জন সূরজ দলের প্রধান প্রশান্ত কিশোর শনিবার ঘোষণা করেছেন যে, তার দল ক্ষমতায় এলে বিহারে মদে নিষেধাজ্ঞা এক ঘণ্টার মধ্যেই প্রত্যাহার করা হবে। ২ অক্টোবর জন সূরজ দলের প্রতিষ্ঠা দিবসের আগে একটি সংবাদমাধ্যমে তিনি বলেন, “জন সূরজ সরকার গঠন হলে এক ঘণ্টার মধ্যে মদ নিষেধাজ্ঞা বাতিল করা হবে।”
এদিকে, তেজস্বী যাদবের নেতৃত্বাধীন রাষ্ট্রীয় জনতা দলের (আরজেডি) সাথে বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমারের চলমান বাকযুদ্ধ সম্পর্কে কিশোর মন্তব্য করেন, “নীতীশ কুমার এবং তেজস্বী যাদব দুজনেই বিহারকে ক্ষতিগ্রস্ত করেছেন। গত ৩০ বছরে মানুষ এদের নেতৃত্ব দেখেছে এবং এখন তাদের বিদায়ের সময় এসেছে।”
পিকে আরও কটাক্ষ করে বলেন, “তেজস্বী যাদব একজন নবম শ্রেণির ড্রপআউট। যিনি জিডিপি এবং জিডিপি প্রবৃদ্ধির মধ্যে পার্থক্য বোঝেন না, তিনি কীভাবে বিহারের উন্নয়নের পথ দেখাবেন?” তিনি তেজস্বী যাদবের শিক্ষাগত যোগ্যতা নিয়ে প্রশ্ন তোলেন এবং বলেন, “যদি কারো পিতামাতা মুখ্যমন্ত্রী হওয়ার পরেও সেই ব্যক্তি দশম শ্রেণি পাস করতে না পারে, তবে তা শিক্ষার প্রতি তাদের দৃষ্টিভঙ্গি স্পষ্ট করে।”
প্রশান্ত কিশোর এও বলেন, তেজস্বী যাদবের নেতৃত্ব প্রতিষ্ঠা করার একমাত্র যোগ্যতা হল লালু যাদবের পুত্র হওয়া এবং পারিবারিক কারণে আরজেডির নেতা হওয়া। কিশোরের মতে, তেজস্বীকে নিজেকে প্রমাণ করতে হবে কাজের মাধ্যমে, কেবল পরিবারিক পরিচয় দিয়ে নয়।