্রধানমন্ত্রী বলেছেন যে কংগ্রেস দলকে শক্তিশালী করার ক্ষেত্রে আহমেদ পটেলের ভূমিকা সর্বদা স্মরণীয় হয়ে থাকবে।
বুধবার সকালে একটি টুইটে প্রধানমন্ত্রী লিখেছেন, “আহমেদ পটেলের মৃত্যুতে আমি দুঃখিত। বহু বছর তিনি মানুষের সেবা, সমাজের সেবা করে কাটিয়েছেন। কংগ্রেস দলকে শক্তিশালী করার ক্ষেত্রে ক্ষুরধার বুদ্ধি ক্ষমতার জন্য সুপরিচিত এই নেতার ভূমিকা সর্বদা স্মরণীয় হয়ে থাকবে। আমি ওঁর ছেলে ফয়জলের সঙ্গে কথা বলেছি এবং তাঁর কাছে শোক প্রকাশ করেছি। আহমদ ভাইয়ের আত্মা শান্তি পাক।”
এ দিকে, রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ শোক প্রকাশ করে টুইট করেছেন। তিনি বলেন, “প্রবীণ কংগ্রেস নেতা আহমেদ পটেল আর নেই জেনে মন খুব খারাপ লাগছে। এক জন বিচক্ষণ সংসদ সদস্য আহমেদ পটেলের মধ্যে ছিল এক জন কৌশলবিদের দক্ষতা এবং এক জননেতার মনোভাব। তাঁর স্নেহশীলতা তাঁকে বিভিন্ন রাজনৈতিক দলে অনেক বন্ধু এনে দিয়েছে। তাঁর পরিবার ও বন্ধুদের প্রতি আমার সমবেদনা রইল।”
আহমেদ পটেলের মৃত্যুর খবর পেয়ে এ দিন সকালেই তাঁর প্রতি শ্রদ্ধা জানান কংগ্রেসের অন্তর্বর্তীকালীন সভানেত্রী সনিয়া গান্ধী। শোকবার্তায় সনিয়া বলেন তিনি একজন বিশ্বস্ত কমরেডকে হারিয়েছেন। দীর্ঘ রাজনৈতিক জীবনে সনিয়ার ঘনিষ্ঠ রাজনৈতিক পরামর্শদাতা হয়ে উঠেছেন পটেল।
এ ছাড়াও, পটেলের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন অশোক গহলৌত, জয়রাম রমেশ, পি চিদাম্বরম, অখিলেশ যাদব প্রমুখ।
খবরঅনলাইনে আরও পড়তে পারেন
দৈনিক সুস্থতা কমায় বেড়ে গেল সক্রিয় রোগীর সংখ্যা, তবে সংক্রমণের হার আরও নামল দেশে
দেশ
এ বার সিকিমে সংঘর্ষে জড়াল ভারত আর চিনের সেনা, আহত বেশ কয়েকজন
ঘটনার পর বর্তমানে এলাকার পরিস্থিতি থমথমে

খবরঅনলাইন ডেস্ক: গলওয়ানে ভারত এবং চিনা সেনার সংঘর্ষের রেশ কাটেনি এখনও। এর মধ্যেই এ বার সিকিম সীমান্তে সংঘর্ষে জড়িয়ে পড়ল দুই দেশের বাহিনীর জওয়ানরা। এই সংঘর্ষে দুই পক্ষেরই বেশ কয়েকজন জওয়ান জখম হয়েছেন বলে খবর।
গত সপ্তাহে এই ঘটনাটি ঘটেছে উত্তর সিকিম সীমান্তের নাকু লা (Naku La)-এ। সেনা সূত্রে জানা গিয়েছে গলওয়ানের কায়দাতেই সীমান্ত দিয়ে ভারতে ঢোকার চেষ্টা চালিয়েছিল চিনা সেনা। খারাপ আবহাওয়ার সুযোগে ভারতে ঢোকার চেষ্টা করেছিল তারা।
কিন্তু ভারতীয় বাহিনী প্রবল বাধা দিলে দু’পক্ষের মধ্যে মারপিট বেধে যায়। অন্তত কুড়ি জন চিন সেনা আহত হন বলে জানা গিয়েছে। ভারতীয় বাহিনীর বাধায় তারা পিছু হঠতে বাধ্য হন। ঘটনায় ভারতের চার জন জওয়ান আহত হয়েছেন।
ঘটনার পর বর্তমানে এলাকার পরিস্থিতি থমথমে। লাদাখে ভারত আর চিনের বাহিনীর মধ্যে সাম্প্রতিককালে বেশ কয়েকবার সংঘর্ষে ঘটনা ঘটলেও তুলনামূলক ভাবে শান্ত ছিল সিকিম। এখন সেখানেই এই ধরনের ঘটনা ঘটে যাওয়ায় ভারত-চিন সম্পর্ক যে অন্য মাত্রা নিল তা বলাই বাহুল্য।
খবরঅনলাইনে আরও পড়তে পারেন
নারকেলডাঙার ছাগলপট্টিতে আগুন, হতাহতের খবর নেই
দেশ
কৃষক আন্দোলনে যোগ দেওয়া কংগ্রেস সাংসদ আক্রান্ত সিংঘুতে, পাগড়ি খুলে মারধরের অভিযোগ
নিজের ফেসবুক অ্যাকাউন্টে গোটা ঘটনার বিবরণ দিয়েছেন এই সাংসদ।

খবরঅনলাইন ডেস্ক: সম্প্রতি সিংঘুতে এক মুখোশধারী ব্যক্তির ধরা পড়া নিয়ে চাঞ্চল্য ছড়িয়েছে। ওই ব্যক্তির দাবি ছিল চার কৃষক নেতাকে খুন করতে সিংঘুতে গিয়েছিল সে। যদিও দিল্লি পুলিশ দাবি করে কৃষক নেতাদের চাপে পরে না কি এই সব বলেছিল ওই ব্যক্তি।
তবে এই ঘটনার রেশ থাকার মধ্যেই খবর এল যে আন্দোলনে যোগ দেওয়া কংগ্রেসের এক সাংসদ আক্রান্ত হয়েছেন। পাগড়ি খুলে নিয়ে তাঁকে মারধর করা হয়েছে বলে অভিযোগ। দুষ্কৃতীরা তাঁকে খুন করে ফেলতে চেয়েছিল বলেও দাবি করেছেন ওই নেতা। তাঁর গাড়িতে ব্যাপক ভাঙচুর চালানো হয় বলে জানা গিয়েছে।
রবিবার সিংঘু সীমানায় গুরু তেগবাহাদুরজি মেমোরিয়ালে ‘জন সংসদ’ সভায় যোগ দিতে যান লুধিয়ানার সাংসদ রবনীত সিংহ বিট্টু (Ravneet Singh Bittu)। সেখানেই তাঁর উপর হামলা হয় বলে অভিযোগ।
নিজের ফেসবুক অ্যাকাউন্টে একটি পোস্ট করে রবনীত জানিয়েছেন, অমৃতসরের কংগ্রেস সাংসদ গুরজিত সিংহ আউজলা এবং দলের বিধায়ক কুলবীর সিংহ জিরার সঙ্গে ওই অনুষ্ঠানে যোগ দেন তিনি। সেখানে তাঁর ওপর চড়াও হয় একদল দুষ্কৃতী। প্রথমে টেনে তাঁর পাগড়ি খুলে নেওয়া হয়। তার পর বেধড়ক মারধর শুরু হয়।
সেই সময় দলের লোকজন রবনীতকে নিরাপদে গাড়িতে তুলে দেওয়ার চেষ্টা করেন, যাতে বেরিয়ে যেতে পারেন তিনি। কিন্তু তিনি গাড়িতে উঠলে লাঠিসোটা নিয়ে তাঁর এসইউভি-র উপর চড়াও হয় দুষ্কৃতীরা। সামনে-পিছনে গাড়ির সব কাচ ভেঙে দেওয়া হয়।
রবনীতের উপর পরিকল্পনামাফিক হামলা চালানো হয়েছে বলে দাবি করেছেন গুরজিত এবং কুলবীরও। তবে কে বা কারা হামলা চালিয়েছে, তা এখনও স্পষ্ট নয়। উল্লেখ্য, রবনীত পঞ্জাবের প্রাক্তন মুখ্যমন্ত্রী বিয়ন্ত সিংহের নাতি। ১৯৯৫ সালে খুন হন বিয়ন্ত।
খবরঅনলাইনে আরও পড়তে পারেন
কৃষকদের উসকে দেওয়ার ষড়যন্ত্র করছে পাকিস্তান, দাবি দিল্লি পুলিশের
দেশ
দেশের বিভিন্ন প্রান্তে থেকেই দেওয়া যাবে ভোট, ‘রিমোট ভোটিং’-এর পরিকল্পনা নির্বাচন কমিশনের
পড়াশোনা, চিকিৎসা অথবা কর্মসূত্রে বাইরে থাকার ফলে প্রতি নির্বাচনেই হাজার হাজার মানুষ ভোটদান থেকে বিরত থাকতে বাধ্য হন।

