নয়াদিল্লি: দিল্লির উত্তর-পূর্বাঞ্চলীয় জেলায় নাগরিকত্ব সংশোধনী আইনের (CAA) প্রতিবাদে বিক্ষোভ আয়োজন করার অভিযোগে ‘জামিয়া সমন্বয় কমিটি’র মিডিয়া কো-অর্ডিনেটরকে গ্রেফতার করা হয়েছে বলে জানাল পুলিশ।
দিল্লির যুগ্ম পুলিশ কমিশনার অলোক কুমার জানিয়েছেন, সাফুরা জারগার নামে এক ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে। তাঁর বিরুদ্ধে জাফরাবাদ এলাকায় সিএএ-বিরোধী বিক্ষোভ সমাবেশ করার অভিযোগ রয়েছে। যেখানে আন্দোলনকারীদের বেশিরভাগই ছিলেন মহিলা। গত বছর সংশোধিত আইনের বিরুদ্ধে বিক্ষোভ শুরু হয়েছিল।
পরে সেখানে বিক্ষোভকারী এবং সিএএ-সমর্থকদের মধ্যে সংঘর্ষের সৃষ্টি হয়। দিল্লির বিভিন্ন এলাকায় যা ছড়িয়ে পড়ে। এই ঘটনায় ইন্টেলিজেন্স ব্যুরোর কর্মী অঙ্কিত শর্মা এবং হেড কনস্টেবল রতন লাল-সহ কমপক্ষে ৫৩ জন নিহত হন।
আরও পড়ুন: লকডাউন ভাঙায় বাধা পেয়ে পঞ্জাবে পুলিশ অফিসারের হাতে তরোয়ালের কোপ, জখম আরও দুই
গত ৬ এপ্রিল দিল্লির একটি আদালত উত্তর-পূর্ব দিল্লিতে হিংসার ঘটনায় যুক্ত থাকার অভিযোগে গ্রেফতার হওয়া এক জামিয়া ছাত্রের পুলিশি হেফাজতের মেয়াদ আরও ন’দিন বাড়িয়ে দেয়।
খবরের সব আপডেট পড়ুন খবর অনলাইনে। লাইক করুন আমাদের ফেসবুক পেজ। সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল।