দেশের নারী নিরাপত্তা নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন ভারতের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। সম্প্রতি সারা দেশে নারী নির্যাতনের ঘটনায় প্রবল আলোড়ন তৈরি হয়েছে। কলকাতার আরজি কর হাসপাতালে জুনিয়র চিকিৎসককে ধর্ষণ ও হত্যার ঘটনা এবং মালায়ালাম ফিল্ম ইন্ডাস্ট্রির বিশিষ্ট অভিনেতাদের বিরুদ্ধে একাধিক যৌন হয়রানি ও ধর্ষণের মামলার কারণে দেশজুড়ে নারীদের সুরক্ষা নিয়ে নতুন করে প্রশ্ন উঠেছে।
জাতীয় জেলা বিচারব্যবস্থা সম্মেলনের সমাপ্তি ভাষণে রাষ্ট্রপতি মুর্মু বলেন, “আমাদের সামাজিক জীবনের একটি দুঃখজনক দিক হল যে অপরাধের পরেও অপরাধীরা নির্ভয়ে ঘুরে বেড়ায়। যাঁরা তাদের অপরাধের শিকার, তাঁরা ভয়ে বাঁচেন, যেন তাদের চিন্তাভাবনা নিজেরাই অনেক অপরাধ করেছে। নারী ভুক্তভোগীদের পরিস্থিতি আরও করুণ, কারণ সমাজের লোকেরাও তাদের সমর্থন করে না।”
রাষ্ট্রপতি আরও বলেন, বিচার ব্যবস্থার বিভিন্ন চ্যালেঞ্জ মোকাবিলা করার জন্য সমস্ত অংশীদারদের একসঙ্গে কাজ করতে হবে। তিনি জোর দিয়ে বলেন যে আদালতের কার্যক্রমে দীর্ঘসূত্রিতা বা “তারিখ পর তারিখ” সংস্কৃতির সমাধান খুঁজে বের করা প্রয়োজন। আদালতের মামলার পেন্ডিং কমানোর জন্য সুপ্রিম কোর্টের কার্যনির্বাহী পরিকল্পনা নিয়ে সন্তোষ প্রকাশ করেন রাষ্ট্রপতি।
সম্মেলনে উপস্থিত ছিলেন প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড়, কেন্দ্রীয় আইনমন্ত্রী অর্জুন রাম মেঘওয়ালসহ বিভিন্ন উচ্চ আদালতের বিচারপতিরা। তাঁরা সকলেই নারী নিরাপত্তা ও বিচার ব্যবস্থার উন্নতির জন্য বিভিন্ন পরিকল্পনার কথা বলেন। এই সম্মেলনে দেশের সবকটি রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলের জেলা বিচার বিভাগের ৮০০-রও বেশি সদস্য উপস্থিত ছিলেন।
রাষ্ট্রীয় বিজ্ঞান পুরস্কারের প্রথম সংস্করণে ৪ বাঙালি বিজ্ঞানী-সহ ৩৩ জন বিজ্ঞানী সম্মানিত
রাষ্ট্রপতি মুর্মু আরও বলেন, “আমি জানতে পেরেছি সাম্প্রতিক সময়ে সময়মতো প্রশাসনের সুযোগ-সুবিধা, পরিকাঠামো, প্রশিক্ষণ, এবং জনবলের ক্ষেত্রে উন্নতি হয়েছে। কিন্তু এখনও অনেক কিছু করার বাকি রয়েছে। আমি বিশ্বাস করি যে সমস্ত সংস্কারের ক্ষেত্রে দ্রুত অগ্রগতি হওয়া উচিত।” তিনি উল্লেখ করেন, সাম্প্রতিক বছরগুলিতে নির্বাচনী কমিটিতে নারীদের সংখ্যা বৃদ্ধি পেয়েছে, যার ফলে নারীদের অংশগ্রহণ ৫০ শতাংশ বৃদ্ধি পেয়েছে।
নারী নিরাপত্তা নিশ্চিত করতে এবং বিচার ব্যবস্থার দীর্ঘসূত্রিতার বিরুদ্ধে লড়াইয়ে এই জাতীয় সম্মেলনের গুরুত্ব অপরিসীম। বিচার বিভাগের পাশাপাশি সমাজেরও দায়িত্ব রয়েছে নারীদের প্রতি সমর্থন জানানো এবং তাদের সুরক্ষা নিশ্চিত করার।
#WATCH | Delhi: President Droupadi Murmu unveiled a new flag and insignia for the Supreme Court to commemorate its 75th anniversary. pic.twitter.com/sn40tB2Y9b
— ANI (@ANI) September 1, 2024