নয়াদিল্লি: কৃষকদের দমাতে না পেরে শেষমেষ বিতর্কিত তিন কৃষি আইন নিয়ে পিছু হঠল কেন্দ্রীয় সরকার। শুক্রবার সকালে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী জানিয়ে দিলেন, তিন কৃষি আইন প্রত্যাহার করছে কেন্দ্র।
এ দিন গুরু নানকের জন্মদিনে জাতীর উদ্দেশে ভাষণে প্রধানমন্ত্রী বলেন, “হয়তো আমাদের তপস্যায় কিছুর অভাব ছিল, যে কারণে আমরা কিছু কৃষককে আইন সম্পর্কে বোঝাতে পারিনি। তাই আমরা তিনটি কৃষি আইন বাতিল করার সিদ্ধান্ত নিয়েছি”।
তাঁর কথায়, “তবে আমাদের উদ্দেশ্য সৎ ছিল। যা করেছি, সবই কৃষকদের জন্য, দেশের জন্য। কিন্তু সেটাই কিছু কৃষককে আমরা বোঝাতে পারিনি। আসুন, সব আবার নতুন করে শুরু করা যাক। এখন কাউকে দোষারোপের সময় নয়”।
সংসদের উভয়কক্ষে নতুন তিন কৃষি আইন পাশের সময় থেকেই পথে নেমেছিলেন প্রতিবাদী কৃষকরা। উলটো দিকে আইন বলবৎ করতে অনড় ছিল কেন্দ্র, কিন্তু শেষমেশ পিছু হঠতে বাধ্য হল মোদী সরকার। পঞ্জাব, হরিয়ানা, উত্তরপ্রদেশ এবং রাজস্থানের হাজার হাজার কৃষক আইন প্রত্যাহারের দাবিতে ২০২০ সালের নভেম্বর থেকে দিল্লি সীমানায় শিবির স্থাপন করে প্রতিবাদ জানাচ্ছেন। বিরোধী দল এবং কৃষকদের অভিযোগ,সংসদে যথেষ্ট আলোচনা ছাড়াই তিনটি আইন পাশ করেছিল বিজেপি নেতৃত্বাধীন কেন্দ্রীয় সরকার।
ও দিকে বছর ঘুরলেই পঞ্জাব, উত্তরপ্রদেশের মতো রাজ্যে বিধানসভা ভোট। বিতর্কিত কৃষি আইনকে কেন্দ্র করে আন্দোলনে অংশ নেওয়ার ব্যাপারে এই দুই রাজ্যের কৃষকরা রয়েছেন সামনের সারিতে।
আরও পড়তে পারেন
কংগ্রেসে যাওয়া সম্ভব নয়, এ বার বরুণ গান্ধী তৃণমূলে?
আবারও বাঘের মুখ থেকে এক মৎস্যজীবীকে বাঁচিয়ে আনলেন দুই সঙ্গী
৪৬ বছর বয়সে যমজ সন্তানের মা হলেন প্রীতি জিন্টা, পুত্র-কন্যার নাম কী রাখলেন অভিনেত্রী
স্কুলে চতুর্থ শ্রেণির কর্মী নিয়োগ মামলায় কমিশনের হলফনামা, সন্তুষ্ট নয় হাইকোর্ট
খবরের সব আপডেট পড়ুন খবর অনলাইনে। লাইক করুন আমাদের ফেসবুক পেজ। সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল।