set top box

ওয়েবডেস্ক: আপনার টেলিভিশনের কেবল অপারেটার বা ডিটিএইচ সংস্থার পরিষেবা নিয়ে সন্তুষ্ট নন। সমস্যা থাকলেও তারা কি সমাধান করছে না?

তা হলে সেই সমস্যার সমাধানের দায়িত্ব এ বার চলে আসতে পারে নিজের হাতেই। ইঙ্গিত দিল টেলিকম রেগুলেটরি অথরিটি বা ট্রাই।

অর্থাৎ, মোবাইলের নম্বর একই রেখেও যে ভাবে অপারেটার পরিবর্তন করা যায়, একই ভাবে সেট টপ বক্সের নম্বরের মাধ্যমেই পরিষেবা প্রদানকারী সংস্থা পরিবর্তন করা যাবে টিভিতেও।

সংস্থার চেয়ারম্যান আর এস শর্মা জানিয়েছেন, এ বার মোবাইলের মতোই পোর্টেবিলিটি সুবিধা নিয়ে আসা হচ্ছে টিভিতেও। সেই কাজই করছে ট্রাই।

তিনি জানিয়েছেন,  চলতি বছরের শেষ দিকে ইন্টার-অপারেবল সেট-টপ বক্স নিয়ে আসবে ট্রাই। যেথানে আর নির্দিষ্ট কেবল অপারেটর অথবা ডিটিএইচ সংস্থার কাছে বাঁধা থাকতে হবে না।

গ্রাহক নতুন ওই সেট টপ বক্সের মাধ্যামে নিজের পছন্দ মতো অপারেটর বেছে নিতে পারবেন।

[ আরও পড়ুন: অ্যানড্রয়েড ফোনে হোয়াটসঅ্যাপ ব্যবহার আরও সহজ হল ]

যদিও এই ইন্টার-অপারেবল সেট টপ বক্সের প্রচলন যে খুব একটা সহজ কাজ নয়, সে কথাও স্বীকার করেছেন ট্রাই চেয়ারম্যান।

কারণ, একেকটি সংস্থার সেট টপ বক্স একেক রকম হওয়ায় এখনই এই ব্যবস্থা চালু করা সম্ভব নয়।

dailyhunt

খবরের সব আপডেট পড়ুন খবর অনলাইনে। লাইক করুন আমাদের ফেসবুক পেজ। সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল

বিজ্ঞাপন