Homeখবরদেশ'নারী নির্যাতনে অপরাধীরা নির্ভয়ে ঘুরে বেড়াচ্ছে, নিগৃহীতারা বাঁচছেন ভয়ে', প্রধান বিচারপতি সামনে...

‘নারী নির্যাতনে অপরাধীরা নির্ভয়ে ঘুরে বেড়াচ্ছে, নিগৃহীতারা বাঁচছেন ভয়ে’, প্রধান বিচারপতি সামনে উদ্বেগ প্রকাশ রাষ্ট্রপতি মুর্মুর

প্রকাশিত

দেশের নারী নিরাপত্তা নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন ভারতের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। সম্প্রতি সারা দেশে নারী নির্যাতনের ঘটনায় প্রবল আলোড়ন তৈরি হয়েছে। কলকাতার আরজি কর হাসপাতালে জুনিয়র চিকিৎসককে ধর্ষণ ও হত্যার ঘটনা এবং মালায়ালাম ফিল্ম ইন্ডাস্ট্রির বিশিষ্ট অভিনেতাদের বিরুদ্ধে একাধিক যৌন হয়রানি ও ধর্ষণের মামলার কারণে দেশজুড়ে নারীদের সুরক্ষা নিয়ে নতুন করে প্রশ্ন উঠেছে।

জাতীয় জেলা বিচারব্যবস্থা সম্মেলনের সমাপ্তি ভাষণে রাষ্ট্রপতি মুর্মু বলেন, “আমাদের সামাজিক জীবনের একটি দুঃখজনক দিক হল যে অপরাধের পরেও অপরাধীরা নির্ভয়ে ঘুরে বেড়ায়। যাঁরা তাদের অপরাধের শিকার, তাঁরা ভয়ে বাঁচেন, যেন তাদের চিন্তাভাবনা নিজেরাই অনেক অপরাধ করেছে। নারী ভুক্তভোগীদের পরিস্থিতি আরও করুণ, কারণ সমাজের লোকেরাও তাদের সমর্থন করে না।”

রাষ্ট্রপতি আরও বলেন, বিচার ব্যবস্থার বিভিন্ন চ্যালেঞ্জ মোকাবিলা করার জন্য সমস্ত অংশীদারদের একসঙ্গে কাজ করতে হবে। তিনি জোর দিয়ে বলেন যে আদালতের কার্যক্রমে দীর্ঘসূত্রিতা বা “তারিখ পর তারিখ” সংস্কৃতির সমাধান খুঁজে বের করা প্রয়োজন। আদালতের মামলার পেন্ডিং কমানোর জন্য সুপ্রিম কোর্টের কার্যনির্বাহী পরিকল্পনা নিয়ে সন্তোষ প্রকাশ করেন রাষ্ট্রপতি।

সম্মেলনে উপস্থিত ছিলেন প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড়, কেন্দ্রীয় আইনমন্ত্রী অর্জুন রাম মেঘওয়ালসহ বিভিন্ন উচ্চ আদালতের বিচারপতিরা। তাঁরা সকলেই নারী নিরাপত্তা ও বিচার ব্যবস্থার উন্নতির জন্য বিভিন্ন পরিকল্পনার কথা বলেন। এই সম্মেলনে দেশের সবকটি রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলের জেলা বিচার বিভাগের ৮০০-রও বেশি সদস্য উপস্থিত ছিলেন।

রাষ্ট্রীয় বিজ্ঞান পুরস্কারের প্রথম সংস্করণে ৪ বাঙালি বিজ্ঞানী-সহ ৩৩ জন বিজ্ঞানী সম্মানিত 

রাষ্ট্রপতি মুর্মু আরও বলেন, “আমি জানতে পেরেছি সাম্প্রতিক সময়ে সময়মতো প্রশাসনের সুযোগ-সুবিধা, পরিকাঠামো, প্রশিক্ষণ, এবং জনবলের ক্ষেত্রে উন্নতি হয়েছে। কিন্তু এখনও অনেক কিছু করার বাকি রয়েছে। আমি বিশ্বাস করি যে সমস্ত সংস্কারের ক্ষেত্রে দ্রুত অগ্রগতি হওয়া উচিত।” তিনি উল্লেখ করেন, সাম্প্রতিক বছরগুলিতে নির্বাচনী কমিটিতে নারীদের সংখ্যা বৃদ্ধি পেয়েছে, যার ফলে নারীদের অংশগ্রহণ ৫০ শতাংশ বৃদ্ধি পেয়েছে।