খবরঅনলাইন ডেস্ক: দেশের যে কোনো প্রান্তেই থাকুন না কেন, ভবিষ্যতে ভোটের দিন নিজের কেন্দ্রে ছুটে আসতে হবে না। এই মর্মে, ‘রিমোট ভোটিং’-এর বন্দোবস্ত করছে নির্বাচন কমিশন (Election Commission)। দ্রুত এর মহড়া শুরু হবে। উন্নত প্রযুক্তিকে কাজে লাগিয়ে এই ব্যবস্থা হবে।
রবিবার এই ‘রিমোট ভোটিং’ (Remote Voting) পরিকল্পনার কথা জানান মুখ্য নির্বাচন কমিশনার সুনীল অরোরা। নির্বাচন কমিশনের প্রতিষ্ঠা দিবস ২৫ জানুয়ারি, সেই উপলক্ষ্যে প্রতি বছর এই দিনটি জাতীয় ভোটার দিবস হিসাবে পালন করা হয়। সেই উপলক্ষ্যেই এই প্রকল্পের কথা ঘোষণা করেন অরোরা।
তিনি বলেন, “রিমোট ভোটিংয়ের বিষয়টি গবেষণার পর্যায়ে রয়েছে। আইআইটি মাদ্রাজ এবং আরও বেশ কিছু সংগঠন তাতে যুক্ত রয়েছে। অত্যাধুনিক প্রযুক্তির সাহায্যে কাজ ভালোই এগোচ্ছে। খুব শীঘ্র এর মহড়াও শুরু হবে।”
পড়াশোনা, চিকিৎসা অথবা কর্মসূত্রে বাইরে থাকার ফলে প্রতি নির্বাচনেই হাজার হাজার মানুষ ভোটদান থেকে বিরত থাকতে বাধ্য হন। যে কেন্দ্রে নাম নথিভুক্ত রয়েছে, সেখানকার নির্দিষ্ট বুথে গিয়েই যে হেতু ভোট দেওয়া নিয়ম, তাই বিভিন্ন অসুবিধার জন্য ভোট দিতে আসা হয় না।
সেই কারণেই এমন উদ্যোগ কমিশনের। এই উদ্যোগ সফল হলে দেশের যে কোনো প্রান্তে বসে যে কোনো অঞ্চলের ভোটার ভোট দিতে পারবেন।
উল্লেখ্য, কোভিড পরিস্থিতিতেই সম্প্রতি বিহারে নির্বাচন করিয়েছে কমিশন। তাতে ভালোই সাড়া মিলেছে। সমস্ত রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলের মানুষদের একই ভাবে নির্ভয়ে কারও দ্বারা প্রভাবিত না হয়ে ভোট দিতে আসার আর্জি জানিয়েছেন অরোরা।
২০১৮ সালে সি-ভিজিল অ্যাপ চালু করেছিল কমিশন। এর মাধ্যমে কোথাও নির্বাচনী বিধিভঙ্গ হলে, সরাসরি কমিশনকে রিপোর্ট করতে পারবেন সাধারণ মানুষ। নির্বিঘ্নে, শান্তিপূর্ণ ভাবে ভোট প্রক্রিয়া সম্পন্ন করতে এমন আরও পরিকল্পনা রয়েছে বলেও জানিয়েছে কমিশন।
খবরঅনলাইনে আরও পড়তে পারেন
রাজ্যে আসতে পারে এক লক্ষ আধা সেনা
-
হাওড়া3 days ago
বালির বিধায়ক বৈশালী ডালমিয়াকে দল থেকে বহিষ্কার করল তৃণমূল
-
বিনোদন3 days ago
বাজেটের আগে কেন্দ্রীয় অর্থমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ মাল্টিপ্লেক্স কর্তৃপক্ষের, সঙ্গে সানি দেওল
-
প্রবন্ধ2 days ago
‘কয়েকটা টাকার বিনিময়ে নেতাজির স্মৃতি ধুলোয় মিশিয়ে দেব?’, বলেছিলেন পদমবাহাদুর
-
দেশ2 days ago
নেতাজি জয়ন্তীতে ‘জয় শ্রী রাম!’ ভিক্টোরিয়ার মঞ্চে উঠেও বক্তৃতা দিলেন না ‘অপমানিত’ মুখ্যমন্ত্রী