নারী নিরাপত্তা নিশ্চিত করতে এবং বিচার ব্যবস্থার দীর্ঘসূত্রিতার বিরুদ্ধে লড়াইয়ে এই জাতীয় সম্মেলনের গুরুত্ব অপরিসীম। বিচার বিভাগের পাশাপাশি সমাজেরও দায়িত্ব রয়েছে নারীদের প্রতি সমর্থন জানানো এবং তাদের সুরক্ষা নিশ্চিত করার।

সাম্প্রতিকতম

আইএসএল: একেবারে শেষ মুহূর্তে গোল খেয়ে মুম্বইয়ের সঙ্গে পয়েন্ট ভাগাভাগি করে নিল মোহনবাগান

মোহনবাগান: ২ (তিরি – আত্মঘাতী, আলবের্তো রদরিগুয়েজ) মুম্বই সিটি এফসি: ২ (তিরি, থায়ের ক্রৌমা)   খবর...

আরজি কর মেডিক্যাল কলেজ এলাকায় জমায়েতে নিষেধাজ্ঞা আরও ১৫ দিন বৃদ্ধি

আরজি কর মেডিক্যাল কলেজ এলাকায় শান্তিভঙ্গের আশঙ্কায় বেআইনি জমায়েতের নিষেধাজ্ঞা আরও ১৫ দিন বাড়ানো হল। কলকাতা পুলিশ জানিয়েছে, ১৬ থেকে ৩০ সেপ্টেম্বর পর্যন্ত এই নিষেধাজ্ঞা কার্যকর থাকবে।

বদলে গেল পোর্ট ব্লেয়ারের নাম, এবার কী নামে ডাকা হবে?

আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জের রাজধানী পোর্ট ব্লেয়ারের নতুন নাম শ্রীবিজয়পুরম রাখল কেন্দ্রীয় সরকার। ঔপনিবেশিক স্মৃতি মুছে স্বাধীনতা সংগ্রামের সম্মান জানাতে এই পরিবর্তন, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ।

জুনিয়র ডাক্তারদের কর্মবিরতিতে রাজ্যে ২৯ জনের মৃত্যু, দাবি সরকারের, ২ লক্ষ টাকা ক্ষতিপূরণ ঘোষণা

জুনিয়র ডাক্তারদের কর্মবিরতির ফলে ২৯ জনের মৃত্যু হয়েছে বলে দাবি রাজ্য সরকারের। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেছেন, মৃতদের পরিবারকে দু’লক্ষ টাকা করে ক্ষতিপূরণ দেওয়া হবে।

আরও পড়ুন

প্রতি ৮ মিনিটে একজন তরুণ ভারতীয় আত্মহত্যার পথ বেছে নেন, ল্যানসেট জার্নালের চাঞ্চল্যকর তথ্য

প্রতিবছর ১০ সেপ্টেম্বর দিনটিকে বিশ্ব আত্মহত্যা প্রতিরোধ দিবস হিসাবে পালন করা হয়। কিন্তু বাস্তবে...

সুপ্রিম কোর্টে জামিন পেলেন অরবিন্দ কেজরিওয়াল

নয়াদিল্লি: হরিয়ানা বিধানসভা নির্বাচনের আগে বড়ো স্বস্তি পেলেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল। সিবিআইয়ের রুজু...

২৫ দিনের লড়াই শেষ, প্রয়াত সিপিএম নেতা সীতারাম ইয়েচুরি

দীর্ঘ ২৫ দিনের শ্বাসযন্ত্রের সংক্রমণের লড়াই শেষে দিল্লির AIIMS হাসপাতালে প্রয়াত হলেন সিপিএমের সর্বভারতীয় সাধারণ সম্পাদক সীতারাম ইয়েচুরি। তাঁর বয়স হয়েছিল ৭২ বছর।
ইন্টারভিউয়ে কীরকম শরীরী ভঙ্গিমা থাকা উচিত বাড়তি মেদ ঝরানোর নয়া ট্রেন্ড ‘ওয়াটার ফাস্টিং’ কী?